জ্ঞানচক্ষু গল্পের প্রশ্নোত্তর 2023
MCQ প্রশ্নোত্তর (জ্ঞানচক্ষু গল্পের প্রশ্নোত্তর 2023)
প্রতিটি প্রশ্নের মান -1
1.1 তপন অবশ্য মাসির এই হইচই তে মনে মনে –
a) দুঃখ হয় b) কষ্ট হয় c) আনন্দ হয় d) পুলকিত হয়
উত্তর d) পুলকিত হয়
1.2 “রত্নের মূল্য জহুরির কাছেই” – এখানে জহুরী হলেন –
a)ছোট মাসি b)বাবা c) মেসোমশাই d) মেজ কাকা
উত্তর c) মেসোমশাই
1.3 তপনের মেসোমশাই এর কিসের ছুটি চলছে ?
a)পূজোর ছুটি b) গরমের ছুটিc) বিয়ে বাড়ির জন্য ছুটি d) বেড়ানোর ছুটি
উত্তর b) গরমের ছুটি ( জ্ঞানচক্ষু গল্পের প্রশ্নোত্তর 2023)
1.4 তপনের নতুন মেসো মশাই পেশায় ছিলেন –
a)প্রফেসর b)স্কুল শিক্ষক c) সম্পাদক d) সরকারি কর্মচারী
উত্তর a) প্রফেসর
1.5 ছোট মাসি তপনের চেয়ে বয়সে কত বড় ?
a)বছর ছয়েকের b) বছর সাতেক এর c) বছর আটেক d) বছর নয়
উত্তর c) বছর আটেক
1.6 নতুন মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন ?
a) বসুমতী পত্রিকা b) সন্ধ্যাতারা পত্রিকা c) তারা সন্ধ্যা পত্রিকাd) আনন্দবাজার পত্রিকা
উত্তর b) সন্ধ্যাতারা পত্রিকা (জ্ঞানচক্ষু গল্পের প্রশ্নোত্তর 2023)
1.7 “সূচিপত্রের নাম রয়েছে”- সূচিপত্রে কি নাম রয়েছে ?
a) প্রথমদিন (গল্প) শ্রীতপন কুমার রায় b) প্রথম শ্রী তপন কুমার c) শ্রী তপন রায় d) প্রথম দিন শ্রী তপন রায়
উত্তর a) প্রথম দিন (গল্প) শ্রী তপন কুমার রায়
1.8 “ ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে”- কোন কথাটা ছড়িয়ে পড়ে ?
a) গল্প ছাপিয়ে দেওয়ার কথাটা b) কারেকশনের কথাটা c) মেসো মশাইয়ের কৃতিত্বের কথাটা d) তপনের গল্প ছাপার কথাটা
উত্তর b) কারেকশনের কথাটা
1.9 “আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম”- কথাটি বলেছেন ?
a)ছোট মাসি b) মেজ কাকু c)তপনের মা d) মেসোমশাই
উত্তর b) মেজ কাকু
1.10 তপন তার লেখা গল্পটি কাকে প্রথম দেখিয়েছিল?
a) মেজ কাকুকে b) তার মাকে c) ছোট মাসিকে d) নতুন মেসোমশাইকে
উত্তর c) ছোট মাসিকে
1.11 তপন কতগুলি গল্প লিখে ফেলেছ –
a) একটা দুটো b) তিনটে চারটে c) দু’তিনটে d)চারটে পাঁচটা
উত্তর c) দু‘তিনটে (জ্ঞানচক্ষু গল্পের প্রশ্নোত্তর 2023)
1.12 বিয়ের পর ছোট মাসি কেমন হয়ে গেছে ?
