> ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা mcq  প্রশ্ন উত্তর Class 11 New Syllabus Bengali

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা mcq  প্রশ্ন উত্তর Class 11 New Syllabus Bengali

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা mcq  প্রশ্ন উত্তর Class 11 New Syllabus Bengaliইতিমধ্যেই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সেমিস্টার সিস্টেম চালু হয়ে গেছে নম্বর বিভাজন পর্ষদ প্রকাশ করে দিয়েছে। এমনকি বাংলা বিষয়ের কোন কোন পাঠ্য গল্প কবিতা আছে সেগুলো প্রকাশ করে দেয়া হয়েছে। একাদশ শ্রেণীতে দুটি সেমিস্টার হবে প্রথম সেমিস্টারে শুধুমাত্র mcq যা omr sheet পরীক্ষা হবে দ্বিতীয় সেমিস্টারে বড় প্রশ্ন পরীক্ষা হবে

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা মাইকেল মধুসূদন দত্ত একাদশ শ্রেণি

শ্রেণী একাদশ
কবিতার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সেমিস্টার 1
কোশ্চেন টাইপ mcq

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার বিষয়বস্তু

মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক সনেট কবিতাটিতে অর্থাৎ চতুর্দশপদী এই কবিতাটিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি অসীম শ্রদ্ধা এবং তার গুণকীর্তন করেছেন তাকে করুনার সিন্ধু বলেছেন বিদ্যাসাগর তার সারা জীবনে দীনদরিদ্র, দুঃখী তথা অর্ত মানুষের সেবা করে গেছেন। সেই প্রসঙ্গেই তাকে তিনি করুণার সিন্ধু বলেছেন। তাকে হিমালয় পর্বতের সঙ্গেও তুলনা করেছেন সেই হিমালয় পর্বতে যে আশ্রয় নেয়, সেই জানে যে হিমালয় পর্বতরূপী বিদ্যাসাগর কত দয়ালু এবং সমব্যথী

স্বচ্ছ নদী যেমন জল দান করে দীর্ঘ গাছেদের সেবা করে বিনিময়ে গাছেরা অমৃত ফল দান করে তেমনি বিদ্যাসাগর ভারতবর্ষের কুসংস্কার, নারী শিক্ষা বিস্তার করে সমাজের কল্যাণ করেছেন বনেশ্বরী যেমন দিনের বেলায় শীতল ছায়া প্রদান করে আবার রাত্রিবেলায় সুশান্ত নিদ্রা দ্বারা ক্লান্তি দূর করে মহানুভ মহান হৃদয় সম্পন্ন বিদ্যাসাগর মহাশয় বনেশ্বরীর মতোই সর্বদা মানুষের পাশে থেকে সেবা করেছেন।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার মূলভাব

মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা এবং ভারতে তার অবদান ও গুণকীর্তন করে এই কবিতাটি রচনা করেছেন তাকে তিনি করুনার সিন্ধু বলে সম্বোধন করেছেন এটি মূলত একটি চতুর্দশপদী কবিতা অর্থাৎ সনেট ধর্মী কবিতা এই কবিতায় বিদ্যাসাগরের চারিত্রিক বৈশিষ্ট্য যেমন প্রকাশ করেছেন, তার প্রতি অসীম শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চিরকাল দরিদ্র মানুষের সেবা করেছেন অসহায় মানুষদের খাবার জুগিয়েছেন। এমনকি মাইকেল মধুসূদন দত্তও বিদ্যাসাগরের সেবা গ্রহণ করেছিলেন তাকে কখনো পর্বতের সঙ্গে তুলনা করেছেন আবার কখনো বিমলা নদীরূপে তুলনা করেছেন আবার বনেরশ্বরী রূপেও তুলনা করেছেন।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার mcq প্রশ্ন উত্তর Class 11 Bengali New Syllabus

“ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর” কবিতাটির রচয়িতা হলেন

  1. রবীন্দ্রনাথ
  2. জীবনানন্দ দাশ
  3. বিদ্যাসাগর
  4. মাইকেল মধুসূদন দত্ত।     ans- মাইকেল মধুসূদন দত্ত।

“ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর” কবিতাটি কি ধরনের কবিতা?  

  1. সনেট ধর্মী
  2. ব্যঙ্গাত্মক কবিতা
  3. হাস্যকৌতুক কবিতা
  4. ত্রিপদী কবিতা    ans- সনেট ধর্মী

“ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর” কবিতা কবি কার গুনো কীর্তন করেছেন?

  1. বিদ্যাসাগর
  2. বঙ্কিমচন্দ্র
  3. রবীন্দ্রনাথ
  4. বিবেকানন্দ       ans- বিদ্যাসাগর

মাইকেল মধুসূদন দত্ত কাকে পর্বতের সঙ্গে তুলনা করেছেন?

  1. বঙ্কিমচন্দ্র
  2. বিবেকানন্দ
  3. বিদ্যাসাগর
  4. রবীন্দ্রনাথ ঠাকুর     ans-বিদ্যাসাগর।

“করুনার সিন্ধু তুমি”- এখানে তুমি বলতে বোঝানো হয়েছে-

  1. রবীন্দ্রনাথ
  2. বিদ্যাসাগর
  3. ঙ্কিমচন্দ্র
  4. বিবেকানন্দ     ans-বিদ্যাসাগর

“তুমি বিখ্যাত ভারতে”- কে ভারতে বিখ্যাত ছিলেন?

