হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের প্রশ্ন উত্তর      হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের  MCQ  প্রশ্নের উত্তর     মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর     Class 10 Bengali question answer     Class 10 Bengali suggestion  Hariye jawa kalilkalam  question answerহারিয়ে যাওয়া কালি কলম  শ্রীপান্থ  নিখিল সরকার

MCQ প্রশ্ন উত্তর 

১.হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধটির মূল গ্রন্থের নাম কি?— 

ক)যখন ছাপাখানা এলো 

খ) কালি আছে কাগজ নেই, কলম আছে মন নেই 

গ) মেটিয়াবুরুজের নবাব

ঘ) শ্রীপান্থের কলকাতা

উঃ খ) কালি আছে কাগজ নেই, কলম আছে মন নেই।

২. “শ্রীপান্থ” কার ছদ্মনাম?- 

ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 

খ)নিখিল সরকার 

গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়

ঘ) শুভ ঠাকুর                                             হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের  MCQ  প্রশ্নের উত্তর

উঃ খ) নিখিল সরকার

৩.  “কথায় আছে, কালি কলম মন, লেখে ______ জন” 

ক)এক 

খ)দুই 

গ) তিন 

ঘ)চার

উঃ গ) তিন

৪.  লেখক শ্রীপান্থ কোথায় কাজ করতেন?

ক)ছাপাখানা 

খ)পুথি শালায়

গ) লেখালেখির অফিস 

ঘ) কম্পিউটার অফিসে

উঃ  গ)  লেখালেখির অফিস

৫. লেখক শ্রীপান্থ যে অফিসে কাজ করেন সেখানে সবাই — 

ক)লেখক 

খ) হাসাহাসি করে

গ) দোয়াতের কলমে লিখে

ঘ) গল্প করে

উঃ ক) লেখক

৭. লেখক শ্রীপান্থ যে অফিসে কাজ করেন, সেখানে সবার সামনে কি আছে? 

ক)টাইপরাইটার 

খ)কম্পিউটার 

গ) দোয়াতের কলম

ঘ) দোয়াত 

উঃ খ)) কম্পিউটার

৮.  “একদিন যদি কোন কারণে কলম নিয়ে যেতে ভুলে যায় তবেই বিপদ”- এখানে কিসের বিপদের কথা বলা হয়েছে? 

ক)কারও কলমে কালি নেই 

খ)কারও সঙ্গে কলম নেই 

গ) সবাই দোয়াতের কলম ব্যবহার করে

ঘ) কেউ কলম দেবে না

উঃ খ)) কারও সঙ্গে কলম নেই

 

আরও পড়—–       হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের  SAQ প্রশ্ন উত্তর / বড়  প্রশ্ন উত্তর

 

৯.  “তবে তাকে লিখে আমার সুখ নেই’- কেন সুখ নেই বলে লেখক জানিয়েছেন?

ক)গলা শুকনো ভোতামুখের কলম 

খ) দোয়াতের কলম দেয় না।

গ) পেন ভালো কালই থাকেনা

ঘ) দোয়াতের কলম বলে।

উঃ ক)গলা শুকনো ভোতামুখের কলম

১০.  লেখক শ্রীপান্থ ছেলেবেলায় কলম তৈরি করতেন – 

ক) মোটা বাঁশের কঞ্চি দিয়ে

খ)রোগা বাঁশের কঞ্চি কেটে               হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের  MCQ  প্রশ্নের উত্তর

গ) লম্বা বাঁশের কঞ্চি কেটে

ঘ) ছোট বাঁশের কঞ্চি কেটে

উঃ  খ) রোগা বাঁশের কঞ্চি কেটে

১১. ছেলেবেলায়  কলম তৈরির সময় বড়োরা লেখকদের কি শিখিয়েছিলেন?

ক)কলমের মুখটা চিরে দেওয়া চাই 

খ)কলমের মাথাটা ভোতা হতে হবে 

গ) কলমের মাথার দুটো অংশ থাকবে 

ঘ)কলমের মুখ চেরা চলবে না

উঃ ক) কলমের মুখটা চিরে দেওয়া চাই

১২. শৈশবে লেখকদের লেখার পাত বলতে কী ছিল?

ক)কলাপাতা 

খ)লাউপাতা 

গ) নারকেল পাতা 

ঘ)শালপাতা

উঃ ক) কলাপাতা

১৩. ‘আমরা তাতে হোমটাস্ক করতাম।’ লেখকরা কিসে হোম টাস্ক করতেন ?

ক) তূলোট কাগজে

খ) পুঁথির পাতায়

গ) কলাপাতায় 

ঘ)লাউ পাতায়

উঃ গ) কলাপাতায়

১৪. হোমটাস্ক করা কলাপাতাগুলি মাস্টারমশাইকে দেখানোর পর লেখকরা কী করতেন? 

ক)বাড়িতে রেখে দিতেন 

খ)বাবা-মাকে দেখাতেন 

গ) স্কুলে রেখে আসতেন 

ঘ)পুকুরে ফেলে দিতেন

উঃ  ঘ) পুকুরে ফেলে দিতেন

১৫.  লেখক শ্রীপান্থ শৈশবে কলা পাতায় করা হোমটাস্ক  পুকুরে ফেলে দিতেন কেন ? 

ক)গোরু খেলে অমঙ্গল 

খ) রাস্তায় ফেললে পাপ 

গ) পড়া ভুলে যাওয়ার ভয়ে

ঘ) অন্য কেউ নিয়ে নেবে

উঃ ক) গোরু খেলে অমঙ্গল

১৬. অক্ষরজ্ঞানহীনকে লোকে বলে?   হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের  MCQ  প্রশ্নের উত্তর

ক)ওর ভবিষ্যৎ অন্ধকার

খ)ওর কাছে ক’অক্ষর গোমাংস 

গ)  ও একটা পাপী

ঘ) ও একটা গাধা

উঃ  খ) ওর কাছে ক’অক্ষর গোমাংস

১৭.  ‘ছিড়ে পত্র না ছাড়ে মসি’—এখানে ‘মসি’ শব্দের অর্থ কী? 

ক) মেঘ

খ) দোয়াত 

গ) কালি 

ঘ) কলম

উঃ গ) কালি

১৮. “যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই-ই ফুটে উঠেছে—–।” (শূন্যস্থান পূরণ করো)

ক. কাগজের ওপর

খ. এক্সারসাইজ খাতায়

গ. পর্দায়

ঘ. পাঠকের হৃদয়ে

উঃ  গ. পর্দায়

১৯. ‘ফাউন্টেন পেনের এক বিপদ।      ‘বিপদটি কী?

ক. লিখতে লিখতে ভোঁতা হয়ে যায়

খ. লেখককে নেশাগ্রস্ত করে তোলে

গ. অর্থবানরা ছাড়া μয় করতে পারে না

ঘ. প্রচুর পরিমাণে পাওয়া যায় না।

উঃ  খ. লেখককে নেশাগ্রস্ত করে তোলে

২০. যারা ওস্তাদ কলমবাজ, তাদের বলা হয়-

ক. দার্শনিক

খ. পণ্ডিত

গ. লিপিকুশলী

ঘ. মাস্টার

উঃ  গ. লিপিকুশলী

২১. “সেই আঘাতেই পরিণতি নাকি তার মৃত্য”।–“তার’ বলতে বোঝানো হয়েছে যাকে-

ক. জীবনানন্দ দাসকে

খ. সুভাষ মুখোপাধ্যায়কে

গ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে

ঘ. ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়কে।

উঃ  ঘ. ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়কে।

২২. প্রাবন্ধিক শ্রীপান্থ-এর আসল নাম –

ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

খ. রাজশেখর বসু

গ. বিমল ঘোষ

ঘ. নিখিল সরকার

উঃ  ঘ. নিখিল সরকার

২৩. লেখক তার অফিসে কোন্ জিনিসের কথা বলেছেন যা শুধু তারই আছে?

ক. একটা কম্পিউটার যন্ত্র

খ. একটা বাংলা অভিধান

গ. একটা টাইম ঘড়ি

ঘ. একটা কলম

উঃ  ঘ. একটা কলম

২৪. লেখক যেখানে কাজ করতেন সেটা ————. অফিস। (শূন্যস্থান পূরণ করো)

ক. প্রযুক্তি বিদ্যার

খ. শিক্ষা দপ্তরের

গ. সংবাদপত্রের

ঘ. লেখালেখির অফিস

উঃ  ঘ. লেখালেখির অফিস

২৫. “এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে।’   কার কাছে ?

ক. সুনীল গঙ্গোপাধ্যায়

খ. শ্রীপান্থ

গ. জীবনানন্দ দাস

ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উঃ  ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

২৬. ‘কালি, কলম, মন লেখে তিনজন’–এটি হল—

ক. প্রবাদ

খ. ধাঁধা

গ. উপকথা

ঘ. রূপকথা

উঃ  ক. প্রবাদ

২৭. “আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে —— ঘষত”। (শূন্যস্থান পূরণ করো)।

ক. তেঁতুল

খ. হরিতকী

গ. আমলকি

ঘ. চন্দন।

উঃ  খ. হরিতকী

৩০. “ তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপিশিল্প”- এখানে যার কথা বলা হয়েছে তিনি হলেন

ক) অন্নদাশঙ্কর রায় 

খ)    সুভাষ মুখোপাধ্যায়

গ) সত্যজিৎ রায় 

ঘ)    রবীন্দ্রনাথ ঠাকুর 

উঃ)  গ) সত্যজিৎ রায়

 

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের  MCQ  প্রশ্নের উত্তর  হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের  MCQ  প্রশ্নের উত্তর  হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের  MCQ  প্রশ্নের উত্তর  হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের  MCQ  প্রশ্নের উত্তর  হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের  MCQ  প্রশ্নের উত্তর  হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের  MCQ  প্রশ্নের উত্তর  হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের  MCQ  প্রশ্নের উত্তর  হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের  MCQ  প্রশ্নের উত্তর

 

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের প্রশ্ন উত্তর        হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের  MCQ  প্রশ্নের উত্তর     মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর    Class 10 Bengali question answer          Class 10 Bengali suggestion           Hariye jawa kalilkalam  question answer            হারিয়ে যাওয়া কালি কলম  শ্রীপান্থ

Ratan Das

Learn More