a) গিন্নি গিন্নি ভাব b) মুরুব্বি মুরুব্বি c) বিজ্ঞ বিজ্ঞ ভাব d) সংসারী
উত্তর b) মুরুব্বি মুরুব্বি
1.13 ‘এ দেশের কিছু হবে না”- এই উক্তিটি বক্তা হলেন-
a)মেজ কাকু b)ছোট মাসি c)মেসোমশাই d)তপনের মা
উত্তর c)মেসোমশাই
1.14 তপন মামা বাড়িতে এসেছে –
a)ছুটি কাটাতে b) বিয়ে বাড়ি উপলক্ষে c) পুজো উপলক্ষে d0 অনুষ্ঠান উপলক্ষে
উত্তর b) বিয়ে বাড়ি উপলক্ষে
1.15 “আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন”- তপন দেখতে পাচ্ছে –
a) তার লেখা গল্পটি b) সন্ধ্যাতারা পত্রিকাটি c) লেখক d) ছোট মাসি
উত্তর c) লেখক
1.16 “ ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়”- এই কথাটি বলেছেন –
a) তপনের মা b) ছোট মাসি c) মেজ কাকু d) তপনের বাবা
উত্তর c) মেজ কাকু
1.17 ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে কি খায় ?
a) চা b)কফি c)ডিম ভাজা d)ডিম ভাজা আর চা
উত্তর c) ডিম ভাজা আর চা ( জ্ঞানচক্ষু গল্পের প্রশ্নোত্তর 2023)
1.18 “ বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা”- চায়ের টেবিলে কোন কথাটা ওঠেনি ?
a) গল্প ছাপিয়ে দেওয়ার কথাটা b)কারেকশনের কথাটা c)গল্প লেখার কথাটা d) ছোট মাসির কথাটা
উত্তর a) গল্প ছাপিয়ে দেওয়ার কথাটা
1.19 “ছোট মাসি সেই দিকে ধাবিত হয়’- ছোট মাসি ধাবিত হয় –
a) মেসোমশাইয়ের দিকে b) রান্না ঘরের দিকে c) মেজ কাকুর দিকে d) তপনের দিকে
উত্তর a) মেসো মশাইয়ের দিকে
1.20 “তপনের হাত আছে’- কথাটির অর্থ কি?
a) বুদ্ধি আছে b) হাতের ক্ষমতা আছে c) লেখার ক্ষমতা আছে d)মারামারি করার ক্ষমতা
উত্তর c) লেখার ক্ষমতা আছে
2. অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী ( জ্ঞানচক্ষু গল্পের প্রশ্নোত্তর 2023)
2.1 “সূচিপত্রেও নাম রয়েছে “-সূচিপত্রে কি নাম রয়েছে ?
(উত্তর) – আশাপূর্ণা দেবীর “জ্ঞানচক্ষু” শীর্ষক ছোটগল্পের তপন যে গল্পটি লিখেছিল, সেই গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয় | সেই পত্রিকার সূচিপত্রে নাম ছিল -”প্রথম দিন (গল্প) শ্রী তপন কুমার রায়”
2.2 “ যেন নেশায় পেয়েছে”- কাকে, কিসের নেশায় পেয়েছে ?
(উত্তর)- “জ্ঞানচক্ষু” নামক ছোট গল্প তপনের স্বপ্ন লেখক হওয়া | তার এই লেখক হওয়ার তাড়নাই তপনকে যেন গল্প লেখার নেশায় পেয়েছে |
2.3 “বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা” – চায়ের টেবিলে কোন কথাটা উঠেছিল ?
(উত্তর)– তপন যে গল্পটি লিখেছিল সেই গল্পটি তার লেখক মেসোমশাই সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেবার ব্যবস্থা করে দেবেন বলেছিলেন | বিকেলের চায়ের টেবিলে এই কথাটাই উঠেছে | ( জ্ঞানচক্ষু গল্পের প্রশ্নোত্তর 2023)
2.4 “ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে”- কোন কথাটি ছড়িয়ে পড়ে ?
(উত্তর)- “ জ্ঞানচক্ষু” শীর্ষক ছোটগল্পের তপন যে গল্পটি লিখেছিল সেই গল্পটি লেখকের মেসোমশাই একটু-আধটু কারেকশন করে ছাপিয়ে দিয়েছেন | এই কারেকশনের কথাটাই ক্রমশ ছড়িয়ে পড়ে |
2.5 বাড়িতে তপনের কি কি নাম হয়ে গিয়েছিল ?
