আমার বাংলা- সুভাষ মুখোপাধ্যায় সাজেশান 2023

সূচীপত্র
1 “হাত বাড়াও”

“হাত বাড়াও”

) “তোমরাও হাত বাড়াও তাকে সাহায্য করো”- লেখক কাকে, কিভাবে কেন সাহায্য করতে বলেছেন ? 2016    (আমার বাংলা- সুভাষ মুখোপাধ্যায় সাজেশান 2023) 

অথবা- লেখক কাদেরকে, কেন সাহায্য করার কথা বলেছেন?

উঃ সুভাষ মুখোপাধ্যায়ের“আমার বাংলা”গদ্যগ্রন্থের অন্তর্গত “হাত বাড়াও” শীর্ষকরচনাটি, পঞ্চাশের মন্বন্তরের ভূমিকায় রচিত। দুর্ভিক্ষের আকালে মানুষ না খেতে পেয়ে কঙ্কাল সার হয়ে জন্তুতে পরিণত হয়ে,রাস্তায় রাস্তায় খাবার খুঁটে খুঁটে খেয়ে বেরিয়েছে। তারই এক করুন মর্মান্তিক ছবি লেখক “হাত বাড়াও” অংশে দেখিয়েছেন।

দুর্ভিক্ষের এই আকালের সময়ে বারো-তেরো বছরের এক শিশু না খেতে পেয়ে তার মাজা পড়ে গিয়ে,জন্তুতে পরিণত হয়েছে। সে খাবার খুঁটে খুঁটে খাচ্ছে। লেখক এই অমৃতের পুত্র মানব শিশুকেই সকলকে সাহায্য তথা হাত বাড়াতে বলেছেন।( আমার বাংলা- সুভাষ মুখোপাধ্যায় সাজেশান 2023)

লেখক সেই ছেলেটির মধ্যে লক্ষ্য করেছেন এক ভয়ঙ্কর  জন্তুর  বিকৃতি। তার জ্বলন্ত দুটি চোখ সন্ধান করছে, সেই সমস্ত খুনিদের। যারা এই শস্যশ্যামলা বাংলায়  কৃত্রিম ভাবে এই দুর্ভিক্ষ সৃষ্টি করেছে। তাদের শোষণেই শস্যশ্যামলা বাংলা অনাহারে শ্মশানে পরিণত হয়েছে। সে শাস্তি চাই। লেখক দুচোখ ভরা স্বপ্ন নিয়ে সকলের কাছে আবেদন করেছেন, সকলসাধারণ মানুষ, যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয় অর্থাৎ লেখক মনে করেন,যুদ্ধ আর দুর্ভিক্ষের ঘনায়মান অন্ধকারে একটু শান্তি ফিরে আসুক।

বাংলার বুক জুড়ে সবুজ মাঠের সোনালী ফসলে,চাষির  গোল ভরা ধানে ভরে উঠুক শান্তি। কারখানায়  কারখানায় বন্ধন মুক্ত মানুষের আন্দোলিত বাহুতে বাহু মিলাক  শান্তি। যুদ্ধ নয়, অনাহারে মৃত্যু আর নয়। কোটি কোটি বলিষ্ঠ হাতে এবার স্বাধীন সুখী জীবন চায়। এবার শান্তি চাই অর্থাৎ প্রতিটি মানুষকে এক হয়ে সমান ভাবে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত সহযোগিতায় এই আকালের  অভিশাপ কেটে উঠবে। তাই সকল আপামর জনতাকে তিনি বলেছেন-

                   “তোমরাও হাত বাড়াও, তাকে সাহায্য করো”

) “সরু লিকলিকেআঙুল দিয়েসেইসবখুনিদের সে সনাক্তকরছে”- কে সনাক্তকরছে? কাদের কেন খুনি বলা হয়েছে? ( আমার বাংলা- সুভাষ মুখোপাধ্যায় সাজেশান 2023) 

উঃ সুভাষ মুখোপাধ্যায়ের “আমার বাংলা” গদ্যগ্রন্থের অন্তর্গত “হাত বাড়াও” শীর্ষক রচনাটি, পঞ্চাশের মন্বন্তরের ভূমিকায় রচিত। দুর্ভিক্ষের আকালে মানুষ না খেতে পেয়ে কঙ্কাল সার হয়ে জন্তুতে পরিণত হয়ে, রাস্তায় খাবার খুঁটে খুঁটে খেয়ে বেরিয়েছে। তারই এক করুন মর্মান্তিক ছবি লেখক “হাত বাড়াও” অংশে দেখিয়েছেন।দুর্ভিক্ষের এই আকালের সময়ে বারো-তেরো বছরের এক শিশু না খেতে পেয়ে তার মাজা পড়ে গিয়ে, জন্তুতে পরিণত হয়েছে। সে খাবার খুঁটে খুঁটে খাচ্ছে। অমৃতের পুত্র মানব শিশু তার সরু  লিকলিকে আঙ্গুল দিয়েই সনাক্ত করছে সেই সমস্ত খুনিদের। (আমার বাংলা- সুভাষ মুখোপাধ্যায় সাজেশান 2023)

“সেই সব খুনি”বলতে যাদের কারণে, শস্যশ্যামলা বাংলার বুকে,দুর্ভিক্ষ নেমে এসেছিল। একদিকে যুদ্ধ আর অন্যদিকে মন্বন্তরের দুর্ভিক্ষের ঘনায়মান অন্ধকারে, বাংলা অনাহারের শ্মশানে পরিণত হয়েছিল। সেই সব জোতদার-আড়তদারদেরই“খুনি” বলা হয়েছে। তাদের লোভ-লালসা, নিজেদের গুদামে  খাদ্যশস্য  মজুত  রেখে,কৃত্রিমভাবে অভাব সৃষ্টি করে দুর্ভিক্ষকে, অনিবার্য করে তুলেছিল। বাংলার বহু মানুষ এই দুর্ভিক্ষের কবলে পড়েঅনাহারে মৃত্যু হয়।মাজা পড়ে যাওয়া শীর্ণকায় মানব শিশুটি, এই দুর্ভিক্ষের সময়ে না খেতে পাওয়া মানুষের প্রতিনিধি।সে তার সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সনাক্ত করছে।

“ছাতির বদলে হাতি”               (আমার বাংলা- সুভাষ মুখোপাধ্যায় সাজেশান 2023)

) “তাতে চেংম্যানের চোখ কপালে উঠল”-চেংমানকে ? তার চোখ কপালে ওঠার কারণ কি?

অথবা-নতুন ছাতি মাথায় দিয়ে মহাফুর্তিতে বাড়ির দিকে সে চলল”- কার কথা?সে নতুন ছাতি কিভাবে পেল?

অথবা-চেংমান এর মাথায় আকাশ ভেঙ্গে পড়ল”-চেংম্যানকে? তার মাথায় কখন, কেন আকাশ ভেঙ্গে পড়েছিল?

অথবা–“বিশ্বাস করো, বানানো গল্প নয়”-লেখকএখানেকোনগল্পেরকথাবলেছেন? গল্পটির সংক্ষেপে লেখ।

উঃ “আমার বাংলা” নামক গদ্যগ্রন্থের অন্তর্গত “ছাতির বদলে হাতি” শীর্ষক রচনায়,লেখক সুভাষ মুখোপাধ্যায়,শোষিত, দরিদ্র মানুষের জীবন কাহিনী তুলে ধরেছেন। এইরকমই একটি চরিত্র হলেন চেংমান। যিনি একজন গারোচাষী। চতুর  মহাজনের কৌশলে পড়ে তিনি সর্বহারা  হয়েছিলেন।

