অসুখী একজন কবিতার প্রশ্নোত্তর 2023 

সূচীপত্র

বিষয়-সংক্ষেপে

পাবলো নেরুদার  “অসুখী একজন”  কবিতাটি মূল বিষয়বস্তু হলো যুদ্ধের পটভূমিকায় শাশ্বত ভালোবাসার কথা  সেই সঙ্গে যুদ্ধে ভয়াবহ পরিস্থিতি ।একজন বিপ্লবীর শ্রেষ্ট জায়গা হল যুদ্ধক্ষেত্রে। এর জন্য তারা যে কোনো রকমের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে। তাই কবিতর কথক  তার  প্রিয়তমাকে ছেড়ে মুক্তির সন্ধানে যায় |  কথক তার  প্রিয়তমাকে দড়জায় অপক্ষায় দাঁড় করিয়ে চলে যান বহু দুরে | তার প্রিয়তমা জানতো যে কথক আর ফিরে আসবেন না | তাই চলতে থাকে অনন্ত প্রতীক্ষার প্রহর গোনা| বছরের পর বছর চলে যায় |

কথকের  পায়ের দাগ বৃষ্টির  জলে মুছে যায় |  কিন্তু অপেক্ষা নিয়ে বেঁচে থাকে তার প্রিয় মানুষটি। তারপর শুরু হল সেই কঠিন সময় -যুদ্ধ |  ধ্বংসের তাণ্ডবে  শুর হয় হত্যালীলা ।  যুদ্ধের ভয়ঙ্কর বিধ্বংসী রূপ পাঠ্য কবিতায় বর্ণিত হয়েছে | যুদ্ধের আগুন ও তার দাবদাহ আগ্নেয় পাহাড়ের মত আছড়ে পড়ল সমতলে | নিষ্পাপ শিশুরাও যুদ্ধের হত্যালীলা  থেকে বাদ পড়ে  না |  মানুষের মাথার ছাদও ধ্বংসপ্রাপ্ত হয় | সমস্ত সমতলে আগুন ছড়িয়ে পড়ে | মন্দিরের  শান্ত হলুদ দেবতারা,  যারা হাজার বছর ধরে ধ্যানে মগ্ন ছিল, তারাও এই আগুন থেকে রক্ষা পেল না | ফলে তারা আর স্বপ্ন দেখতে পারলো না –    উলটে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে

অসুখী একজন কবিতার প্রশ্নোত্তর 2023

অসুখী একজন কবিতার প্রশ্নোত্তর 2023

 

তাৎপর্য  অসুখী একজন কবিতার প্রশ্নোত্তর 2023

কবিতার কথক যেখানে ঘুমাতেন , সেই মিষ্টি ঝুলন্ত বিছানা , বারান্দা , গোলাপি গাছ,  যার পাতা করতলের মত ছড়ানো,  চিমনি, প্রাচীন জলতরঙ্গ – সব স্মৃতি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় যুদ্ধের আগুনে | একদা যেখানে শহর ছিল আজ সেখানে শুধুই কাঠ-কয়লা দোমরানো মৃত পাথরের মূর্তির বীভৎস মাথার পরে থাকে |

             যুদ্ধ, সমাজ সভ্যতা ও সংস্কৃতিকে ধ্বংস করার পাশাপাশি জীবন ও ব্যক্তি সম্পর্ককেও কিভাবে ধ্বংস করে, তার একটি জ্বলন্ত বাস্তব চিত্র আমাদের পাঠ্য কবিতায় জীবন্ত হয়েছে | শুধুমাত্র শহর যুদ্ধের স্মরন চিহ্ন নিয়ে এই হত্যালীলার সাক্ষী হয়ে থাকে একটি কথায়-    রক্তের একটা কালো দাগ” 

 

বহুবিকল্পধর্মী প্রশ্নোত্তর  (অসুখী একজন কবিতার প্রশ্নোত্তর 2023)

 1. “তারপর যুদ্ধ এল”-  যুদ্ধ এল-

ক) রক্তের সমুদ্রের মতো ।

 খ) আগ্নেয়পাহাড়ের মতো

গ) পাহাড়ের আগুনের মতো

ঘ) রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো

 উঃ)    ) রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো

 2. “ অসুখী একজন” কবিতায় শিশু আর বাড়িরা –

ক) খুন হল

খ) হারিয়ে গেল

 গ) বেঁচে রইল

 ঘ) জেগে রইল

উঃ) খুন হল

3.“সেই মেয়েটির”-  সেই মেয়েটির কী হল না ?

ক) অসুখ হল না

খ) মৃত্যু হল না

গ) খুন হল না

ঘ) জ্বলে গেল না

 উঃ) মৃত্যু হল না

 4.“সমস্ত সমতলে ধরে গেল” ——–

ক) ভূমিকম্প

খ) ধ্বংস

গ) আগুন

ঘ) বন্যা

উঃ) আগুন

5. “শান্ত  হলুদ দেবতারা” – কত বছর ধ্যানে ডুবে ছিল ?

ক) একশো

 খ) দু – হাজার

গ) পাঁচশো

 ঘ) হাজার বছর

উঃ)   ) হাজার বছর

 

আরও পড়ুন অসুখী একজন কবিতার বড় প্রশ্নোত্তর 

 

6. “শান্ত  হলুদ দেবতারা” –    কীভাবে মন্দির থেকে উলটে পড়ল ?

ক)  টুকরো টুকরো হয়ে

খ) গুঁড়োগুঁড়ো হয়

 গ) অর্ধেক হয়ে

 ঘ) ভেঙে ভেঙে

উঃ) টুকরো টুকরো হয়ে

7.  “তারা আর স্বপ্ন দেখতে পারল না” – কারা স্বপ্ন দেখতে পারল না ?

ক) দেবতারা

খ) গির্জার নানরা

গ) মানুষেরা

ঘ) ঈশ্বর

উঃ) দেবতারা

8. “সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা” –  সেখানে ঝুলন্ত বিছানায় কে  ঘুমিয়েছিলেন ?

ক) মেয়েটি

 খ) বন্ধুটি

গ) কবি

 ঘ) কুকুর

উঃ) কবি

অসুখী একজন কবিতার প্রশ্নোত্তর 2023

অসুখী একজন কবিতা

9.  “ ছড়ানো করতলের মতো পাতা” – কি ছিল ?

ক) চিমনি

 খ) কথকের বাড়ি

 গ) বিছানা

ঘ) স্বপ্নের ঘর

উঃ) চিমনি

10.  “  সব _____ হয়ে গেল , জ্বলে গেল আগুনে”  –

 ক) চূর্ণ

 খ) বিচূর্ণ

 গ) মাটি

 ঘ) চুরমার

উঃ)   ) চূর্ণ

11. “ যেখানে শহর ছিল, সেখানে ছড়িয়ে রইল ——–”

ক) কাঠকয়লা

খ) কাঠ

 গ) কয়লা

ঘ) বীভৎস মাথা

উঃ   () কাঠকয়লা

12. “ দোমড়ানো লোহা , মৃত———- মূর্তির বীভৎস / মাথা”-

ক) লোহার

খ) ইটের

 গ) মাটির

ঘ) পাথরের

উঃ  () পাথরের

13. “— একটা কালো দাগ” – এই  দাগ কিসের  ? (অসুখী একজন কবিতার প্রশ্নোত্তর 2023)

  ক) যুদ্ধের

 খ) রক্তের

 গ) আগুনের

 ঘ) মানুষের

উঃ  () রক্তের

 

14.  “ অসুখী একজন”  কবিতাটির বাংলা তরজমা করেন –

 ক) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

খ) নবারুণ ভট্টাচার্য

গ) উৎপলকুমার বসু

ঘ) শঙ্খ ঘোষ

উঃ  ) নবারুণ ভট্টাচার্য

15. “অসুখী একজন”  কবিতাটি অনুবাদকের কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত ?

 ক) এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়

খ) পৃথিবীর শেষ কমিউনিস্ট

 গ) বিদেশি ফুলে রক্তের ছিটে

 ঘ) ফ্যাতাড়ুর কুম্ভীপাক

উঃ  ) বিদেশি ফুলে রক্তের ছিটে

1.5  পাবলো নেরুদা ছিলেন –

ক) চিলিয়ান কবি ও রাজনীতিবিদ

খ) ইউরোপিয়ান কবি ও রাজনীতিবিদ

গ) রাশিয়ান কবি ও ভাস্কর্য শিল্পী

ঘ) জার্মান কবি ও চিত্রকর

উঃ  ) চিলিয়ান কবি রাজনীতিবিদ

16  পাবলো নেরুদার প্রকৃত নাম হল –

ক) নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো

 খ) রিকার্দো বাসওআলতো

 গ) রেয়েন্স রিকার্দো নেকতালি বাসোয়ালতো

 ঘ) পল ভেরলেইন নেরুদা

উঃ  () নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো

17. “‘ সে জানত না”   –  কে   জানত না ?

