Australia – 90/5. India – 92/4
23 সেপ্টেম্বর 2022 নাগপুরে T20 সিরিজে সমতা ফেরালো রোহিত ব্রিগেড
দীনেশ কার্তিক যে এখনো ফিনিশারের ভূমিকা রাখতে পারেন তা তিনি গত ম্যাচে প্রমাণ করে দিয়েছেন। তাকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফিনিশারের বড় ভূমিকায় দেখা যেতে পারে বলে মনে করছেন ক্রিকেট মহল। তিনি মাত্র দুটি বল খেলে ম্যাচ শেষ করে দেন তিনি প্রথম বলটি ছক্কা মারেন দ্বিতীয় বলটি স্কয়ার লেগে এবং মিড উইকেট এর মধ্যে দিয়ে চার মেরে ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। তিনি যখন ব্যাট করতে নেবেন তখন ভারতের দরকার ছিল নয় রান একটি ছয় এবং একটি চার মেরে তা পূরণ করে দেন- সেই সঙ্গে ভারত অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজে ভারত সমতা ফেরালো

নাগপুরের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সম্পূর্ণ ওভার খেলা সম্ভব হয়নি ৮ ওভার করে খেলা গড়িয়েছে এদিন রোহিত শর্মা ২০ বলে ৪৬ রানে অপরাজিত থেকে যান। যদিও বিরাট কোহলি তাড়াতাড়ি আউট হয়ে ফিরে যান।
অজি বোলার অ্যাডাম জাম্পা রাহুল কোহলি এবং সূর্য কুমারের উইকেট তোলেন।
অস্ট্রেলিয়া তাদের নির্ধারিত আর্ট ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৯০ রান সংগ্রহ করে এবং ভারত রান চেজ করতে নেমে চার উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে ম্যাচ জিতে নেয়।
অক্ষর পেটেল এ দিন দুই উইকেট নেন। তবে কেএল রাহুলের ফর্ম নিয়ে ভারতীয় শিবির চিন্তিত। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে তার ফর্মে ফেরা অত্যন্ত জরুরি। রিশপ পান্থ এ দিন প্রথম একাদশে থাকলেও তিনি ব্যাট করার সুযোগ পাননি। এই ম্যাচ জয়ে ক্যাপ্টেন রোহিত শর্মা অনেকটাই স্বস্তিতে আছেন।।