প্রশ্ন-উত্তর পর্ব 2024 -এই বছর অর্থাৎ মাধ্যমিক ২০২৪; WBBSE উচ্চমাধ্যমিক ২০২৪ WBCHSE এবং একাদশ শ্রেণীর ২০২৪ বাংলা বিষয়ে কোন কবিতা থেকে বা কোন গল্প থেকে অথবা যে যে বিষয়গুলি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল এবং বেশ কিছু বিষয় যা একেবারে নিশ্চিত আসবে, সেই সমস্ত বিষয়গুলি পরপর আলোচনা করা হল এবং সেই সঙ্গে দ্বাদশ শ্রেণী ; দশম শ্রেণী এবং একাদশ শ্রেণীর গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়া হল–
প্রশ্ন-উত্তর পর্ব 2024
দ্বাদশ শ্রেণী– প্রশ্ন-উত্তর পর্ব

ছোট গল্প– দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ে তিনটি ছোটগল্প পাঠ্য আছে। এই তিনটি ছোটগল্প থেকে দুটি প্রশ্ন ৫ নম্বরের জন্য হয়ে থাকে । উচ্চ মাধ্যমিক ২০২৪ যে দুটি গল্প থেকে এ বছর প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় নিশ্চিত। সেই দুটি ছোট গল্প নিয়ে দেওয়া হল-এর মধ্যে ভাত গল্প থেকে প্রশ্ন একেবারে নিশ্চিত।
- ভাত
- ভারতবর্ষ
কবিতা:- উচ্চ মাধ্যমিক ২০২৪ বাংলা বিষয়ের যে কবিতা থেকে ৫ নম্বরের জন্য এ বছর প্রশ্ন আসবেই। একেবারে নিশ্চিত বলা চলে– সেই কবিতাগুলি হল –
- ক্রন্দনরতা জননীর পাশে
- মহুয়ার দেশ
- আমি দেখি
আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প
প্রশ্ন-উত্তর পর্ব – দ্বাদশ শ্রেণীতে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন নামক আন্তর্জাতিক কবিতা এবং অলৌকিক নামক ভারতীয় গল্প পাঠ্য আছে। দুটি বিষয় থেকে একটি করে প্রশ্ন হয়। যেকোন একটি লিখতে হয়। এ বছর ২০২৪ এ এই দুটি বিষয় থেকে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল তার নিম্নে দেয়া হলো–
- পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় যে লাইনটি তুলে প্রশ্ন করে সেই লাইনটির প্রথমে কিছু প্রশ্ন করে যেমন অর্থ ; কি বোঝানো হয়েছে? কি বোঝো ইত্যাদি। তারপরে প্রশ্নটি থাকে– এই উক্তিটির মধ্যে দিয়ে কি বলতে চাওয়া হয়েছে ?
- অলৌকিক গল্প থেকে এবছর ট্রেন থামানোর গল্পটি থেকে প্রশ্ন আসবে, ট্রেন থামানোর বিষয়ে যে লাইনগুলো আছে সেই লাইনগুলি ভালোভাবে আয়ত্ত করা এবং অভ্যাস করো।
নাটক:- দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয় দুটি নাটক পাঠ্য আছে। একটি নানা রঙ্গের দিন আরেকটি বিভাগ । দুটি নাটক থেকেই একটি করে প্রশ্ন আসে । একটি বেছে নিয়ে লিখতে হয়। যে প্রশ্নগুলি এ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আসার সম্ভাবনা প্রায় নিশ্চিত। সেগুলি নিম্নের দোয়া করে দেওয়া হলো।–
বিভাব
- “অনেক ভেবে …… বের করেছি”- প্যাঁচটা কি? প্যাঁচটা বের করার বুদ্ধি কিভাবে এল তা নাটকের অনুসরণ লেখ।
- “বুদ্ধিটা…….তা বলি”- এখানে কোন বুদ্ধির কথা বলা হয়েছে? কিভাবে সেই বুদ্ধি এসেছিল তার নাটকে অনুসরণ লেখো
- “এবার ………. হাসি পাবে”- বক্তা কে ?কোন প্রসঙ্গে এমন উক্তি করেছেন? হাসি পাওয়ার কারণটা কি ?
- “জীবন কোথায়”- কে কাকে এই মন্তব্য করেছেন? জীবনকে কোথায় পাওয়া যাবে ?
- “শোভাযাত্রীরা পরস্পরের দিকে তাকায়”- কি কারণে শোভাযাত্রী বের হয়েছিল? তারা পরস্পরের দিকে কেন তাকিয়ে ছিল?
নানা রঙের দিন
- নানা রঙের দিন নাটকের নামকরণ সার্থকতা বিচার কর
- নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ কর
- “ঠিক পুরনো ……… আছেন আপনি”- উদ্দীষ্ট ব্যক্তির পুরনো দিনের পরিচয় দাও।
আমার বাংলা
আমার বাংলা গ্রন্থ থেকে পাঁচটি বিষয় পাঠ্য আছে। এর মধ্যে দুটি বিষয় ২০২৩এ এসে গেছে। তাই ২০১৪ এ তিনটি বিষয়ে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যে তিনটি টপিক ২০২৪ উচ্চ মাধ্যমিকে আসার সম্ভাবনা একেবারে নিশ্চিত সেগুলি নিম্নে দেয়া হলো।
- গারো পাহাড়ের নিচে
- মেঘের গায়ে জেলখানা
- হাত বাড়াও
বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস
প্রশ্ন-উত্তর পর্ব – উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হল– বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস । এই অংশটির দুটি ভাগ আছে। প্রথম পর্বে আছে– বাঙালির শিল্প ও সংস্কৃতি। দ্বিতীয় পর্বে আছে– ভাষা । বাঙালির শিল্প ও সংস্কৃতি অংশে আছে পাঁচটি অধ্যায় যথা:-
- প্রথম অধ্যায়– বাংলা গানের ধারা
- দ্বিতীয় অধ্যায়– বাঙালির চিত্রকলা
- তৃতীয় অধ্যায়– বাংলা চলচ্চিত্রের কথা
- চতুর্থ অধ্যায়– বাঙালির বিজ্ঞান চর্চা
- পঞ্চম অধ্যায়– বাঙালির ক্রীড়া সংস্কৃতি
দ্বিতীয় পর্ব– ভাষা ।
প্রশ্ন-উত্তর পর্ব -বাঙালির ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই বইটির দ্বিতীয় পর্বে আছে ভাষা অংশ। এই ভাষা অংশে যে যে টপিকগুলো আছে সেগুলো থেকে ৫ নম্বরের দুটি প্রশ্ন আসে। তোমাদের বেছে নিয়ে একটি লিখতে হয়। এই ভাষা অংশ আছে পাঁচটি অধ্যায়:-
- প্রথম অধ্যায়– ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা
- দ্বিতীয় অধ্যায়– ধ্বনিতত্ত্ব
- তৃতীয় অধ্যায়– রূপতত্ত্ব
- চতুর্থ অধ্যায়– বাক্য তত্ত্ব
- পঞ্চম অধ্যায়– শব্দার্থ তত্ত্ব
বাংলা ভাষা ও শিল্প ও সাহিত্য সংস্কৃতির ইতিহাস সাজেশন-2024
বাঙালির বিজ্ঞান চর্চা
- বাঙালির বিজ্ঞান চর্চার জগদীশচন্দ্র বসুর অবদান
- বাঙালি বিজ্ঞান চর্চায় সত্যেন্দ্রনাথ বসুর অবদান
- বাঙালির বিজ্ঞান চর্চার প্রফুল্ল চন্দ্র রায়
- বাঙালি বিজ্ঞান চর্চার ইতিহাসে মেঘনাদ সাহার অবদান লেখ
- কারিগরি ও শিল্পচিন্তায় গোলকচন্দ্র নন্দী এবং শিবচন্দ্র নন্দীর অবদান লেখ
- বাঙালির বিজ্ঞান চর্চায় কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের অবদান লেখ
- বাঙালি বিজ্ঞান চর্চায় মহেন্দ্রলাল সরকারের অবদান লেখ।
বাঙালির চিত্রকলা
- বাঙালি চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান লিখ
- বাঙ্গালী চিত্রচর্চার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান লেখ অথবা নন্দলাল বসুর অবদান লেখ।
বাংলা গানের ধারা
- বাংলা গানের ধারায় অতুলপ্রসাদ সেনের অবদান লেখ।
- বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়
- বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা কর
- বাংলা গানের ধারায় মান্না দের অবদান আলোচনা কর
- বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান লেখ।
- লোকসংগীত বলতে কী বোঝো? বাংলার দুটি লোক সংগীতের পরিচয় দাও
বাঙালির ক্রীড়া সংস্কৃতি
- রামায়নে বর্ধিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা কে? এই খেলায় বাঙালির অবদান সংক্ষেপে লেখ।
- ভারতীয় ফুটবল খেলার জনক কে? ফুটবলে বাঙালির অবদান আলোচনা কর।
- বাঙালির ক্রিয়া জগতে সরদারঞ্জন রায় চৌধুরী অবদান লেখ
বাংলা চলচ্চিত্রের কথা
- বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেন এর অবদান লেখো
- অথবা ঋত্বিক ঘটকের অবদান লেখ।
- অথবা তথ্যচিত্র বলতে কী বোঝো? তথ্যচিত্রে বাঙালির অবদান আলোচনা কর।
দ্বিতীয় পর্ব- ভাষা
- রূপমূল বলতে কী বোঝো? স্বাধীন রূপমূল এবং পরাধীন রূপমূল অথবা রূপমূলের শ্রেণীবিভাগ
- ভাষাবিজ্ঞানের শখা গুলি উল্লেখ করে যেকোনো একটি সকাল পরিচয় দাও।
- গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার এবং কি কি? প্রত্যেকটির উদাহরণসহ পরিচয় দাও।
- শব্দার্থ পরিবর্তনের দ্বারা গুলো কি কি? যে কোন দুটি উদাহরণসহ পরিচয় দাও।
প্রশ্ন উত্তর পর্ব
দশম শ্রেণী:–প্রশ্ন– উত্তর পর্ব

মাধ্যমিক বাংলা ২০২৪– যে কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ এবং ব্যাকরণ থেকে যে বিষয়গুলি এবছর অর্থাৎ মাধ্যমিক ২০১৪ খুব গুরুত্বপূর্ণ এবং আসার সম্ভাবনা প্রাই নিশ্চিত সেগুলি নিম্নে সারিবদ্ধ আকারে দেওয়া হল।–
কবিতা:- মাধ্যমিক ২০২৪ বাংলা বিষয়ে নিম্নলিখিত কবিতা থেকে ৫ নম্বরে প্রশ্ন এবছর খুবই গুরুত্বপূর্ণ এবং আসার সম্ভাবনা একপ্রকার নিশ্চিত। নিম্নের এই কবিতা থেকে এ বছরের জন্য অর্থাৎ ২০২৪ মাধ্যমিক তোমরা ৫ নম্বরের জন্য অবশ্যই করে রাখো। এরমধ্যে আয় আরো বেঁধে বেঁধে থাকি এবং অসুখী একজন এই দুটি কবিতা থেকে। একটি প্রশ্ন একেবারে নিশ্চিত থাকবেই। বিষয়গুলি হল–
- আয় আরো বেঁধে বেঁধে থাকি
- অসুখী একজন
- সিন্ধুতীরে
মাধ্যমিক ২০২৪ বাংলা বিষয়ে নিম্নের এই কবিতা থেকে ৩ নম্বরের জন্য এ বছর অর্থাৎ ২০২৪ এ আসার সম্ভাবনা প্রায় নিশ্চিত। নিম্নের এই কবিতা থেকে অভিষেক এবং অস্ত্রের বিরুদ্ধে গান এবছর ৩ নম্বরের জন্য একটি প্রশ্ন একেবারে নিশ্চিত আসবেই । সেই কবিতাগুলি নিম্নের সারিবদ্ধ ভাবে দেওয়া হল–
- অভিষেক
- অস্ত্রের বিরুদ্ধে গান
- আফ্রিকা
- প্রলয়োল্লাস
ছোট গল্প:–গল্প থেকে একটি ৫ নম্বর প্রশ্ন উত্তর করতে হয়। মাধ্যমিক ২০২৪ এ যে গল্পগুলি থেকে এ বছর আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল এবং প্রায় নিশ্চিত বলা চলে। এরমধ্যে আবার বদল বদল থেকে একটি প্রশ্ন একেবারেই নিশ্চিত আসবেই। বিযষযগুলি নিচে দেওয়া হল।–
- অদল বদল
- পথের দাবী
- বহুরূপী
প্রশ্ন-উত্তর পর্ব -গল্প থেকে তিন নম্বরের জন্য যে গল্পগুলি থেকে প্রশ্ন আসবে, সেগুলি নিম্নলিখিত আকারে দেওয়া হল। এদের মধ্যে জ্ঞানচক্ষু এবং নদীর বিদ্রোহ থেকে একটি প্রশ্ন একেবারে নিশ্চিত আসবেই।
- জ্ঞানচক্ষু
- নদীর বিদ্রোহ
- পথের দাবী
নাটক–সিরাজদ্দৌলা
প্রশ্ন-উত্তর পর্ব -সিরাজউদ্দৌলা নাটক প্রতিবছর মাধ্যমিকে দুটি প্রশ্ন পড়ে। একটি বেছে নিয়ে লিখতে হয়। নম্বর থাকে ৪। এ বছর মাধ্যমিক যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। সেগুলি নিম্নে সারিবদ্ধ করে দেওয়া হল–
- “ কিন্তু ভদ্রতার …… তোমরা”- কে কথাটি বলেছেন? কাকে বলেছেন? এ কথা বলার কারণ কি?
- সিরাজউদ্দৌলা নাটকে ঘসেটি বেগমের চরিত্র বিশ্লেষণ কর। অথবা নাট্যাংশে ঘসেটি বেগম যে উক্তিগুলি করেছে সেই উক্তিগুলির যেকোনো একটি উক্তি তুলে তার চরিত্র বিশ্লেষণ করতে বলবে।
- “বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না”- কাদের উদ্দেশ্যে কে একথা বলেছেন ? কোন দূর দূরের কথা এখানে বলা হয়েছে?
- “আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন”- বক্তা কাদের কাছ থেকে ভিক্ষা চেয়েছেন? তিনি কি আশ্বাস প্রত্যাশা করেছেন?
প্রবন্ধ
দশম শ্রেণীর বাংলা বিষয়ে দুটি প্রবন্ধ পাঠ্য আছে। বাংলা ভাষায় বিজ্ঞান এবং হারিয়ে যাওয়া কালি কলম। দুটি বিষয় থেকে একটি করে দুটি প্রশ্ন আসে। যেকোনো একটি প্রশ্ন লিখতে হয়। নম্বর থাকে ৫ । যে বিষয়গুলি এবছর খুব গুরুত্বপূর্ণ এবং আসার সম্ভাবনা প্রায় নিশ্চিত। সেগুলি নিয়ে সারিবদ্ধ করে দেওয়া হল–
হারিয়ে কালি কলম
- “আমরা কালিও তৈরি করতাম নিজেরাই”- লেখকরা কিভাবে কালি তৈরি করতেন তা প্রবন্ধ অনুসরণে লেখ।
- “বিমর্ষ ওয়াটারম্যান,……… করলেন”- ওয়াটারম্যানের পরিচয় কি ? তিনি কি প্রতিজ্ঞা করেছিলেন ? অথবা “এর একটা বিহিত তাকে করতেই হবে” কে কিসের বিহিত করেছিলেন ?
- “আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা”- লেখকের প্রথম ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতাটি লেখ?
- “সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান”- লেখক লেখালেখি কে ছোটখাটো একটা অনুষ্ঠান বলেছেন কেন তা প্রবন্ধ অনুসরণে লেখ।
বাংলা ভাষায় বিজ্ঞান
- “এই দোষ থেকে…………সুপ্রতিষ্ঠিত হবে না”- দোষটা কি ? কিভাবে সেই দোষ থেকে মুক্ত হওয়া যাবে বলে লেখক জানিয়েছেন ?
- বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে লেখক বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যেসব অসুবিধার কথা বলেছেন তা প্রবন্ধ অনুসরণ লেখ
- “আরেকটি দোষ প্রায় নজরে পড়ে”- দোষটি কি ? এই দোষের ফলে কি অসুবিধার সৃষ্টি হয় ? কিভাবে সেই দোষ থেকে মুক্ত হওয়া যায়?
বঙ্গানুবাদ:- মাধ্যমিকে বঙ্গানুবাদ ৪ নম্বর ধার্য করা থাকে। মূলত চারটি সেন্টেন্স দেওয়া থাকে। তা থেকে বঙ্গানুবাদ করতে হয়। তোমরা তোমাদের ব্যাকরণ বই থেকে বা টেস্ট পেপার থেকে যে বঙ্গানুবাদ দেওয়া আছে সেগুলিকে ক্রমাগত অভ্যাস করতে থাকো। সেখান থেকেই তোমাদের মাধ্যমিকের কমন আসবে। যত বেশি তুমি বঙ্গানুবাদ প্র্যাকটিস করবে– কমন পাওয়ার সম্ভাবনা ততো প্রবল হবে।
কোনি– মতি নন্দী
প্রশ্ন-উত্তর পর্ব -দশম শ্রেণীর বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ সহায়ক গ্রন্থ হল কোনি । প্রতি বছর এই কোনি থেকে তিনটি করে প্রশ্ন এসে থাকে। সেখান থেকে যেকোনো দুটি বেছে নিয়ে লিখতে হয়। মাধ্যমিক ২০২৪ এই কোনি বিষয় থেকে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল সেগুলি সারিবদ্ধ আকারে নিম্নে দেওয়া হল।
- দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির লড়াই
- কোনি উপন্যাসে কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও।
- ‘কোনি’ উপন্যাস অবলম্বনে লীলাবতীর পরিচয় দাও।
- সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হতে কোনির ‘ফাইটের পরিচয় দাও’
- ক্ষিতীশ কোনিকে সাঁতারের চ্যাম্পিয়ন করার কঠিন লড়াই
- সাঁতারু হওয়ার ক্ষেত্রে কোনির প্রতিবন্ধকতা ? ক্ষিতীশ সিংহ কি সাহায্য করেছিলেন ?
- “এটা বুকের ……..রাখুক।” – কী পুষে রাখবে ? কেন রাখবে?
প্রবন্ধ রচনা
প্রশ্ন-উত্তর পর্ব -দশম শ্রেণীর অর্থাৎ মাধ্যমিকের এই প্রবন্ধ রচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ । কারণ এটি ১০ নম্বর থাকে । সঠিকভাবে পদ্ধতি অবলম্বন করে লিখতে পারলে ফুল মার্কস পাওয়া যায় । এ বছর ২০২৪ মাধ্যমিকের যেসব প্রবন্ধ রচনা গুলি আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল সেগুলি নিম্নে সারিবদ্ধ আকারে দেওয়া হলো–
- বিজ্ঞান ও আধুনিক যুগ
- আধুনিক যুগে বিজ্ঞান
- বিজ্ঞানের ভালো মন্দ
- পরিবেশ দূষণ ও ছাত্রসমাজ
- পরিবেশ দূষণ রোধে ছাত্র সমাজ
- পরিবেশ দূষণ ও তার প্রতিকার
- পরিবেশ ও মানব সমাজ
- বাংলার উৎসব
- গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য
- হঠাৎ একটি ছুটির দিন
- তোমার জীবনে একটি স্মরণীয় ঘটনা
- একটি প্রাচীন বটগাছের আত্মকথা।