চেংমান,মদনমোহন নামে এক ধূর্ত মহাজনের ফাঁদে পড়ে সর্বশান্ত  হয়েছিলেন। গারোচাষী  চেংমান,হালুয়াঘাট বন্দরে সওদা করতে এসেছিলেন। সেখানে মুষলধারে বৃষ্টিতে তিনি আটকে পড়ে, মহাজনের দোকানের ঝাঁপির নিচে আশ্রয় নেন। সেই সময় মহাজন মদনমোহন এর করুণা হয়। তিনি তাকে একটি ছাতা দিয়েছিলেন। কিন্তু বুঝতে পারেননি, এই ছাতা তাকে সুদের হারে ধার দেওয়া হয়েছিল।  ( আমার বাংলা- সুভাষ মুখোপাধ্যায় সাজেশান 2023)

চেংমান ফি-বার হাটে গিয়ে, মহাজনকে পাওনা মিটিয়ে দেবার চেষ্টা করে। কিন্তু মহাজন মদনমোহন তাতে আমল দেন না।চেংমান ক্রমে এই ছাতার কথা ভুলে গিয়েছিলেন। হঠাৎ একদিন মদনমোহন একটি বড় লাল খাতা নিয়ে তাকে পাকড়াও করেন।চেংম্যান সুদের কথা জেনে অবাক হলেন। দেখা গেল যে, এই ক-বছরে চক্রবৃদ্ধি হারে ছাতির দামবাবদ সুদ সমেত পাওনা হয়েছে, হাজার খানেক টাকা, প্রায় একটা হাতির দামের সমান।অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের হারে সুদ সহ প্রায় একটি হাতির দামের সমান। এই কথা জানতে পেরেই, “চেংমানের মাথায় আকাশ ভেঙ্গে পড়েছিল”  (আমার বাংলা- সুভাষ মুখোপাধ্যায় সাজেশান 2023)

আমার বাংলা- সুভাষ মুখোপাধ্যায় সাজেশান 2023

) “আর এক রকমের প্রথা আছে-নান কার প্রথা”-নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল? পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল?  ( আমার বাংলা- সুভাষ মুখোপাধ্যায় সাজেশান 2023)

অথবা- এই নাম কার প্রথা কিভাবে অবসান ঘটেছিল?নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল? পরে তাদের অবস্থার কি পরিবর্তন ঘটেছিল?

উঃ কবি সুভাষ মুখোপাধ্যায়“আমার বাংলা” নামক গদ্যগ্রন্থের অন্তর্গত “ছাতির বদলে হাতি” শীর্ষক রচনায় অবিভক্ত বঙ্গ সমাজের  শোষণ ক্লিষ্ট প্রজাদের দুর্বিসহ জীবন কাহিনী তুলে ধরেছেন। আলোচিত অংশে লেখক “নানকার প্রথা” নামে এইরকম একটি শোষণের হাতিয়ার তথা প্রথার কথা উল্লেখ করেছেন। নানকার একটি ফরাসি শব্দ। যার অর্থ নিষ্কর অর্থাৎ খোরাকের জন্য যে জমি নিষ্কর দেওয়া হয়। অবিভক্ত বঙ্গের গারো পাহাড়ে এই নানকার নামক শোষণ প্রথা প্রচলিত ছিল।

গারো পাহাড়ের অধিবাসীদের জন্য প্রচলিত নানকার প্রথা অনুযায়ী প্রজাদের ওপর জমির কোন স্বত্ব ছিল না। এমনকি জমির আম কাঁঠালেও তাদের অধিকার ছিল না। জমি জরিপের পর আড়াই টাকা পর্যন্ত খাজনা সাব্যস্ত থাকতো। জমিদারেরা কর্জা ধানে এক মনে দুমন সুদ আদায়  করতো। খাজনা দিতে না পারলে তহসিলদার, প্রজাদের কাছারিতে ধরে নিয়ে যেত।পিছমোড়া করে বেঁধে মারতো।

তারপর মালঘরে আটকে রাখতো। তাদের সম্পত্তি নিলামে তুলে খাস করে নিত।পাহাড়ের আনাচে কানাচে থাকা গারো আদিবাসীরা এই শোষিত বঞ্চিত প্রতারিত জীবনকেই বংশ পরম্পরায় মেনে আসছিল। কিন্তু গারো পাহাড়ের নিচে লাল খুঁটি গাড়া নিশান তাদের চোখ খুলে দিল। তারা সত্যকে চিনল।তারা বলেছেন,“জমিদারের খামারে আমরা ধান তুলব না”।নওয়াপাড়া,ঘোষপাড়া,দুমনাকুড়া,ভুবনকুরার বিরাট তল্লাটে ডালুরচাষিরা জেগে উঠেছিল। শেষ পর্যন্ত জমিদারেরা হার মেনেছিল। এই ভাবে নানকার প্রথার অবসান ঘটে।

এই ভাবে গাড়োচাষিরা তাদের পরিবর্তন এনেছিল। তারা ক্রমশ সচেতন হয়ে উঠেছিল। আজ তারা গর্ব করে বলে, বন্দরের ভদ্র লোকেরা আজ আর আমাদের তুই তুকারি করতে সাহস পায় না।থানায়  চেয়ার  ছেড়ে দেয় বসতে। তারাও অনেক সভ্য হয়েছে। আগে বাপ ছেলে একসঙ্গে বসে মদখেত। এখন মদ খাওয়া তাদের চোখে লজ্জার বিষয়।

) “ছিল জোরদার আর তালুকদারদের নিরঙ্কুশ শাসন”- শাসন সম্পর্কে লেখক কি জানিয়েছেন তার নিজের ভাষায় লেখ।  ( আমার বাংলা- সুভাষ মুখোপাধ্যায় সাজেশান 2023) 

উঃ  কবি সুভাষ মুখোপাধ্যায় “আমার বাংলা” নামক গদ্যগ্রন্থের অন্তর্গত “ছাতির বদলে হাতি” শীর্ষক রচনায় অবিভক্ত বঙ্গ সমাজের শোষণ ক্লিষ্ট প্রজাদের দুর্বিসহ জীবন কাহিনী তুলে ধরেছেন। চেংমান নামক এক  গারোচাষী, সুদখোর মহাজন মদনমোহনের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছিল।

গারোচাষী  চেংমান, হালুয়াঘাট বন্দরে সওদা করতে এসেছিলেন। সেখানে মুষলধারে বৃষ্টিতে তিনি আটকে পড়ে, মহাজনের দোকানের ঝাঁপির নিচে আশ্রয় নেন। সেই সময় মহাজন মদনমোহন এর করুণা হয়। তিনি তাকে একটি ছাতা দিয়েছিলেন।চেংমান  ফি- বার হাটে গিয়ে, মহাজনকে পাওনা মিটিয়ে দেবার চেষ্টা করে। কিন্তু মহাজন মদনমোহন তাতে আমল দেন না। চেংমান ক্রমে এই ছাতার কথা ভুলে গিয়েছিলেন। হঠাৎ একদিন মদনমোহন একটি বড় লাল খাতা নিয়ে তাকে পাকড়াও করেন। চেংম্যান সুদের কথা জেনে অবাক হলেন। দেখা গেল যে, এই ক-বছরে চক্রবৃদ্ধি হারে ছাতির দামবাবদ সুদ সমেত পাওনা হয়েছে, হাজার খানেক টাকা, প্রায় একটা হাতির দামের সমান।

শুধু  মদনমোহন মহাজন আর কুটিশ্বর  সাহাই নয়। ছিল জোরদার আর তালুকদারদের নিরঙ্কুশ শাসন। জমিদারের খামারে জমির ধান তুলতে হবে। জমিদারের পাওনা মিটিয়ে তবে চাষী তার ঘরে ধান নিয়ে যেতে পারত। চুক্তির ধান তো বটেই,তার ওপর কর্জার ধান দিতে হত,টাকায়এক মন হিসেবে। তাছাড়া আছে হাজার রকমের বাজে আবওয়াব। যে চাষী বুকের রক্ত জল করে এত কষ্ট করে ফসল ফলাল, শেষটাই তাকে শুধু পালা হাতে ঘরে ফিরতে হতো। (আমার বাংলা- সুভাষ মুখোপাধ্যায় সাজেশান 2023)

এছাড়া আর এক রকমের প্রথা ছিল তা হলো নানকার  প্রথা। গারো পাহাড়ের অধিবাসীদের জন্য প্রচলিত নানকার প্রথা অনুযায়ী প্রজাদের ওপর জমির কোন স্বত্ব ছিল না। এমনকি জমির আম কাঁঠালেও তাদের অধিকার ছিল না। জমি জরিপের পর আড়াই টাকা পর্যন্ত খাজনা সাব্যস্ত থাকতো। জমিদারেরা কর্জা ধানে এক মনে দুমন সুদ আদায় করতো। খাজনা দিতে না পারলে তহসিলদার, প্রজাদের কাছারিতে ধরে নিয়ে যেত। পিছমোড়া করে বেঁধে মারতো। তারপর মালঘরে আটকে রাখতো। তাদের সম্পত্তি নিলামে তুলে খাস করে নিত। পাহাড়ের  আনাচে কানাচে থাকা গারো আদিবাসীরা এই শোষিত বঞ্চিত প্রতারিত জীবনকেই বংশ পরম্পরায় মেনে আসছিল। কিন্তু গারো পাহাড়ের নিচে লাল খুঁটি গাড়া নিশান তাদের চোখ খুলে দিল। তারা সত্যকে চিনল। তারা বলেছেন, “জমিদারের খামারে আমরা ধান তুলব না”। (আমার বাংলা- সুভাষ মুখোপাধ্যায় সাজেশান 2023)

 

আরও পড়ুন- 

রূপনারানের কূলে সাজাশান 

 

     “কলের কলকাতা”

)“অমনি মনের মধ্যে গুন গুনিয়ে উঠলো  মার কাছে শেখাগান”- মার কাছে শেখা গানটি কি? কোন প্রসঙ্গে লেখক এর এই উক্তি?

উঃ সুভাষ মুখোপাধ্যায়“আমার বাংলা” শীর্ষক গদ্যগ্রন্থের অন্তর্গত “কলের কলকাতা” নামক রচনায়, পরাধীন ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের জোয়ারের শহর কলকাতার,তৎকালীন পরিস্থিতি তুলে ধরেছেন।জেলখানা থেকে বেরিয়ে, লেখক এই সময়ে,ছেলেবেলায় তার মায়ের কাছে শেখা, একটি গান মনে পড়ে যায়। গানটি হলো-“ তোর শিকল পরা ছল। শিকল পড়ে শিকলেরে তুই করবি রে বিকল।    (আমার বাংলা- সুভাষ মুখোপাধ্যায় সাজেশান 2023) 

লেখক সুভাষ মুখোপাধ্যায়ের  বাড়িওলা, রামদুলালবাবু দেশের জন্য বন্দী হয়েছিলেন। পরে অবশ্য লেখক সঠিক তথ্য জানতে পারেন।রামদুলালবাবুর দাদার সঙ্গে, লেখক কারাগারে যান, তার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে। সেখানে লেখক এর চোখে পড়ে, কারাগারে ঢুকতে গেলে মাথা নিচু করে কারাগারে প্রবেশ করতে হবে। কারণ দরজা খুব নিচু ছিল।ভারতীয়রা যাতে মাথা হেঁট করে ঢুকতে পারে, তাই ব্রিটিশ সরকার এই ব্যবস্থা করেছিল। এই ঘটনায় লেখক মনে মনে  ব্যথিত  হয়েছিলেন। তার পরেও দেখেন,গাড়ি ভর্তি বিপ্লবীদের জেলখানায় নিয়ে আসা হচ্ছে এবং “বন্দেমাতারাম” ধ্বনিতে জেলখানা কেঁপে উঠছে। এই জেলখানায় সুভাষচন্দ্র বসু বন্দী ছিলেন।

তিনি নতুন কয়েদি  দেখলেই, ছুটে যাচ্ছেন তাদের জড়িয়ে ধরছেন।জেলখানায় এক বিপ্লবী তার বুড়িমায়ের কাছে কুশল সংবাদ পৌঁছে দেওয়ার জন্য লেখককে অনুরোধ করেছিলেন।জেলখানার ভিতরের এইসব দৃশ্য দেখে, তিনি বাইরে বেরিয়ে আসেন। তার মন কেমন করতে থাকে। ঠিক এই সময় তার মায়ের কাছে শেখা বিখ্যাত সেই গানটি মনে পড়ে যায়। লেখকের মনে হয়, বিপ্লবীরা কারাবন্ধন  হচ্ছেন, শিকল পড়ছেন,  তা আসলে ভারতের শিকল মুক্ত করার জন্য। তারা যেন ভয়কে জয় করার জন্যই শিকল পড়ছেন। এই প্রসঙ্গেই লেখক এর এমন মন্তব্য। (আমার বাংলা- সুভাষ মুখোপাধ্যায় সাজেশান 2023)

)“হঠাৎ একদিন ক্ষেপে উঠল কলের কলকাতা”- কলকাতার ক্ষেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে? কলকাতার ক্ষেপে ওঠার ফল কি হয়েছিল?

উঃ) সুভাষ মুখোপাধ্যায় “আমার বাংলা” শীর্ষক গদ্যগ্রন্থের অন্তর্গত “কলের কলকাতা” নামক রচনায়, পরাধীন ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের জোয়ারের শহর কলকাতার, তৎকালীন পরিস্থিতি তুলে ধরেছেন। (আমার বাংলা- সুভাষ মুখোপাধ্যায় সাজেশান 2023)

আলোচিত রচনাটি চল্লিশের এর দশকের পটভূমিকায় রচিত।তৎকালীনসময়কাল ছিল স্বদেশী আন্দোলনের সময়। সারা ভারতবর্ষ জুড়ে তখন স্বাধীনতা আন্দোলনের জোয়ার চলছে। এই আন্দোলনের জোয়ার থেকে কলকাতাও বাদ ছিল না। অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন,বিলাতি বস্ত্র ও দ্রব্য বর্জন সহ নানা ঘটনায় কলকাতার শহর তখন অশান্ত হয়ে পড়েছে। লেখক কলকাতার এই স্বাধীনতা আন্দোলনের প্রাবল্যকেই কলকাতার ক্ষেপে ওটা বলেছেন।

উক্ত সময়ে, কলকাতা শহর আন্দোলনে জন সমুদ্রের  জোয়ারে মুখরিত হয়ে উঠল। গলিগুলো সব এক টানে বড় রাস্তায় এসে পড়ল। শহরময় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল।গোলপুকুর,গোলদীঘিতে, রাস্তার বড় বড় মোরে চলল ঘন ঘন  মিটিং।মিটিং ছাড়া মানুষ নেই। পাড়ার ছেলেরা বাঙাল বলে আর কাউকে ক্ষেপাই না। তারা কাঁধে হাত দিয়ে বলে, চলো ভাই মিটিংয়ে। পার্কে রোজ মিটিং আর স্কুলে  পিকেটিং। এ এক নতুন মজা। কিন্তু মেতে উঠেছে সবাই। কেউ আর ছাদে নয়। সবাই রাস্তায়। যেন জন সমুদ্রের জোয়ার লেগেছে।

কেউই আর পরাধীন থাকতে চায় না। স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় রে? কে বাঁচিতেচায়? ইংরেজ চলে যাক।সাড়া শহরে আগুন জ্বলেওঠে। সেই আগুনে জ্বলছে বিলাতিকাপড়। পাড়ায় পাড়ায় দল বেরিয়েছে। গমগম করছে তাদের আওয়াজে‌। বিলিতি  কাপড় পুড়িয়ে ফেলো । ভয়ে আঁতকে ওঠে, যে যার ঘর আগলাবার জন্য।বুড়োর দল তোকলি হাতে করে বাড়ি মুখো ছোটে। এই ভাবেই উক্ত সময়ে কলের কলকাতা ক্ষেপে উঠলে তার পরিবেশ অশান্ত হয়ে ওঠে। (আমার বাংলা- সুভাষ মুখোপাধ্যায় সাজেশান 2023)

you may like-

https://en.wikipedia.org/wiki/Subhash_Mukhopadhyay_(poet)

 

) “তোমরাও হাত বাড়াও তাকে সাহায্য করো”- লেখক কাকে, কিভাবে কেন সাহায্য করতে বলেছেন ? 2016    (আমার বাংলা- সুভাষ মুখোপাধ্যায় সাজেশান 2023) 

অথবা- লেখক কাদেরকে, কেন সাহায্য করার কথা বলেছেন?

উঃ সুভাষ মুখোপাধ্যায়ের“আমার বাংলা”গদ্যগ্রন্থের অন্তর্গত “হাত বাড়াও” শীর্ষকরচনাটি, পঞ্চাশের মন্বন্তরের ভূমিকায় রচিত। দুর্ভিক্ষের আকালে মানুষ না খেতে পেয়ে কঙ্কাল সার হয়ে জন্তুতে পরিণত হয়ে,রাস্তায় রাস্তায় খাবার খুঁটে খুঁটে খেয়ে বেরিয়েছে। তারই এক করুন মর্মান্তিক ছবি লেখক “হাত বাড়াও” অংশে দেখিয়েছেন।

দুর্ভিক্ষের এই আকালের সময়ে বারো-তেরো বছরের এক শিশু না খেতে পেয়ে তার মাজা পড়ে গিয়ে,জন্তুতে পরিণত হয়েছে। সে খাবার খুঁটে খুঁটে খাচ্ছে। লেখক এই অমৃতের পুত্র মানব শিশুকেই সকলকে সাহায্য তথা হাত বাড়াতে বলেছেন।( আমার বাংলা- সুভাষ মুখোপাধ্যায় সাজেশান 2023)

লেখক সেই ছেলেটির মধ্যে লক্ষ্য করেছেন এক ভয়ঙ্কর  জন্তুর  বিকৃতি। তার জ্বলন্ত দুটি চোখ সন্ধান করছে, সেই সমস্ত খুনিদের। যারা এই শস্যশ্যামলা বাংলায়  কৃত্রিম ভাবে এই দুর্ভিক্ষ সৃষ্টি করেছে। তাদের শোষণেই শস্যশ্যামলা বাংলা অনাহারে শ্মশানে পরিণত হয়েছে। সে শাস্তি চাই। লেখক দুচোখ ভরা স্বপ্ন নিয়ে সকলের কাছে আবেদন করেছেন, সকলসাধারণ মানুষ, যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয় অর্থাৎ লেখক মনে করেন,যুদ্ধ আর দুর্ভিক্ষের ঘনায়মান অন্ধকারে একটু শান্তি ফিরে আসুক।

বাংলার বুক জুড়ে সবুজ মাঠের সোনালী ফসলে,চাষির  গোল ভরা ধানে ভরে উঠুক শান্তি। কারখানায়  কারখানায় বন্ধন মুক্ত মানুষের আন্দোলিত বাহুতে বাহু মিলাক  শান্তি। যুদ্ধ নয়, অনাহারে মৃত্যু আর নয়। কোটি কোটি বলিষ্ঠ হাতে এবার স্বাধীন সুখী জীবন চায়। এবার শান্তি চাই অর্থাৎ প্রতিটি মানুষকে এক হয়ে সমান ভাবে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত সহযোগিতায় এই আকালের  অভিশাপ কেটে উঠবে। তাই সকল আপামর জনতাকে তিনি বলেছেন-

                   “তোমরাও হাত বাড়াও, তাকে সাহায্য করো”

আমার বাংলা- সুভাষ মুখোপাধ্যায় সাজেশান 2023 আমার বাংলা- সুভাষ মুখোপাধ্যায় সাজেশান 2023 আমার বাংলা- সুভাষ মুখোপাধ্যায় সাজেশান 2023 আমার বাংলা- সুভাষ মুখোপাধ্যায় সাজেশান 2023 আমার বাংলা- সুভাষ মুখোপাধ্যায় সাজেশান 2023

Ratan Das

Learn More