(উত্তর)- আশাপূর্ণা দেবী রচিত “জ্ঞানচক্ষু” নামক ছোটগল্পে তপন সত্যি সত্যিই একটি গল্প লিখে ফেলেছিল এবং সেই গল্প সন্ধ্যাতারা পত্রিকায় তার মেসোমশাই ছাপানোর ব্যবস্থাও করে দিয়েছিলেন | সেই জন্য বাড়িতে তপনের কবি, সাহিত্যিক, কথাশিল্পী ইত্যাদি নাম হয়ে গিয়েছিল |
2.6 তপনের লেখা গল্পটি কোন পত্রিকায় ছাপা হয়েছিল ?
(উত্তর)- তপন যে গল্পটি লিখেছিল সেই গল্পটি সন্ধ্যাতারা নামক পত্রিকায় ছাপা আকারে প্রকাশ পেয়েছিল |
2.7 “এইসব মাল মশলা নিয়ে বসে”- মালমশলা গুলি কি কি ?
(উত্তর)- কম বয়সী ছেলেমেয়েরা গল্প লিখতে গিয়ে সাধারনত রাজা -রানীর গল্প, খুন জখমের গল্প অথবা অ্যাক্সিডেন্ট, না খেতে পেয়ে মরে যাওয়া ইত্যাদি- এইসব বিষয় নিয়ে তারা গল্প লিখতে চাই | এখানে এইসব বিষয়গুলিকে মালমশলা বলা হয়েছে |
2.8 “ তপন যে সেই দিকে যায়নি”- তপন কোন দিকে যায়নি ? (জ্ঞানচক্ষু গল্পের প্রশ্নোত্তর 2023)
(উত্তর)- সাধারণত কম বয়সী ছেলেমেয়েরা গল্প লিখতে গিয়ে রাজা -রানীর গল্প, খুন জখমের গল্প, অ্যাক্সিডেন্টের গল্প, না খেতে পেয়ে মরে যাওয়ার গল্প নিয়ে লিখতে যায় কিন্তু তপন সেই দিকে যায়নি অর্থাৎ তপন এইসব বিষয় নিয়ে তার গল্প লিখতে যায়নি
2.9 “মেসোর উপযুক্ত কাজ হবে সেটা”- কোনটি মেসোর উপযুক্ত কাজ হবে ?
(উত্তর)- “জ্ঞানচক্ষু” শীর্ষক ছোটগল্পের তপন যে গল্পটি লিখেছিল সেই গল্পটি কি তার লেখক মেসোমশাই ছাপিয়ে দেওয়ার কথা বলেছিলেন | আলোচিত এই অংশে মেসোমশাই এর গল্প ছাপিয়ে দেওয়ার কাজটাই হবে উপযুক্ত কাজ |
2.10 “এ বিষয়ে সন্দেহ ছিল তপনের”- কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল ?
(উত্তর)- লেখকদের সম্পর্কে তপনের সন্দেহ ছিল | লেখকরা যে তপনের বাবা, ছোটমামা বা মেজ কাকুর মত মানুষ- এই বিষয়ই তপনের সন্দেহ ছিল |
ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন–উত্তর (জ্ঞানচক্ষু গল্পের প্রশ্নোত্তর 2023)
3.1 “তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়” – মাসি হইচই কেন করে ? তপন মনে মনে পুলকিত হয়েছিল কেন ?