  1. বিদ্যাসাগর
  2. বিবেকানন্দ
  3. রবীন্দ্রনাথ
  4. মাইকেল মধুসূদন দত্ত    ans-বিদ্যাসাগর

“ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর” কবিতায় কাকে “দিনের বন্ধু” বলা হয়েছে?

  1. বিবেকানন্দ
  2. বিদ্যাসাগর
  3. রবীন্দ্রনাথ
  4. মাইকেল মধুসূদন দত্ত।      ans- বিদ্যাসাগর

“বিমলা কিঙ্করী”- বিমলা”-শব্দের অর্থ কি?

  1. স্বচ্ছ
  2. বন্ধু
  3. নদী
  4. বাঁশি    ans- স্বচ্ছ

“যোগায় অমৃত ফল পরম——”.  

  1. নিরানন্দে
  2. আনন্দে
  3. আদরে
  4. খুশিতে            ans- আদরে

“যে জন আশ্রয় লয়———“

  1. সোনার চরনে
  2. সুবর্ণচরণে
  3. রুপার চরণে
  4. চরণে     ans- সুবর্ণচরণে

“কিন্তু ভাগ্য-বলে পেয়ে সে মহা—”

  1. পাহাড়ে
  2. পাহাড়ের চূড়ায়
  3. পর্বতে,
  4. পর্বতের চূড়ায়      ans-পর্বতে

“নদীরূপ বিমলা কিঙ্করী”- “কিঙ্করী” শব্দের অর্থ

  1. বন্ধু
  2. পুত্র
  3. দাসী
  4. শত্রু,        ans- দাসী

“দিবসে শীতল শ্বাসী ছায়া”- কে শীতল ছায়া প্রদান করে?

  1. বনেশ্বরী
  2. গাছ
  3. উদ্ভিদ
  4. তালগাছ    ans-বনেশ্বরী

“ক্লান্তি দূর করে”- কখন ক্লান্তি দূর করে?

  1. দিবসে
  2. নিশায়
  3. বিকেল বেলা
  4. দুপুর বেলা   ans- নিশায়

“নিশায় সুশান্ত নিদ্রা, ক্লান্তি দূর করে”।- এখানে যাওয়ার কথা বলা হয়েছে, তিনি হলেন

  1. বিদ্যাসাগর
  2. বঙ্কিমচন্দ্র।
  3. বিবেকানন্দ
  4. রবীন্দ্রনাথ      ans- বিদ্যাসাগর 

mcq উত্তর করার কৌশল

  1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কবিতাটি বারবার রিডিং করতে হবে
  2. লাইনগুলো পর পর মনে রাখতে হবে
  3. কবিতাটির ভাব বস্তু সহজে বুঝে নিতে হবে
  4. কোন মুখস্ত বা নোটবুক এর প্রয়োজন নেই।
  5. কবিতাটির অন্তর্নিহিত তাৎপর্য বুঝে নেবে
  6. কবিতাটির শব্দার্থগুলির অর্থ জেনে নেবে

ছাত্র-ছাত্রীদের বিশেষ পরামর্শ additional tips for good result

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি 2024 সাল থেকেই একাদশ শ্রেণীতে প্রথম সেমিস্টারে পাঠ্য হিসেবে গৃহীত হয়েছে প্রথম সেমিস্টারের শুধুমাত্র mcq ধরনের প্রশ্নের উত্তর করতে হবে সেটি হবে omr sheet পরীক্ষা ।কবিতাটি একটি চতুর্দশী কবিতা অর্থাৎ 14 লাইনের একটি কবিতা সংক্ষিপ্ত একটি কবিতা এখান থেকে শুধুমাত্র এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে তাই বড় বড় নোটবুক বা সহায়িকা বই প্রয়োজন পড়বে না কবিতাটি ভালোভাবে রিডিং করে বিষয়বস্তু অনুধাবন করতে পারলে সহজেই এমসিকিউ উত্তর করতে পারবে। তাই এক্ষেত্রে ছাত্রছাত্রীদের কোন ঝামেলা বা অতিরিক্ত কোন চাপ নিতে হবে না শুধুমাত্র কবিতাটি রিডিং করলেই চলবে।

Class 11 1st semester 2024

  1. আর্টস কমার্স বা সাইন্স যেকোনো বিষয়েই ফার্স্ট সেমিস্টারে কোন সহায়িকা বই বা বড় ধরনের নোটবুক কেনার প্রয়োজন নেই যেহেতু পরীক্ষা mcq হবে
  2. একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারে কোন কোচিং বা প্রাইভেট টিউশন নেওয়ারও কোন প্রয়োজন নেই
  3. পাঠ্য বিষয়বস্তুগুলো শুধুমাত্র রিডিং পড়তে হবে কোন মুখস্ত বা প্রশ্ন উত্তর করার কোন প্রয়োজন নেই কারণ mcq এর জন্য কোন রকম সাজেশন হয় না
  4. ছাত্র-ছাত্রীদের প্রথম সেমিস্টারে পড়াশোনার কোনো চাপ নেই কারণ পরীক্ষাটা শুধুমাত্র এমসিকিউ হবে পাঠ্য বিষয়বস্তুগুলো খুঁটিয়ে খুঁটিয়ে শুধুমাত্র রিডিং করতে হবে

Leave a Comment

Discover more from Qবাংলা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading