দশম শ্রেণীর বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র

দশম শ্রেণীর বাংলা প্রথম  পর্যায়ক্রমিক মূল্যায়ন

Class 10 Bengali first unit test.

Class 10 Bengali first unit test suggestion. Class 10 Bengali first unit test 2023

 

১) সঠিক উত্তরটি নির্বাচন করো।                                                                          ১×৬=৬

১.১. ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়ো- ক)বছর পাঁচেকের খ)বছর আষ্টেকের গ)বছর দশকের ঘ)বছর বারোর

১.২. নেমে এলো তার মাথার উপর”- কি নেমে এলো- ক) যুদ্ধ খ) বছরগুলো গ) পাথর ঘ)আগুন

.. “আমাদের মাথায় বোমারু– বোমারু শব্দের অর্থ কি?  ক)বোমার মালিক খ) বোমা ছোঁড়া গ)বোমা তৈরি করে যে ঘ) বোমা নিক্ষেপপক

..  “ বিদ্রুপ করেছিল ভীষণ কে”- কিভাবে বিদ্রুপ করেছিল? ক) ছদ্মবেশে খ)বিরূপের ছদ্মবেশে খ) নির্মমভাবে ঘ) দূর্বোধ সংকেতে

.. “ফাউন্টেন পেনের এক বিপদ বিপদটি কি? ক)লেখার সময় কালি নির্গত হওয়া খ) লেখকের মনোযোগ নষ্ট করা গ)লেখকের নেশাগ্রস্ত করা ঘ) লেখককে অসময়ে লিখতে বাধ্য করা

.. “কলমে লেখা যায় না”- নিম্নরেক পথটি ক)করণ কারক খ)অধিকরণ কারক খ) কর্মকারক ঘ) অপাদান কারক।

. কম বেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও।                                                     ×=

.. “ মেসোর উপযুক্ত কাজ হবে সেটা”- মেসোর উপযুক্ত কাজটি কি? অথবাবাড়িতে তপনের কি কি নাম হয়েছিল?

.. “ তারপর যুদ্ধ এলো”- যুদ্ধ কিসের মত এল? অথবা– “ সে জানতো না”- কে, কি জানতো না?

অথবা- সমস্ত সমতলে ধরে গেল আগুন”- কি কারনে আগুন ধরে গেল? Class 10 Bengali first unit test 2023

.. “মুহূর্তে মরে যাব নাকি? কবির এমন সংশয়ের কারন কি?

.. ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয়? অথবাফাউন্টেন পেনের আদি নাম কি?

.. লেখক যদি প্রাচীন সুমেরিয়ান বা ফিনিসিয়ান হতেন তাহলে লেখক কি করতেন? অথবালেখক কোথায় ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন? অথবা- ঝরনা কলম নামটি কার দেওয়া?

. যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।                                                                     ×=

.. তির্যক বিভক্তি কাকে বলে? অথবা- বিভক্তি কয় প্রকার এবং কি কি?

.. বিভক্তি এবং অনুসর্গের মধ্যে পার্থক্য লেখ

.. সম্বন্ধ পদ কারক নয় কেন? অথবা- অকারক পদ কাকে বলে ?

.. “যেন নেশায় পেয়েছে”- নিম্নরেক পথটি কারক ও বিভক্তি নির্ণয় কর। Class 10 Bengali first unit test 2023

.. নির্দেশক কাকে বলে?

.. সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও

.. শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও

. প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও।                                           ৩×=

.. “তপন অবশ্য মাসির এই হইচৈ তে মনে মনে পুলকিতহয়”- মাসি হৈচৈ করে কেন? তাতে তপন মনে মনে পুলকিত হয়েছিল কেন? 

.. “ তারা আর স্বপ্ন দেখাতে পারল না”- তারা কারা? তারা কেন আর স্বপ্ন দেখাতে পারল না? অথবা- সমস্ত সমতলে ধরে গেল আগুন”- কোথায় কি কারনে আগুন ধরে গিয়েছিল? এর ফলে কি হয়েছিল?

.. “আমরা ভিখারি বারো মাস”- কবি কাদেরকে কেন ভিখারী বলেছেন? অথবা- আমাদের ইতিহাস নেই”- কবি কেন এমন কথা বলেছেনClass 10 Bengali first unit test 2023

.. “ দাঁড়াও ওই মনহারা মানবির দ্বারে”- কবি কাকে মানহারা বলেছেন? তার পাশে কেন দাঁড়াতে বলেছেন?

. কমবেশি ১৫০ টি শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও।                                                         ৫×=

.. “আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটির ভাব বস্তু নিজের ভাষায় লেখঅথবা-আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি মানুষকে কেন বেঁধে বেঁধে থাকার কথা বলেছেন তা কবিতা অনুসরণ লেখো

.. “ এর প্রত্যেকটি লাইন তো নতুন আনকোরা তপনের অপরিচিত”-  এখানে কোন লাইনের কথা বলা হচ্ছে? কোন পরিস্থিতিতে তপনের এমন মনে হয়েছিল? অথবা- শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন”- কোন দিনটি তপনের কাছে দুঃখের মুহূর্ত হয়ে উঠেছিল? দুঃখের মুহূর্তে তপন কি সংকল্প নেয়?

. কমবেশি ১৫০টি শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও।                                                        ×=

.. “আমরা কালিও তৈরি করতাম নিজেরাই”- লেখকরা কিভাবে নিজেরাই কালি তৈরি করতেন তা প্রবন্ধ অনুসরণে লেখ। অথবা– “সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান”- প্রবন্ধ অনুসরণে এই ছোটখাটো অনুষ্ঠানের পরিচয় দাও।

.. “আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা”- লেখকের প্রথম ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা টির সংক্ষেপে লেখঅথবা- কিভাবে ফাউন্টেন পেনের জন্ম হলো তা প্রবন্ধ অনুসরণে লেখ Class 10 Bengali first unit test 2023

. কমবেশি ১৫০টি শব্দে যেকোনো একটি প্রশ্ন উত্তর দাও।                                                            ×=

.. বারুণী উৎসবের দিন গঙ্গার ঘাটের বিবরণ দাও অথবা – “ঘাটে থৈথৈ ভিড়”- কোথায় কেন এই থৈ থৈ ভিড় ছিল?

.. জুপিটার ক্লাবের সুইমাররা ক্ষিতিশের বিরুদ্ধে কি কি অভিযোগ এনেছিল? ক্ষিতীশ সেই অভিযোগের কি কি উত্তর দিয়েছিল?

. চলিত গদ্যে বঙ্গানুবাদ কর।

Home is the first school where the child learns his first lesson. He sees, hears and begins to learn at home. In a good home honest and healthy man are mad. But bad influence at home spoils a child.

 

Class 10 Bengali first unit test 2023 Class 10 Bengali first unit test 2023 Class 10 Bengali first unit test 2023 Class 10 Bengali first unit test 2023 Class 10 Bengali first unit test 2023 Class 10 Bengali first unit test 2023 Class 10 Bengali first unit test 2023

Ratan Das

Learn More