উচ্চমাধ্যমিক শিকার কবিতা প্রশ্নোত্তর 2023
কবি পরিচিতি ( উচ্চমাধ্যমিক শিকার কবিতা প্রশ্নোত্তর 2023)
বাংলা সাহিত্যের অন্যতম প্রতিভাধর কবি হলেন জীবনানন্দ দাশ | রবীন্দ্রনাথ ঠাকুর তাকে চিত্ররূপময়তার কবি বলেছেন | কবির জন্ম হয় পূর্ববাংলায় বরিশাল শহরে 1899 খ্রিস্টাব্দে 17 ই ফেব্রুয়ারি | পিতার নাম সত্যানন্দতার | মা ছিলেন সেসময়ের বিখ্যাত লেখিকা কুসুমকুমারী দেবী | তার শিক্ষা শুরু হয় ব্রজমোহন স্কুলের | বাংলা, ইংরেজি উভয় ভাষাতেই কবিতা রচনার সূচনা স্কুল থেকেই | 1915 খ্রিস্টাব্দে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন | পরে ব্রজমোহন কলেজ থেকেই প্রথম বিভাগে আই.এ পাশ করেন | 1919 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং ইংরেজিতে অনার্স নিয়ে বি.এ পাস করেন, 1921 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে দ্বিতীয় বিভাগে এম.এ পাস করেন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে তিনি অধ্যাপনা করেন |
তার প্রথম কাব্যগ্রন্থ “বনলতা সেন” | তার কাব্যগ্রন্থ গুলির মধ্যে আছে – “ঝরাপালক”, “ ধূসর পান্ডুলিপি”, “মহাপৃথিবী”, “সাতটি তারার তিমির”, “ রূপসী বাংলা”, “সুদর্শন” | এছাড়া তিনি “মাল্যদান”, “ জলপাইহাটি”, “ সুতীর্থ” নামে তিনটি উপন্যাস লিখেছিলেন কিন্তু তার জীবদ্দশায় তা প্রকাশিত হয়নি | বাংলা সাহিত্যের প্রধান কবি 1954 খ্রিস্টাব্দের 22শে অক্টোবরে মৃত্যু হয় |উচ্চমাধ্যমিক শিকার কবিতা প্রশ্নোত্তর 2023
বিষয়ে সংক্ষেপে (উচ্চমাধ্যমিক শিকার কবিতা প্রশ্নোত্তর 2023)
“শিকার” কবিতায় দুটি ভোরের বর্ণনা আছে । এই দুটি ঘরের মধ্যে প্রথম ভোরে অপরূপ গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র ফুটিয়ে তুলেছেন । সেইসঙ্গে আদিম সভ্যতার একটা দিক তিনি তুলে ধরেছেন । অন্যদিকে দ্বিতীয় ভোরে আছে- আধুনিক সভ্যতার নগ্ন রূপ । যেখানে টেরিকাটা কয়েকজন মানুষ অর্থাৎ আধুনিক সভ্যতার শিক্ষিত মানুষ জনের একটি নিরপরাধ হরিণকে শিকার করে তার মাংস ভক্ষণ করতে মত্ত । (উচ্চমাধ্যমিক শিকার কবিতা প্রশ্নোত্তর 2023)
আকাশের রং ঘাসফড়িঙের দেহের মত নীল । আর চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়া পাখির পালকের মতো সবুজ দেখাচ্ছে । আকাশে একটি তারা রয়েছে । সেই তারা টি কবির কাছে মনে হয়েছে, যেন পাড়াগাঁর বাসরঘরে বসে থাকা একটি একাকী মেয়ের মত অথবা হাজার হাজার বছর আগের মিশরের কোন মহিলার বুকে থেকে যে মুক্তার মালা রেখেছিল সেটি যেন কবির নীল মদের গেলাসে রাখলে যেমন দেখায় , ঠিক তেমনি এখনও একটি তারা আকাশে জ্বলছে। অন্যদিকে দেশোয়ালিরা অর্থাৎ আদিম অদিবাসীরা তাদের নিজেদের শরীর “উম্” অর্থাৎ উষ্ণ রাখার জন্য সারারাত মাঠে আগুন জ্বেলেছে । সেই আগুন মোরগ ফুলের মতো লাল । তারা এই আগুন জ্বলেছিল অশ্বখ পাতা দুমড়ে-মুচড়ে, তাদের এই আগুন এখনো জ্বলছে
