> আদরিনী গল্পের mcq প্রশ্ন উত্তর HS Bengali new syllabus » Qবাংলা

আদরিনী গল্পের mcq প্রশ্ন উত্তর HS Bengali new syllabus

একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে 2024 সাল থেকেই সেমিস্টার সিস্টেম চালু হয়ে গেছেইতিমধ্যে সমস্ত বিষয়ে নম্বর বিভাজন এবং সিলেবাসের বিস্তারিত তথ্য পর্ষদের wbchse তরফ থেকে প্রকাশ করা হয়েছে একাদশ শ্রেণীতে দুটি সেমিস্টার এবং দ্বাদশ অর্থাৎ উচ্চমাধ্যমিকে দুটি সেমিস্টারে পরীক্ষা হবে দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চমাধ্যমিকে তৃতীয় সেমিস্টার semester- iii এবং চতুর্থ সেমিস্টারের semester-iv পরীক্ষা হবে দ্বাদশ শ্রেণীতে তৃতীয় সেমিস্টারের শুধুমাত্র mcq এবং omr sheet পরীক্ষা হবে আদরিনী গল্পের mcq প্রশ্ন উত্তর | চতুর্থ সেমিস্টারের বড় প্রশ্নের উত্তরের পরীক্ষা হবে।

দ্বাদশ শ্রেণী তৃতীয় সেম বাংলা সিলেবাস HS 3rd semester Bengali syllabus

গল্প আদরিনী প্রভাত কুমার মুখোপাধ্যায়
কবিতা অন্ধকার লেখা গুচ্ছ

দ্বিগবিজয়ের রূপকথা

শ্রীজাত

নবনীতা দেব সেন

প্রবন্ধ বাঙ্গালা ভাষা স্বামী বিবেকানন্দ
ভারতীয় গল্প পোটরাজ শংকর রাও খারাট
আন্তর্জাতিক কবিতা তার সঙ্গে পাবলো নেরুদা (অনুবাদ শক্তি চট্টোপাধ্যায়)
ভাষা ধ্বনিতত্ত্ব শব্দার্থ তথ্য শব্দভাণ্ডার শৈলীবিজ্ঞান
বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস পর্ব ৪বাঙালির গানের সংক্ষিপ্ত ইতিহাস

পর্ব৭বাঙালির বিজ্ঞান চর্চা সংক্ষিপ্ত ইতিহাস

পর্ব ৮বাঙালির ক্রিয়া সংস্কৃতি

class  12 HS
Sub Bengali 2025
SEM III ( 3rd sem) 2025

 আদরিনী গল্পের বিষয়বস্তু

প্রভাত মুখোপাধ্যায়ের রচিত আদরিনী গল্পটি আদরিনী নামে একটি মাদী হাতিকে কেন্দ্র করে কাহিনী আবর্তিত হয়েছে। জয়রাম মুখোপাধ্যায় যিনি একজন পেশায় মোক্তার, তিনি পীরগঞ্জের জমিদার মেজোবাবুর মেয়ের বিয়েতে যাবার জন্য জেদ করে একটি হাতে কিনেছিলেন সেই হাতির নাম রেখেছিলেন আদরিনীবিয়ে বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করার জন্য তিনি চৌধুরী বাবুদের কাছ থেকে হাতি চেয়ে পাঠিয়েছিলেন কিন্তু চৌধুরী বাবু হাতি দিতে অস্বীকার করায় তিনি জেদ করে হাতে কিনেছিলেন। জয়রাম মোক্তার উমাচরণ লাহির কাছ থেকে ২০০০ টাকার বিনিময়ে এই মাদিহাতি কিনেছিলেন। হাতি আসা মাত্রই গ্রামে সবাই ভিড় করে জয়রাম মুখোপাধ্যায়ের বড় পুত্রবধূ হাতিটিকে সিন্দুর লাগিয়ে বরণ করে নেয় নাম রাখা হয় আদরিনী। এই হাতি চরেই তিনি নিমন্ত্রণ রক্ষা করেছিলেন

এই ঘটনার প্রায় পাঁচ বছর পরে জয়রাম মোক্তার এর অবস্থার পরিবর্তন হয়। তার বয়স ৬০ হয়েছে বর্তমানে মোক্তারিতে অনেক পরিবর্তন হয়েছে নতুন নিয়মে ইংরেজি শিক্ষার শিক্ষিত মোক্তারে জেলা কোর্ট ভরে গেছে পুরনো আইন ব্যবসায়ীদের কেউ আর আমল দেয় না তাই জয়রাম মুক্তার এর অবস্থার ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে জয়রাম মোক্তারের তিন ছেলে প্রথম দুই ছেলে কোন কিছু কাজ করে না ফলে জয়রাম মোক্তার এর সংসারে অভাব দেখা দিতে থাকলো এদিকে নাতনির বিয়ে ঠিক হয়ে যায়