ক) কথক

 খ) কবিতার কথক

গ) কথকের প্রিয়তমা

ঘ) কথকের মা

উঃ  গ) কথকের প্রিয়তমা

18. “ সে জানত না” — সে কী জানত না ?

 ক) কথক ফিরে আসবে

 খ) কথক আর কখনও ফিরে আসবে না

গ) কথক কখন আসবে

 ঘ) কথক শীঘ্রই ফিরে আসবে

উঃ  ) কথক আর কখনও ফিরে আসবে না

18.  “বৃষ্টিতে ধুয়ে দিল”  –  বৃষ্টিতে কী ধুয়ে দিয়েছিল ?

ক) পায়ের দাগ

খ) রক্তের দাগ

গ) কথকের পায়ের দাগ

ঘ) আগুনের দাগ

উঃ   () কথকের পায়ের দাগ

19. “ অসুখী একজন”  কবিতাটির  ইংরেজি তরজমা টি হল –

(ক) The Unhappy Woman

(খ) The Unhappy

(গ) The Unhappy One

(ঘ) The Unhappy Man

উত্তর : () The Unhappy One

20. “অসুখী একজন”- শীর্ষক অনুবাদ কবিতাটি নবারুণ ভট্টাচার্যের যে কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে –

(ক) বিদেশি ফুলে রক্তের ছিটে

(খ) এই মৃত্যু উপত্যকা আমার দেশ না

(গ) মুখে মেঘের রুমাল বাঁধা

(ঘ) রাতের সার্কাস

উত্তর : () বিদেশি ফুলে রক্তের ছিটে

21.  “আমি তাকে ছেড়ে দিলাম”–  কথক কাকে  ছেড়ে দিয়েছিলেন ?

(ক) তাঁর বাড়িকে

(খ) বন্ধুকে

(গ) কথকের প্রিয়তমাকে

(ঘ) তাঁর মাকে

উত্তর : () কথকের প্রিয়তমাকে

 

 

you may like 

https://en.wikipedia.org/wiki/India

 

) বহুব্রীহি সমাস:-সমাস কাকে বলে বহুব্রীহি সমাস কাকে বলে part-2

যে সমাসে, সমস্যমান পদ দুটির অর্থ প্রাধান্য না পেয়ে অন্য কোন তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়, তাকে বলা হয় বহুব্রীহি সমাস।

যেমন:- নীলকন্ঠ= নীলকন্ঠে যার। অর্থাৎ মহাদেবের কথা এখানে বলা হচ্ছে। “বহুব্রীহি” শব্দটির অর্থ হলো বহু ধান্য আছে যার অর্থাৎ সম্পন্ন কৃষক।

বহুব্রীহি সমাসের শ্রেণীবিভাগ:–       (সমাস কাকে বলে বহুব্রীহি সমাস কাকে বলে part-2)

বহুব্রীহি সমাসকে সাতটা ভাগে ভাগ করা যায়। যথা:-

১) ব্যাধিকরণ বহুব্রীহি:– যে বহুব্রীহি সমাসে, পূর্ব ও পরপদ উভয়ই বিশেষ্য হয় তাকে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস বলে।

যেমন:- চক্রপানি= চক্র পানিতে যার। শশাঙ্ক= শশ অঙ্কে যার। বীণাপাণি= বিনা পানিতে যার।  (সমাস কাকে বলে বহুব্রীহি সমাস কাকে বলে part-2)

) সমানাধিকরণ বহুব্রীহি: যে বহুব্রীহি সমাসে, পূর্বপদ এবং উত্তরপদ উভয়ই বিভক্তি শূন্য হয়, তাকে সমানাধিকরন বহুব্রীহি সমাস বলে।

