সূচীপত্র
2 চিত্রকলায় অবদান:- যামিনী রায় তার চিত্রচর্চা শুরু করেছিলেন ব্রিটিশ একাডেমিক স্বাভাবিকতাবাদী রীতি অনুসরণ করে। অবশ্য তিনি কিছুদিন ফরাসি ইম্প্রেশনিস্ট শিল্পীদের মত চিত্রচর্চা করেন। বিশেষত তিনি পটচিত্রেই অধিক আকৃষ্ট হন। এই বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার উদ্দেশ্যে তিনি মেদিনীপুর, বেলিয়াতোড়, কালীঘাট প্রভৃতি অঞ্চল থেকে পট সংগ্রহ শুরু করেন। এইসব বিষয় নিয়ে দীর্ঘ অনুশীলন করে ক্রমেই তিনি তার চিত্রভাষা অর্জন করেন। তার ছবির বিষয় ছিল রামায়ণ-মহাভারতের নারী ও পুরুষ, যীশু খ্রীষ্ট, আদিবাসী সমাজ, পশু পাখি ইত্যাদি। তার বিখ্যাত আঁকা চিত্রের মধ্যে আছে- “মাদলবাদনরত সাঁওতাল”, “নৃত্যরত সাঁওতাল” “সাঁওতাল জননী ও শিশু” ইত্যাদি।

১) বাংলার চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান লেখ

উঃ- বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায় একজন বিশিষ্ট নাম। যামিনী রায় মূলত বাংলার বিখ্যাত লোকচিত্র কালীঘাট পটচিত্র কে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন। তার বিখ্যাত ছবিগুলি ইন্ডিয়ান একাডেমি অফ ফাইন আর্টের পত্রিকায় প্রকাশিত হয়। বাংলা চিত্রকলায় তার স্বাজাত্যভিমান, সুনয়িনী দেবীর মতোই তাকে নিয়ে যায় বাংলা লোক শিল্পের কাছে। (চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান 2023)

চিত্রকলায় অবদান:- যামিনী রায় তার চিত্রচর্চা শুরু করেছিলেন ব্রিটিশ একাডেমিক স্বাভাবিকতাবাদী রীতি অনুসরণ করে। অবশ্য তিনি কিছুদিন ফরাসি ইম্প্রেশনিস্ট শিল্পীদের মত চিত্রচর্চা করেন। বিশেষত তিনি পটচিত্রেই অধিক আকৃষ্ট হন। এই বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার উদ্দেশ্যে তিনি মেদিনীপুর, বেলিয়াতোড়, কালীঘাট প্রভৃতি অঞ্চল থেকে পট সংগ্রহ শুরু করেন। এইসব বিষয় নিয়ে দীর্ঘ অনুশীলন করে ক্রমেই তিনি তার চিত্রভাষা অর্জন করেন। তার ছবির বিষয় ছিল রামায়ণ-মহাভারতের নারী ও পুরুষ, যীশু খ্রীষ্ট, আদিবাসী সমাজ, পশু পাখি ইত্যাদি। তার বিখ্যাত আঁকা চিত্রের মধ্যে আছে- মাদলবাদনরত সাঁওতাল”, “নৃত্যরত সাঁওতাল” “সাঁওতাল জননী ও শিশু ইত্যাদি

 

যামিনী রায়ের আঁকা এই ছবিগুলি সমতল রঙে চিত্রিত। চিত্রিত মানুষজন, পশুপাখির অবস্থান পুরো পট জুড়েই থাকতো। সমতল ব্যাকগ্রাউন্ডে দেখা যায় ছোট বড় অলংকরণ। বস্তুত, লৌকিক চিত্রকলাকে অধিকৃত করে নিজস্ব চিত্রচর্চার অংশ করে তোলার প্রয়াস, প্রগাঢ় ভাবে আয়ত্ত করেছিলেন যামিনী রায়।

 

(অবদান পয়েন্ট টা না দিলেও চলবে। প্যারা করে লিখলে আরো ভালো হয়)

চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান 2023 চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান 2023 চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান 2023 চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান 2023 চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান 2023 চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান 2023 চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান 2023 চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান 2023 চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান 2023 চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান 2023

Ratan Das

Learn More