(উত্তর)- “জ্ঞানচক্ষু” নমক গল্পে তপন যে গল্পটি লিখেছিল, সেই গল্পটি নিয়ে ছোটমাসি বাড়িতে হইচই ফেলে দেয় | ছোট মাসি তপনের অনিচ্ছা সত্বেও তার স্বামী, যিনি একজন লেখক, তার কাছে নিয়ে যায় এবং তার ঘুম ভাঙ্গিয়ে বাড়িতে হইচই ফেলে দেয় | আসলে তপন যে আড়ালে-আবডালে গল্প লিখছে বা গল্প লেখার পরিকল্পনা করছে – এই বিষয়টি ছোট মাসির কাছে নতুন তথ্য মনে হয় | তাই বাড়িতে ছোটমাসি তপনের লেখা গল্পের নিয়ে হইচই শুরু করে দেয় |
তপন যে গল্পটি লিখেছিল সেই গল্পটি নিয়ে তার ছোটমাসি তার লেখক মেসোমশায়ের কাছে নিয়ে যায় তপন অবশ্য প্রথমটা সংকোচ বোধ করেন কিন্তু পরে অবশ্য মনে মনে আনন্দ হয় কারণ তাঁর লেখা গল্প তার লেখক মেসোমশায়ের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছিকরে দিয়েছিল তার ছোটমাসি অর্থাৎ তার লেখা গল্প নিয়ে চর্চা হচ্ছে তার লেখক মেসোমশাই তার গল্প বিষয়ক হয়তো কিছু কথা বলবেন |কেননা রত্নের মূল্য জহুরির কাছেই অর্থাৎ লেখার প্রকৃত মূল্য বুঝবেন তার লেখক মেসোমশাই | হয়তো সেই অজানা অভিজ্ঞতার আনন্দেই তার মন , মনে মনে পুলকিত হয়ে উঠেছিল |
3.2 “বুকের রক্ত ছলকে ওঠে তপনের” – কখন , কেন তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল ? (জ্ঞানচক্ষু গল্পের প্রশ্নোত্তর 2023)
(উত্তর)- তপন যে গল্পটি লিখেছিল , সেই গল্পটি তার লেখক মেসোমশাই ছাপানোর ব্যবস্থা করে দেবেন বলে, নিয়ে গিয়েছিলেন | অনেকদিন পর তার ছোটমাসি এবং মেসোমশাই তাদের বাড়িতে বেড়াতে আসেন এবং হাতে একখানি “সন্ধ্যাতারা” পত্রিকার সংখ্যা | এই সন্ধ্যাতারা পত্রিকা দেখেই, বুকের রক্ত ছলকে উঠেছিল তপনের |
তপন যে লেখাটি সৃষ্টি করেছিল, সেই গল্পটি তার লেখক মেসোমশাই ছাপানোর উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন কিন্তু দীর্ঘদিন কেটে যাওয়ার পর তপন সেই গল্পটি সম্পর্কে একেবারে আশা ছেড়েই দিয়েছিল এবং প্রায় বিষন্ন মন নিয়ে দিন কাটতে থাকে | অপেক্ষায় দিন গুনতে থাকে কবে তার গল্পটি ছাপার আকারে প্রকাশ পাবে | অবশেষে ঘটল এই ঘটনা অর্থাৎ তার মেসোমশাই এবং ছোটমাসি হাতে একখানি সন্ধ্যাতারা পত্রিকার নিয়ে তাদের বাড়িতে আসেন | সেই পত্রিকাতে তার সৃষ্টি অর্থাৎ গল্পটি ছাপার আভাস পেয়ে বা প্রকাশিত হওয়ার আভাস পেয়ে আনন্দ উত্তেজনায় তার বুকের রক্ত ছলকে উঠেছিল |
3.3 “নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের” – “জ্ঞানচক্ষু” বলতে কী বোঝ ? তপনের জ্ঞানচক্ষু কিভাবে খুলে গেলে ?