যেমন:- গৌরাঙ্গ:- গৌর অঙ্গ যার। মিহিদানা= মিহি দানা যার। পঞ্চানন= পঞ্চ আনন যার। (সমাস কাকে বলে বহুব্রীহি সমাস কাকে বলে part-2)

 

)ব্যতিহার বহুব্রীহি সমাস:–       সমাস কাকে বলে বহুব্রীহি সমাস কাকে বলে part-2

যে বহুব্রীহি সমাসে, একই শব্দের পুনরুক্তি হয়, তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে।

যেমন:- লাঠালাঠি= লাঠিতে লাঠিতে যে যুদ্ধ। হাসাহাসি= হাসিতে হাসিতে যে কাজ। ঘুষোঘুষি= ঘুষিতে ঘুষিতে যে যুদ্ধ।

) মধ্যপদলোপী বহুব্রীহি সমাস: যে বহুব্রীহি সমাসে, ব্যাসবাক্যের মাঝে অবস্থিত পদ সমাসবদ্ধ পদে লুপ্ত হয়, তাকে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস বলে।

যেমন:- পদ্মমুখী= পদ্মের মতো সুন্দর মুখ যার। কোমললোচন= কমলের মতো লোচন যার।

) নঞ বহুব্রীহি বা না বহুব্রীহি সমাস:- যে বহুব্রীহি সমাসে, পূর্বপদে না বাচক অব্যয় হয়, তাকে না বহুব্রীহি সমাস বলে।

যেমন:- নির্ভুল= নেই ভুল যার। নিখোঁজ= নেই খোঁজ যার। অসীম= নেই  সীমা যার।

৬) সহার্থক বহুব্রীহি সমাস:- যে বহুব্রীহি সমাসে, পূর্ব পদের সঙ্গে সহার্থক উত্তর পদের সমাস হয়, তাকে সহার্থক বহুব্রীহি সমাস বলে।

যেমন:- সস্ত্রীক= স্ত্রীর সহিত বর্তমান। সপুত্র= পুত্রের সহিত বর্তমান।

) সংখ্যাবাচক বহুব্রীহি সমাস:- যে বহুব্রীহি সমাসে, পূর্বপদটি সংখ্যা বাচক হয় তাকে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বলে যেমন:- ত্রিলোচন= ত্রি লোচন যার।  (সমাস কাকে বলে বহুব্রীহি সমাস কাকে বলে part-2)

 

আরও পড়ুন- 

বাচ্য কয় প্রকার কি কি ?  বাচ্য পরিবর্তনের নিয়ম ও সাজেশান

 

) দ্বিগু সমাস:–            অসুখী একজন কবিতার প্রশ্নোত্তর 2023 

যে সমাসে সমাহার বা সমষ্টি অর্থ প্রকাশ পায়, তাকে দ্বিগু সমাস বলে। দিগু কথার অর্থ হল, দ্বি- দুই, গো- গরু অর্থাৎ দুই গরুর সমাহার।

যেমন:- সপ্তাহ= সপ্ত অহের সমাহার। পঞ্চভূত= পঞ্চ ভূতের সমাহার। পাঁচকড়ি=  পাঁচ কড়ির সমষ্টি। ইত্যাদি দ্বিগু সমাসের উদাহরণ।

) অব্যয়ীভাব সমাস:–          অসুখী একজন কবিতার প্রশ্নোত্তর 2023

যে সমাসে পূর্ব পদে অব্যয় এবং পূর্বপদের অর্থই প্রাধান্য পায়, তাকে অব্যয়ীভাব সমাস বলে। অর্থাৎ সমাস নিসপন্ন হওয়ার পর অব্যয়ের ভাব প্রকাশ পায়। তাই একে অব্যয়ীভাব সমাস বলা হয়।

যেমন:- হায়াত= ভাতের অভাব। হাঘর= ঘরের অভাব। উপবন= বনের সদৃশ। দুর্ভিক্ষ= ভিক্ষার অভাব। প্রত্যঙ্গ= ক্ষুদ্র অঙ্গ। উপকূল= কুলের সমীপে। ইত্যাদি অবয়ীভাব সমাস।  (সমাস কাকে বলে বহুব্রীহি সমাস কাকে বলে part-2)

 