কবি দ্বিতীয় আরেকটি ভোরের বর্ণনা দিয়েছেন । একটি হরিণ চিতাবাঘের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য নক্ষত্রহীন রাত্রিতে, সুন্দরবন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে বেরিয়েছিল । সেই হরিণটি এমন একটি ভোরের জন্য অপেক্ষা করছিল । এবার ভোরের আলোয় নেমে এসেছে । কচি কচি বাতাবি লেবুর মত সবুজ ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে । নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নিজের ক্লান্ত বিহ্বল শরীরটাকে একটু আবেগ দেওয়ার জন্য, নদীর জলে নামল । সেই সময় একটি অদ্ভুত আওয়াজ । আর এই আওয়াজ এর সঙ্গে সঙ্গে হরিণের মৃত্যু ঘোষণা করল অর্থাৎ হরিণটিকে কয়েকজন মানুষের দল শিকার করলো এবং তার মাংস ভক্ষণ করতে আবার তারা আগুন জালালো (উচ্চমাধ্যমিক শিকার কবিতা প্রশ্নোত্তর 2023)
আরও পড়—
উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশান-2023
MCQ প্রশ্ন উত্তর (উচ্চমাধ্যমিক বাংলা শিকার কবিতা প্রশ্নোত্তর 2023)
1) “ নদীর জল …… পাপড়ির মতো লাল। ”
ক) মচকা ফুলের
খ) গোলাপ ফুলের
গ) জবা ফুলের
ঘ) মোরগ ফুলের।
উঃ) ক) মচকা ফুলের
২) “ নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল ” — এখানে “সে” বলতে কার কথা বলা হয়েছে ?
ক) চিতাবাঘিনীর কথা
খ) সুন্দরী বাদামি হরিণীর কথা
গ) রোগা শালিকের কথা
ঘ) দেশোয়ালিদের কথা।
উঃ) খ) সুন্দরী বাদামি হরিণীর কথা
৩) “ সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর ” — এখানে কার কথা বলা হয়েছে ?
(ক) শুকনো অশ্বখ পাতা
খ) কচি বাতাবি লেব
গ) রোগা শালিকের হৃদয়
ঘ)দেশোয়ালিদের জ্বালানো আগুন
উঃ) ঘ)দেশোয়ালিদের জ্বালানো আগুন ( উচ্চমাধ্যমিক শিকার কবিতা প্রশ্নোত্তর 2023)
৪) “একটা অদ্ভুত শব্দটি”- কীসের শব্দ ?
ক) গাড়ির হর্নের শব্দ
খ) মানুষের শব্দ ( উচ্চমাধ্যমিক শিকার কবিতা প্রশ্নোত্তর 2023)
গ) পাতার মর্মর শব্দ
ঘ) বন্দুক গুলির শব্দ।
উঃ) ঘ) বন্দুক গুলির শব্দ।
৫). “একটি তারা এখন আকাশে রয়েছে” – তারা’-র সঙ্গে কবি তুলনা করেছেন-
ক) একটি ফুলের
খ) একটি মেয়ের
গ) একটি নদীর
ঘ) একটি হরিণের
উঃ) খ) একটি মেয়ের
৬) “নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল”– কে “নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামল”?
ক) চিতাবাঘিনী
(খ) সুন্দরী বাদামি হরিণ ( উচ্চমাধ্যমিক শিকার কবিতা প্রশ্নোত্তর 2023)
গ) রোগা শালিক
ঘ) মোরগ ফুল
উঃ) খ) সুন্দরী বাদামি হরিণ
৭) “সূর্যের আলোয় তার রং কুকুমের মতো নেই আর” – তার রং কীসের মতো হয়ে গেছে?
ক) হরিণীর মতো
খ) কচি বাতাবি লেবুর মতো
গ) রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো
ঘ) টিয়া পাখির মতো সবুজ
উঃ) গ) রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো
MCQ প্রশ্ন উত্তর ( উচ্চমাধ্যমিক শিকার কবিতা প্রশ্নোত্তর 2023)
৮ ) “সারারাত মাঠে আগুন জ্বেলেছে”—কারা আগুন জ্বেলেছে ?
ক) টেরিকাটা মানুষেরা
খ) আদিবাসিরা
গ) দেশোয়ালিরা ( উচ্চমাধ্যমিক শিকার কবিতা প্রশ্নোত্তর 2023)
ঘ) গ্রামের মানুষেরা
উঃ) গ) দেশোয়ালিরা
৯) “হিমের রাতে শরীর ‘উম্’ রাখবার জন্য দেশোয়ালিরা/ সারারাত মাঠে”—
(ক) জেগে আছে
খ) নাচ করেছে
গ) শিকার করছে
ঘ) আগুন জ্বেলেছে
উঃ) ঘ) আগুন জ্বেলেছে
১০) আকাশের রং ঘাসফরিঙের দেহের মতো —
ক) কোমল সবুজ
খ) কোমল নীলাভ ( উচ্চমাধ্যমিক শিকার কবিতা প্রশ্নোত্তর 2023)
গ) নীল সবুজ
ঘ) কোমল নীল।
উঃ) ঘ) কোমল নীল।
১১) “ চারিদিকে পেয়ারা ও নোনার গাছ ” —
ক) কচি বাতাবি লেবুর মতো সবুজ
খ) মচকা ফুলের পাপড়ির মতো লাল
গ)ময়ূরের পালকের মতো
ঘ) টিয়ার পালকের মতো সবুজ
উঃ) ঘ) টিয়ার পালকের মতো সবুজ
১২) “ দুমড়ে এখনও আগুন জ্বলছে তাদের ” – কিভাবে আগুন জ্বলছে ?
ক) শুকনা পাতা দিয়ে
খ) শুকনো অশ্বত্থ পাতা দিয়ে
গ) শুকনো ঘাস দিয়ে
ঘ) শুকনো বট পাতা দিয়ে
উঃ খ) শুকনো অশ্বত্থ পাতা দিয়ে (উচ্চমাধ্যমিক শিকার কবিতা প্রশ্নোত্তর 2023)
১৩) “ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। ” – কে অপেক্ষা করছিল ?
(ক) টেরিকাটা মানুষরা
খ) দেশওয়ালিরা।
গ) গোধূলিমদির মেয়েটি 9 উচ্চমাধ্যমিক শিকার কবিতা প্রশ্নোত্তর 20230
ঘ) বাদামি হরিণ।
উঃ) ঘ) বাদামি হরিণ।
ভোর
আকাশের রং ঘাসফড়িঙের দেহের মত কোমল নিল
চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ।
একটি তারা এখন আকাশে রয়েছে
পাড়াগাঁর বাসরঘরে সবচেয়ে গোধূলি মোদির মেয়েটির মতো,
কিংবা মিশরের মানুষী তার বুকের থেকে যে মুক্তা
আমার নীল মদের গেলাসে রেখেছিল
হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি-
তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনও।
হিমের রাতে শরীর রাখবার জন্য দেশোয়ালিরা
সারারাত মাঠে আগুন জ্বেলেছে-
মোরগ ফুলের মতো লাল আগুন ( উচ্চমাধ্যমিক শিকার কবিতা প্রশ্নোত্তর 2023)
শুকনো অশ্বখপাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের
সূর্যের আলোর রং কোনটি মত নেই আর
হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো ।
সকালের আলোয় টলমল শিশরে চারি দিকের বন ও আকাশ
ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে
ভোর
সারারাত চিতাবাঘের হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে
নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর
you may like it–
MCQ প্রশ্ন উত্তর (উচ্চমাধ্যমিক বাংলা শিকার কবিতা প্রশ্নোত্তর 2023)
1) “ নদীর জল …… পাপড়ির মতো লাল। ”
ক) মচকা ফুলের
খ) গোলাপ ফুলের
গ) জবা ফুলের
ঘ) মোরগ ফুলের।
উঃ) ক) মচকা ফুলের
২) “ নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল ” — এখানে “সে” বলতে কার কথা বলা হয়েছে ?
ক) চিতাবাঘিনীর কথা
খ) সুন্দরী বাদামি হরিণীর কথা
গ) রোগা শালিকের কথা
ঘ) দেশোয়ালিদের কথা।
উঃ) খ) সুন্দরী বাদামি হরিণীর কথা
৩) “ সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর ” — এখানে কার কথা বলা হয়েছে ?
(ক) শুকনো অশ্বখ পাতা
খ) কচি বাতাবি লেব
গ) রোগা শালিকের হৃদয়
ঘ)দেশোয়ালিদের জ্বালানো আগুন
উঃ) ঘ)দেশোয়ালিদের জ্বালানো আগুন ( উচ্চমাধ্যমিক শিকার কবিতা প্রশ্নোত্তর 2023)
৪) “একটা অদ্ভুত শব্দটি”- কীসের শব্দ ?
ক) গাড়ির হর্নের শব্দ
খ) মানুষের শব্দ ( উচ্চমাধ্যমিক শিকার কবিতা প্রশ্নোত্তর 2023)
গ) পাতার মর্মর শব্দ
ঘ) বন্দুক গুলির শব্দ।
উঃ) ঘ) বন্দুক গুলির শব্দ।
৫). “একটি তারা এখন আকাশে রয়েছে” – তারা’-র সঙ্গে কবি তুলনা করেছেন-
ক) একটি ফুলের
খ) একটি মেয়ের
গ) একটি নদীর
ঘ) একটি হরিণের
উঃ) খ) একটি মেয়ের
৬) “নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল”– কে “নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামল”?
ক) চিতাবাঘিনী
(খ) সুন্দরী বাদামি হরিণ ( উচ্চমাধ্যমিক শিকার কবিতা প্রশ্নোত্তর 2023)
গ) রোগা শালিক
ঘ) মোরগ ফুল
উঃ) খ) সুন্দরী বাদামি হরিণ
৭) “সূর্যের আলোয় তার রং কুকুমের মতো নেই আর” – তার রং কীসের মতো হয়ে গেছে?
ক) হরিণীর মতো
খ) কচি বাতাবি লেবুর মতো
গ) রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো
ঘ) টিয়া পাখির মতো সবুজ
উঃ) গ) রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো
উচ্চমাধ্যমিক শিকার কবিতা প্রশ্নোত্তর 2023
কবি পরিচিতি ( উচ্চমাধ্যমিক শিকার কবিতা প্রশ্নোত্তর 2023)
বাংলা সাহিত্যের অন্যতম প্রতিভাধর কবি হলেন জীবনানন্দ দাশ | রবীন্দ্রনাথ ঠাকুর তাকে চিত্ররূপময়তার কবি বলেছেন | কবির জন্ম হয় পূর্ববাংলায় বরিশাল শহরে 1899 খ্রিস্টাব্দে 17 ই ফেব্রুয়ারি | পিতার নাম সত্যানন্দতার | মা ছিলেন সেসময়ের বিখ্যাত লেখিকা কুসুমকুমারী দেবী | তার শিক্ষা শুরু হয় ব্রজমোহন স্কুলের | বাংলা, ইংরেজি উভয় ভাষাতেই কবিতা রচনার সূচনা স্কুল থেকেই | 1915 খ্রিস্টাব্দে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন | পরে ব্রজমোহন কলেজ থেকেই প্রথম বিভাগে আই.এ পাশ করেন | 1919 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং ইংরেজিতে অনার্স নিয়ে বি.এ পাস করেন, 1921 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে দ্বিতীয় বিভাগে এম.এ পাস করেন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে তিনি অধ্যাপনা করেন |
তার প্রথম কাব্যগ্রন্থ “বনলতা সেন” | তার কাব্যগ্রন্থ গুলির মধ্যে আছে – “ঝরাপালক”, “ ধূসর পান্ডুলিপি”, “মহাপৃথিবী”, “সাতটি তারার তিমির”, “ রূপসী বাংলা”, “সুদর্শন” | এছাড়া তিনি “মাল্যদান”, “ জলপাইহাটি”, “ সুতীর্থ” নামে তিনটি উপন্যাস লিখেছিলেন কিন্তু তার জীবদ্দশায় তা প্রকাশিত হয়নি | বাংলা সাহিত্যের প্রধান কবি 1954 খ্রিস্টাব্দের 22শে অক্টোবরে মৃত্যু হয় |উচ্চমাধ্যমিক শিকার কবিতা প্রশ্নোত্তর 2023