অথবা নতুন মেসোকে দেখে তপনের জ্ঞানচক্ষু কিভাবে খুলে গেল ? (জ্ঞানচক্ষু গল্পের প্রশ্নোত্তর 2023)
(উত্তর)- “জ্ঞানচক্ষু” শব্দের অর্থ অন্তর্দৃষ্টি অর্থাৎ প্রকৃত সত্যকে উপলব্ধি করা বা সত্যকে জানতে পারা | “জ্ঞানচক্ষু” শীর্ষক ছোটগল্পের তপনের এইরকম অন্তর্দৃষ্টি অর্থাৎ প্রকৃত সত্যকে জানতে পেরেছিল |
লেখক সম্পর্কে তপনের ধারণা ছিল আলাদা | কিন্তু নতুন মেসো মশাইকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যায় | লেখকরাও নিছক সাধারণ মানুষ | তারাও তার বাবা, মামা ও কাকাদের মতই সাধারণ জীবন যাপন করে | তাদের মতই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে খাবার তুলে দেন |আবার চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমোতে যান | এইসব দেখেই তপনের জ্ঞানচক্ষু অর্থাৎ প্রকৃত সত্যকে উপলব্ধি করতে পারে | সে বুঝতে পারে যে, লেখকরা আকাশ থেকে পড়া কোন জীব নয় তারা নিছক সাধারণ মানুষের মতোই জীবন যাপন করেন |
3.4 “শুধু এই দুঃখের মুহূর্তে গভীর সংকল্প করে তপন”- দুঃখের মুহূর্তটি কি ? তপন কি সংকল্প করেছিলো ?
অথবা কোন মুহূর্তটি তপনের কাছে দুঃখের মনে হয়েছিল এবং কেন ?(জ্ঞানচক্ষু গল্পের প্রশ্নোত্তর 2023)
(উত্তর)- তপনের জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তটি এক নিমিষেই দুঃখের মুহূর্তে পর্যবসিত হয়েছিল কারণ যে গল্পটি লিখেছিল সেই গল্পটি পড়তে গিয়ে সে বুঝতে পারে, এই গল্পটি তার লেখা নয় | তখন মনে মনে তপন অত্যন্ত দুঃখ পেয়েছিল | “জ্ঞানচক্ষু” গল্পে এই দিনটি ছিল তপনের কাছে দুঃখের মুহূর্ত |
তপনের লেখা গল্পটি “সন্ধ্যাতারা” পত্রিকায় প্রকাশিত হয়েছে কিন্তু তপন গল্পটি নিজে পড়তে গিয়ে হোঁচট খায় কারণ গল্পটি তার লেখক মেসোমশাই আগাগোড়া কারেকশন করে প্রায় সম্পূর্ণ বদলে দিয়েছেন অর্থাৎ তপন যে সৃষ্টি করেছিল, সেই সৃষ্টির বিন্দুমাত্র ছোঁয়া তাঁর গল্পে ছিল না | এই গল্প ছাপার আকারে বেরিয়ে ছিল ঠিকই, কিন্তু গল্পটিতে তার ছোঁয়া বা তার লেখা কিছুই ছিল না | তাই তপনের কাছে মনে হয়েছে, এটা তার সবচেয়ে দুঃখের দিন কারণ তপন যে সৃষ্টি করেছিল সেই সৃষ্টি পত্রিকায় প্রকাশিত হয়নি যা প্রকাশিত হয়েছে সেটি মেসোমশাইয়ের কারেকশন করে দেওয়া গল্পটি | তাই তার কাছে এই মুহূর্ত সবচেয়ে দুঃখের বলে মনে হয়েছিল |
আরও পড়ুন-
সমাস কাকে বলে ? সমাসের শ্রণিবিভাগ
you may like
https://en.wikipedia.org/wiki/India
জ্ঞানচক্ষু গল্পের প্রশ্নোত্তর 2023 জ্ঞানচক্ষু গল্পের প্রশ্নোত্তর 2023 জ্ঞানচক্ষু গল্পের প্রশ্নোত্তর 2023 জ্ঞানচক্ষু গল্পের প্রশ্নোত্তর 2023 জ্ঞানচক্ষু গল্পের প্রশ্নোত্তর 2023 জ্ঞানচক্ষু গল্পের প্রশ্নোত্তর 2023 জ্ঞানচক্ষু গল্পের প্রশ্নোত্তর 2023 জ্ঞানচক্ষু গল্পের প্রশ্নোত্তর 2023
One thought on “জ্ঞানচক্ষু গল্পের প্রশ্নোত্তর 2023”
Comments are closed.