) নিত্য সমাস:–        অসুখী একজন কবিতার প্রশ্নোত্তর 2023 

যে সমাসের সাধারণত ব্যাসবাক্য হয় না বা ব্যাসবাক্য করতে গেলে অন্য কোন পদের সাহায্য নিতে হয়, তাকেই নিত্য সমাস বলে।

যেমন:- ভাষান্তর= অন্য ভাষা। গ্রামান্তর= অন্য গ্রাম। দিনান্তর= অন্য দিন। হাঁটাহাঁটি= কেবল হাঁটা। জ্ঞানমাত্র= কেবল জ্ঞান।

) অলোপ সমাস:

যে সমাসে, পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকেই, অলোপ সমাস বলে।

যেমন:- দুধেভাতে= দুধে ও ভাতে- অলপ দ্বন্দ্ব সমাস।

রোদেপোড়া= রোদে পোড়া- অলক তৎপুরুষ ইত্যাদি।   (সমাস কাকে বলে বহুব্রীহি সমাস কাকে বলে part-2)

) বাক্যাশ্রয়ী সমাস: এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যখন সমাসবদ্ধ রূপে ব্যবহৃত হয়, তখন তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে।

যেমন:- বসে আঁকা প্রতিযোগিতা।  (সমাস কাকে বলে বহুব্রীহি সমাস কাকে বলে part-2)

ফেলে আসা দিনগুলি। ইত্যাদি

মাধ্যমিকে যেমন প্রশ্ন আছে                    অসুখী একজন কবিতার প্রশ্নোত্তর 2023 

নমুনা প্রশ্ন এবং তার উত্তর

১) “ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি”- নিম্নরেক পদটি কোন সমাসের উদাহরণ?

ক) অব্যয়ীভাব খ) নঞ তৎপুরুষ গ) বহুব্রীহি ঘ) কর্মধারায়, 2017

উঃ খ) অব্যয়ীভাব                    অসুখী একজন কবিতার প্রশ্নোত্তর 2023 

২) কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে- ক)পূর্বপদের অর্থের খ) পরপদের অর্থের গ) উভয় পদের ঘ) ভিন্ন অর্থ সমস্ত পদের

উঃ খ) পরপদের অর্থের

) “চরণ কমলের ন্যায়”- ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখ।

উঃ চরন কমলের ন্যায়= চরণকমল, উপমিত কর্মধারয় সমাস।

অসুখী একজন কবিতার প্রশ্নোত্তর 2023

) নিত্য সমাজ কাকে বলে?        সমাস কাকে বলে বহুব্রীহি সমাস কাকে বলে part-2

উঃ যে সমাসে সাধারণত ব্যাসবাক্য হয় না। ব্যাসবাক্য করতে গেলে অন্য কোন বাক্যের প্রয়োজন হয়, তাকে নিত্য সমাস বলে।

যেমন: গ্রামান্তর= অন্য গ্রাম।                      অসুখী একজন কবিতার প্রশ্নোত্তর 2023 

৫) গৌর অঙ্গ যাহার- ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখ।

উঃ গৌর অঙ্গ যাহার= গৌরাঙ্গ। সমাসের নাম- বহুব্রীহি সমাস।

৬) রামদাস আর কোন প্রশ্ন করি না।- নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ, সেটি হল-

ক)তৎপুরুষ খ)অব্যয়ীভাব গ) কর্মধারয় ঘ) দ্বিগু

উঃ ) কর্মধারয়

৭) পরপদটি প্রধান হয় যে সমাসে, সেটি-

ক) অব্যয়ীভাব খ)তৎপুরুষ গ) দ্বিগু ঘ) বহুব্রীহি                      অসুখী একজন কবিতার প্রশ্নোত্তর 2023 

উঃ খ) তৎপুরুষ

৮) কৃত্তিবাস রামায়ণ রচনা করেন- নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ?