বিষয়ে সংক্ষেপে (উচ্চমাধ্যমিক শিকার কবিতা প্রশ্নোত্তর 2023)
“শিকার” কবিতায় দুটি ভোরের বর্ণনা আছে । এই দুটি ঘরের মধ্যে প্রথম ভোরে অপরূপ গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র ফুটিয়ে তুলেছেন । সেইসঙ্গে আদিম সভ্যতার একটা দিক তিনি তুলে ধরেছেন । অন্যদিকে দ্বিতীয় ভোরে আছে- আধুনিক সভ্যতার নগ্ন রূপ । যেখানে টেরিকাটা কয়েকজন মানুষ অর্থাৎ আধুনিক সভ্যতার শিক্ষিত মানুষ জনের একটি নিরপরাধ হরিণকে শিকার করে তার মাংস ভক্ষণ করতে মত্ত । (উচ্চমাধ্যমিক শিকার কবিতা প্রশ্নোত্তর 2023)
আকাশের রং ঘাসফড়িঙের দেহের মত নীল । আর চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়া পাখির পালকের মতো সবুজ দেখাচ্ছে । আকাশে একটি তারা রয়েছে । সেই তারা টি কবির কাছে মনে হয়েছে, যেন পাড়াগাঁর বাসরঘরে বসে থাকা একটি একাকী মেয়ের মত অথবা হাজার হাজার বছর আগের মিশরের কোন মহিলার বুকে থেকে যে মুক্তার মালা রেখেছিল সেটি যেন কবির নীল মদের গেলাসে রাখলে যেমন দেখায় , ঠিক তেমনি এখনও একটি তারা আকাশে জ্বলছে। অন্যদিকে দেশোয়ালিরা অর্থাৎ আদিম অদিবাসীরা তাদের নিজেদের শরীর “উম্” অর্থাৎ উষ্ণ রাখার জন্য সারারাত মাঠে আগুন জ্বেলেছে । সেই আগুন মোরগ ফুলের মতো লাল । তারা এই আগুন জ্বলেছিল অশ্বখ পাতা দুমড়ে-মুচড়ে, তাদের এই আগুন এখনো জ্বলছে
কবি দ্বিতীয় আরেকটি ভোরের বর্ণনা দিয়েছেন । একটি হরিণ চিতাবাঘের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য নক্ষত্রহীন রাত্রিতে, সুন্দরবন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে বেরিয়েছিল । সেই হরিণটি এমন একটি ভোরের জন্য অপেক্ষা করছিল । এবার ভোরের আলোয় নেমে এসেছে । কচি কচি বাতাবি লেবুর মত সবুজ ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে । নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নিজের ক্লান্ত বিহ্বল শরীরটাকে একটু আবেগ দেওয়ার জন্য, নদীর জলে নামল । সেই সময় একটি অদ্ভুত আওয়াজ । আর এই আওয়াজ এর সঙ্গে সঙ্গে হরিণের মৃত্যু ঘোষণা করল অর্থাৎ হরিণটিকে কয়েকজন মানুষের দল শিকার করলো এবং তার মাংস ভক্ষণ করতে আবার তারা আগুন জালালো (উচ্চমাধ্যমিক শিকার কবিতা প্রশ্নোত্তর 2023)
উচ্চমাধ্যমিক শিকার কবিতা প্রশ্নোত্তর 2023 উচ্চমাধ্যমিক শিকার কবিতা প্রশ্নোত্তর 2023 উচ্চমাধ্যমিক শিকার কবিতা প্রশ্নোত্তর 2023 উচ্চমাধ্যমিক শিকার কবিতা প্রশ্নোত্তর 2023 উচ্চমাধ্যমিক শিকার কবিতা প্রশ্নোত্তর 2023 উচ্চমাধ্যমিক শিকার কবিতা প্রশ্নোত্তর 2023 উচ্চমাধ্যমিক শিকার কবিতা প্রশ্নোত্তর 2023 উচ্চমাধ্যমিক শিকার কবিতা প্রশ্নোত্তর 2023 উচ্চমাধ্যমিক শিকার কবিতা প্রশ্নোত্তর 2023 উচ্চমাধ্যমিক শিকার কবিতা প্রশ্নোত্তর 2023 উচ্চমাধ্যমিক শিকার কবিতা প্রশ্নোত্তর 2023