তার গয়নার জন্য টাকা-পয়সা প্রয়োজন তাই তিনি স্থির করলেন আদরিনীকে হাটে বেছে, সেই টাকা থেকে নাতনির বিয়ের গয়না তৈরি করবেন। কিন্তু হাটে আদরিনী বিক্রি না হয়ে ফেরত আসে আবার আদরিনীকে হাটে পাঠানো হয় বিক্রির জন্য কিন্তু সেখানে বিক্রি না হয়ে আদরিনী রাস্তার মধ্যেই অসুস্থ হয়ে মারা যায় এতে জয়রাম মোক্তার অত্যন্ত ব্যতিতে হন এই ঘটনার দুই মাস পর্যন্ত জয়রাম মুখোপাধ্যায় জীবিত ছিলেন।

আদরিনী গল্পের চরিত্র

আদরিনী গল্পের কেন্দ্রীয় চরিত্র জয়রাম মুখোপাধ্যায় এবং তার হাতি আদরিনী

আদরিনী গল্পের লেখক

আদরিনী গল্পটি উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাঠ্য গল্প হিসেবে নির্বাচন করা হয়েছে। গল্পটির রচয়িতা হলেন ছোট গল্পকার প্রভাত কুমার মুখোপাধ্যায়

আদরিনী গল্পের mcq প্রশ্ন উত্তর HS Bengali new syllabus

1.জয়রাম মুখোপাধ্যায়ের বয়স কত?

  1. পঞ্চান্ন
  2. পঞ্চাশ
  3. ষাট
  4. পঁয়তাল্লিশ   ans-পঞ্চাশ

2.জয়রাম মুখোপাধ্যায়ের পেশা কি ছিল? 

  1. ডাক্তারি
  2. ইঞ্জিনিয়ারিং
  3. মোক্তার
  4. জমিদার    ans- মোক্তার

3.জয়রাম মোক্তার এর কটি ছেলে?

  1. তিনটি
  2. চারটি
  3. পাঁচটি
  4. ছটি   ans-তিনটি

4.“আদরিনী” গল্পটির রচয়িতা কে?

  1. প্রভাত কুমার মুখোপাধ্যায়
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. কাজী নজরুল ইসলাম
  4. সৈয়দ মুস্তাফা সিরাজ      ans-প্রভাত কুমার মুখোপাধ্যায়

5.জয়রাম মোক্তার কার কাছ থেকে মাদিহাতি কিনেছিলেন?

  1. জমিদার মেজোবাবুর কাছ থেকে
  2. চৌধুরী বাবুর কাছ থেকে
  3. পীরগঞ্জের হাট থেকে  
  4. উমাচরণ লাহির কাছ থেকে    ans- উমাচরণ লাহিড়ীর কাছ থেকে

6.বামন হাটে কোন মেলা বসত?

  1. চৈত্র সংক্রান্তির মেলা
  2. পৌষ সংক্রান্তির মেলা
  3. বসন্তের মেলা
  4. সংক্রান্তির মেলা    ans-চৈত্র সংক্রান্তির মেলা

7.জয়রাম মেজোবাবুর মেয়ের বিয়েতে নেমন্তন্ন রক্ষা করতে যাওয়ার জন্য কার কাছে হাতি চেয়ে পাঠিয়েছিলেন?

  1. মহারাজ নরেশচন্দ্র চৌধুরি রায়বাহাদুরের কাছে।
  2. উমাচরণ লাহির কাছে 
  3. বড় বাবুর কাছে 
  4. গ্রামের জমিদারের কাছে       ans- মহারাজ নরেশচন্দ্র চৌধুরি রায়বাহাদুরের কাছে।

8.আদরিনির জন্য জয়রাম মোক্তার এর মাসে কত টাকা খরচ হত?

  1. ৪০ ৫০ টাকা
  2. ৩০ ৩৫ টাকা
  3. ৩০-৪০ টাকা
  4. ৫০৬০ টাকা     ans-৩০ ৪০ টাকা

9.জয়রাম মোক্তার কত টাকা দিয়ে মাদিহাতি কিনেছিলেন?

  1. ৩০০০ টাকা
  2. ২০০০ টাকা
  3. পাঁচ হাজার টাকা
  4. ৬০০০ টাকা    ans-২০০০ টাকা

10.জয়রাম কোথায় বিবাহ নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন?

  1. পীরগঞ্জে
  2. নবাবগঞ্জে
  3. হাটগঞ্জে
  4. পাশের গ্রামে      ans-পীরগঞ্জে

11.আদরিনীকে কোন হাটে বিক্রি করতে নিয়ে যাওয়া হয়েছিল?

  1. পীরগঞ্জের হাটে
  2. নবাবগঞ্জের হাটে 
  3. বামন হাটের মেলায়
  4. পৌষ সংক্রান্তির মেলাতে    ans-বামন হাটের মেলায়

12.আদালত অবমাননার জন্য জয়রাম মোক্তারকে কত টাকা জরিমানা করা হয়েছিল?

  1. পাঁচ হাজার টাকার
  2. ছয় হাজার টাকা
  3. সাত হাজার টাকা
  4. আট হাজার টাকা       ans-পাঁচ হাজার টাকা।

13.জয়রাম মুখোপাধ্যায়ের বড় নাতনির নাম কি?