ক) কর্মধারয় সমাস খ) তৎপুরুষ সমাস গ) বহুব্রীহি সমাস ঘ) দ্বন্দ্ব সমাস

উঃ ) বহুব্রীহি সমাস

৯) যে সমাসে সমস্যমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে বলে-

ক) তৎপুরুষ সমাস খ) কর্মধারয় সমাস গ) দ্বন্দ্ব সমাস ঘ) অব্যয়ীভাব সমাস

উঃ খ) কর্মধারায় সমাস

 

১০) অলোপ সমাস কি?      অসুখী একজন কবিতার প্রশ্নোত্তর 2023 

উঃ যে সমাসে ঙঙঙঘীইঅ পদ গঠিত হবার পরেও, পূর্বপদের বিভক্তি, লুপ্ত হয় না, তাকে অলোপ সমাস বলে।

যেমন: হাতেপায়ে= হাতে ও পায়ে

১১) “মেঘে ঢাকা” শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম উল্লেখ কর।

মেঘে ঢাকা= মেঘ দিয়ে ঢাকা। করণ তৎপুরুষ সমাস (অলুক)

১২) ব্যাসবাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও।

উঃ সাদা-কালো= সাদা ও কালো।

১৩) সংখ্যাবাচক বহুব্রীহি এবং দ্বিগু সমাসের পার্থক্য লেখ।

উঃ সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে, তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়, কিন্তু দ্বিগু সমাসে, সমাহার বা সমষ্টি বোঝাবে। যেমন- দশানন= দশ আনন যার অর্থাৎ রাবণ অন্যদিকে ত্রিফলা= ত্রি ফলের সমাহার অর্থাৎ তিনটি ফলের সমষ্টিকে বোঝাচ্ছে।

১৪) বাক্যাশ্রয়ী সমাসের একটি উদাহরণ দাও।

উঃ বসে আঁকো প্রতিযোগিতা

 

বিভিন্ন সমাসের উদাহরণ- এক নজরে:–  অসুখী একজন কবিতার প্রশ্নোত্তর 2023 

১) মাতা-পিতা= মাতা ও পিতা- দ্বন্দ্ব সমাস।

২) তেমাতা= তিন মাথার সমাহার।- সমাহার দ্বিগু সমাস।

৩) নীলোৎপল= নীল যে উৎপল। রামদাস= যিনি রাম তিনিই দাস। কাঁচামিঠা= কাঁচা অথচ মিঠা।- কর্মধারয় সমাস।

৪) রথদেখা= রথকে দেখা। রাজ্যপাল= রাজ্যকে পালন করেন যিনি ‌- তৎপুরুষ সমাস

৫) গৌরাঙ্গ= গৌরাঙ্গ যার। বিনাপানি= বিনা পানিতে যার- বহুব্রীহি সমাস।

৬) গ্রামান্তর= অন্য গ্রাম- নিত্য সমাস

৭) অনুকূল= কূলের যোগ্য।- অব্যয়ীভাব

৮) স্বেচ্ছায় রক্তদান শিবির- বাক্যাশ্রয়ী সমাস।

 

টিপস:

১) অর্থ অনুযায়ী সমাসবদ্ধ পদকে ব্যাসবাক্যে ভাঙতে হবে, অর্থাৎ ব্যাসবাক্য এমন করতে হবে, যেন তার অর্থ হয়।

২) ব্যাসবাক্যকে এমনভাবে সমাসবদ্ধ করতে হবে, যেন তার অর্থ থাকে।

৩) ব্যাসবাক্য যেমন গঠন করা হবে সমাসের নাম তেমন হবে অর্থাৎ ব্যাসবাক্য যদি সঠিক ভাবে তৈরি করা হয়, তাহলে সমস্যার নাম সঠিক হবে।

 

অসুখী একজন কবিতার প্রশ্নোত্তর 2023 অসুখী একজন কবিতার প্রশ্নোত্তর 2023 অসুখী একজন কবিতার প্রশ্নোত্তর 2023 অসুখী একজন কবিতার প্রশ্নোত্তর 2023  অসুখী একজন কবিতার প্রশ্নোত্তর 2023 অসুখী একজন কবিতার প্রশ্নোত্তর 2023 অসুখী একজন কবিতার প্রশ্নোত্তর 2023 অসুখী একজন কবিতার প্রশ্নোত্তর 2023 অসুখী একজন কবিতার প্রশ্নোত্তর 2023অসুখী একজন কবিতার প্রশ্নোত্তর 2023  অসুখী একজন কবিতার প্রশ্নোত্তর 2023 অসুখী একজন কবিতার প্রশ্নোত্তর 2023 অসুখী একজন কবিতার প্রশ্নোত্তর 2023

Ratan Das

Learn More

2 thoughts on “ অসুখী একজন কবিতার প্রশ্নোত্তর 2023

Comments are closed.