  1. আদরিনী
  2. কল্যাণী
  3. দুর্গা
  4. সরস্বতী    ans-কল্যাণী

14.আদরিনীকে দ্বিতীয়বার কোথায় বিক্রি করতে পাঠানো হয়েছিল ?

  1. রসগঞ্জ সপ্তাহব্যাপী মেলাতে
  2. পীরগঞ্জের সপ্তাহ ব্যাপী মেলাতে,
  3. বামন হাটের সপ্তাহব্যাপী মেলাতে।
  4. পাশের গ্রামের সপ্তাহব্যাপী মেলাতে           ans-রসগঞ্জের সপ্তাহব্যাপী মেলাতে

15.জয়রাম মুখোপাধ্যায় কাদের বাধা মোক্তার ছিলেন?

  1. পীরগঞ্জের চৌধুরীদের
  2. উমাচরণ লাহিড়ীদের
  3. উপেন চৌধুরীদের
  4. নগেন চৌধুরীদের      ans-পীরগঞ্জের চৌধুরীদের

16.“আমাকে দেখতে না পেলে সে সুস্থ হবে না”-  কে সুস্থ হবে না? 

  1. আদরিনী
  2. কল্যাণী
  3. বড় পুত্রবধূ
  4. মঙ্গলা       ans-আদরিনী

17.জয়রাম মোক্তার কত টাকার ভাড়া বাড়িতে থেকে মোক্তারী আরম্ভ করেছিলেন?

  1. ১৩ সিকিতে
  2. ১৪ সিকিতে
  3. ১৫ সিকিতে
  4. ১৬ সিকিতে       ans-১৩ সিকিতে

18.বড় নাতনি কল্যাণীর কত তারিখে বিয়ে ঠিক হয়েছিল?

  1. ১০ই জ্যৈষ্ঠ
  2. ১১ই জ্যৈষ্ঠ
  3. ১২ই জ্যৈষ্ঠ
  4. ১৩ই জৈষ্ঠ     ans-১০ই জৈষ্ঠ

19“ও বাড়িতে যে আর ফিরে আসবে না তা জানতে পেরেছে”- কে আর বাড়িতে ফিরে আসবেনা?

  1. কল্যাণী
  2. মঙ্গলা
  3. আদরিনী
  4. পুত্রবধূ       ans-আদরিনী

20.জয়রাম মুক্তারের কনিষ্ঠ পুত্র কোন পরীক্ষায় ফেল করেছিল?

  1. বিএ পরীক্ষায়
  2. ডাক্তারি পরীক্ষায়
  3. ইঞ্জিনিয়ারিং পরীক্ষায়
  4. আইনের পরীক্ষায়           ans-বি এ পরীক্ষায়

21.“তুই মনে কোন অভিমান করিস নে মা”- এখানে কাকে মা বলা হয়েছে?

  1. বড় নাতনিকে
  2. বড় পুত্রবধূকে
  3. আদরিনীকে
  4. মঙ্গলাকে         ans-আদরিনীকে

22. জয়রাম মুখোপাধ্যায়ের আদি নিবাস কোথায় ছিল?

  1. খুলনা জেলায়
  2. যশোর জেলায়
  3. পাবনা জেলায়
  4. মালদা জেলায়        ans-যশোর জেলায়

উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ে টিপস HS Bengali tricks new syllabus

  1. উচ্চমাধ্যমিকে দুটি সেমিস্টার হবে তার মধ্যে তৃতীয় সেমিস্টার সম্পূর্ণ এমসিকিউ এবং চতুর্থ অর্থাৎ ফাইনাল সেমিস্টার হবে বড় প্রশ্নের উত্তর
  2. উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার যেহেতু সম্পূর্ণ mcq হবে তাই ছাত্র-ছাত্রীদের কোনরকম বড় প্রশ্নের উত্তর মুখস্ত করার প্রয়োজন নেই কোন বড় ধরনের সহায়িকা বই বা নোট বই প্রয়োজন পড়বে না
  3. উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে গল্প, কবিতা বা ভারতীয় কবিতা ইত্যাদি পাঠ্য বিষয়বস্তুগুলো শুধুমাত্র রিডিং পড়ে বিষয়বস্তু বুঝতে হবে। এবং প্রচুর পরিমাণে mcq প্র্যাকটিস করতে হবে।
  4. তৃতীয় সেমিস্টার যেহেতু সম্পূর্ণ এমসিকিউ পরীক্ষা তাই বড় কোচিং বা প্রাইভেট টিউশন প্রয়োজন পড়বে না তুমি নিজেই পাঠ্যপুস্তকগুলো বারবার রিডিং পড়ে বিষয়বস্তু বুঝে নিয়ে নিজেই mcq প্রশ্ন উত্তর করতে পারবে
  5. মনে রাখতে হবে mcq প্রশ্ন উত্তর কখনো সাজেশন হয় না সাজেশন ভিত্তিক এমসিকিউ প্রশ্ন কমন হয় না টোটাল সিলেবাস টা ভালোভাবে রিডিং পড়তে হয়। তবেই সমস্ত mcq প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব।

Leave a Comment

Discover more from Qবাংলা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading