মহুয়ার দেশ প্রশ্নোত্তর 2023

বিষয় সংক্ষেপে

কবি সমর সেন নাগরিক জীবনের যন্ত্রণাক্লিষ্ট, অবসাদ, বিষন্নতা এবং একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে চেয়েছেন। নাগরিক সভ্যতার ক্লান্তিকর পরিবেশ মানুষের জীবন যন্ত্রণাকে যেভাবে বাড়িয়ে তুলছে, তাতে মানুষ শান্তি পেতে পারছে না। তাই কবি সমর সেন বাস্তবের এই বিষন্নতার পরিবেশ দেকে, নিজের মনের গভীরে এমন একটি স্বপ্নময় কামনা মোদির ভালবাসার দেশ খুঁজে বেড়াচ্ছেন, যেখানে গেলে, তার এই ক্লান্তিকর জীবনের বিষন্নতা দূর করে, একবিন্দু শান্তি পেতে পারেন, তার যন্ত্রণা দূর করতে পারেন। কামনা মোদির সেই দেশ আসলে মহুয়ার দেশ। মহুয়ার দেশ বলতে বাস্তবিক কোন স্থানের কথা বলা হয়নি। কবি আসলে এমন এক স্বপ্নময় স্বর্গের দেশের কথা বলেছেন, যেখানে গেলে, মানুষ পরম শান্তির আশ্রয় লাভ করতে পারে অর্থাৎ কবি তার একঘেয়েমি ক্লান্তিকর জীবন থেকে স্বপ্নময় তার মহুয়ার দেশে অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে যেতে চান।

তাই আমরা কবিতাটির শুরুতেই দেখতে পাই, এক উজ্জ্বল প্রাকৃতিক সৌন্দর্যের ছবি। কবি নাগরিক সভ্যতার যন্ত্রনাক্লিষ্ট জীবন থেকে পালিয়ে আসার মুক্তি আনন্দের বার্তা বহন করছেন। তিনি দেখতে পান, সন্ধ্যার জনস্রোতে সূর্য যেন সমুদ্রের জলে উজ্জ্বল আলো স্তম্ভ এঁকে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও কবি তার বিষণ্ণতা দূর করতে পারছেন না। কারণ “ধোঁয়ার বঙ্কিম বিশ্বাস” অর্থাৎ নাগরিক দূষণ শীতের দুঃস্বপ্নের মত ঘুরে ফিরেতাই কবির কামনার মোদির মহুয়ার দেশ অনেক অনেক দূরে অবস্থান করছে কবি তার দৈনন্দিন জীবনের বাস্তবতা, ক্লান্তিকর জীবন থেকে পালিয়ে মহুয়ার মহুয়ার দেশে যেতে চান। কবি কামনা করেন, তার সমস্ত বিষন্নতা অবসাদ এবং ক্লান্তির উপর যেন মহুয়ার ফুল ঝরে পড়ে, যেন তার ক্লান্তির ওপর মহুয়ার গন্ধ নেমে আসে।

কিন্তু বাস্তবে কবির এই কামনা ম্লান হয়ে যায়। কারণ, কবি দেখতে পেয়েছেন, সেই মহুয়ার বনের ধারেই বিশাল কয়লা খনির আওয়াজ এবং সেখানকার ঘুমহীন ক্লান্ত শ্রমিক।যা কবির স্বপ্নকে ভেঙে চুরমার করে দেয়।

মহুয়ার দেশ বলতে কবি এমন এক স্বর্গময় প্রাকৃতিক পরিবেশ পেয়েছেন যেখানে কবি তার আক্রান্তি দূর করে পরম শান্তি লাভ করতে পারেন। মহুয়া গাছ স্নিগ্ধ শান্ত প্রকৃতির প্রতীক, যেখানে মানুষ তার ক্লান্তি দূর করতে পারে। তাছাড়া মহুয়ার ফুল বা ফল থেকে মাদক তৈরি হয়। যা সেবন করে মানুষ তার ক্লান্তি দূর করে থাকে।

বহু বিকল্পধর্মী প্রশ্নোত্তর (MCQ)

১) “গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ”- কে এঁকে দেয়? 2020 (মহুয়ার দেশ প্রশ্নোত্তর 2023)

ক) ডুবন্ত সূর্য 

খ) অলস সূর্য 

) উদীয়মান সূর্য 

ঘ) দুপুরের সূর্য

উঃ খ) অলস সূর্য

২) সবুজ সকাল কিসে ভেজা-

) শিশিরে    2019

) জলে 

গ)মেঘে 

) ভোরের আলোয় 

উঃ ক) শিশিরে 

৩) “অবসন্ন মানুষের শরীরে দেখি”-

ক) ক্লান্ত দুঃস্বপ্ন

) দীর্ঘ রহস্য 

গ) ধুলোর কলঙ্ক 

ঘ)বঙ্কিম নিশ্বাস 

উঃ গ)ধুলোর কলঙ্ক

 

আরও পড় – 

বাঙ্গালির শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস

 

৪) “সমস্তক্ষণ সেখানে পথের দু’ধারে”- 

ক) মহুয়ার দেশ 

খ) উজ্জ্বল স্তব্ধতা 

) দেবদারু দীর্ঘ রহস্য 

ঘ) ছায়া ফেলে 

উঃ ঘ) ছায়া ফেলে

৫) “মহুয়া বনের ধারে”-

ক) মহুয়ার গন্ধ 

খ) শিশিরে ভেজা 

) দুঃস্বপ্ন হানা দেয় 

ঘ) কয়লার খনি, গভীর বিশাল শব্দ 

উঃ) ঘ) কয়লার খনি, গভীর বিশাল শব্দ

৬) “ঘুমহীন তাদের চোখে হানা দেয়”- ক) ক্লান্ত দুঃস্বপ্ন 

খ) দীর্ঘ রহস্য 

গ) গভীর শব্দ 

ঘ) ধুলোর কলঙ্ক 

উঃ ক) ক্লান্ত দুঃস্বপ্ন

৭) “আর আগুন লাগে জলের অন্ধকারে—“

) আলোর স্তম্ভ 

) জল স্রোতে 

) ধূসর ফেনায় 

ঘ) উজ্জ্বল স্তব্ধতায় 

উঃ গ) ধূসর ফেনায়

৮) মহুয়া বনের ধারে আছে-

ক) কয়লা খনি 

) সমুদ্রের দীর্ঘশ্বাস 

) নিবিড় অন্ধকার

) ধুলোর কলঙ্ক 

উঃ ক)কয়লা খনি

৯) কবি মহুয়া বনের ধারে মাঝে মাঝে কি শোনেন?

ক) কয়লা খনির আওয়াজ 

খ) কারখানার আওয়াজ

গ) শ্রমিকের আওয়াজ

ঘ) বঙ্কিম বিশ্বাস 

উঃ ক) কয়লা খনির আওয়াজ

১০) কবির কামনার মহুয়ার দেশ আছে-

ক) খুব কাছে 

) অনেক অনেক দূরে, 

) দেবদারু দীর্ঘ রহস্যে 

ঘ) পথের ধারে 

উঃ খ) অনেক অনেক দূরে

মহুয়ার দেশ প্রশ্নোত্তর 2023

 

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর(saq)

১) “ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস” বলতে কবি কি বুঝিয়েছেন ?

উঃ কবি সমর সেন ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে, নাগরিক সভ্যতার অবসন্ন, ক্লান্তিকর একঘেঁয়েমি জীবনকে বুঝিয়েছেন। যা কবির কাছে শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে আসে। এর থেকে মুক্তি পেতেই কবি মহুয়ার দেশে যেতে চান।

২) “মাঝে মাঝে শুনি”- মাঝে মাঝে কি শোনেন ? অথবা “গভীর, বিশাল শব্দ- কিসের শব্দের কথা বলা হয়েছে ? 

উঃ কবি সমর সেন তার কামনার মহুয়ার বনের ধারেই, কয়লা খনির অবস্থান দেখেছেন। সেখানেই তিনি মাঝে মাঝে শোনেন, সেই কয়লা খনির বিশাল, গভীর শব্দ শুনেন।

৩) “অবসন্ন মানুষের শরীরে দেখি-“ মানুষের শরীর অবসন্ন কেন ?

উঃ মহুয়া বনের ধারে কয়লা খনির অবস্থান। সেখানে মানুষ সারারাত পরিশ্রম করছে। তাদের চোখ ঘুমহীন তাছাড়া নাগরিক সভ্যতার ক্লান্তিকর পরিস্থিতি, তাদের শরীরকে করে তুলেছে অবসন্ন।তাই কবি সমর সেন বলেছেন, মানুষের অবসন্ন শরীর।

৪) কবির কামনার মেঘ মদির মহুয়ার দেশটি কেমন ?

উঃ কবির কামনার মেঘ মদির মহুয়ার দেশ এক শান্ত স্নিগ্ধ স্বর্গময় দেশ, যেখানে সমস্তক্ষণ পথের দু ধার ছায়া ফেলে এবং দেবদারু দীর্ঘ রহস্য আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস বিচরণ করে

৫) “ঘুমহীন তাদের চোখে হানা দেয়”-  কাদের চোখে কি হানা দেয় ? (মহুয়ার দেশ প্রশ্নোত্তর 2023)

উঃ মহুয়ার দেশ শীর্ষক কবিতায় মহুয়া বনের ধারে অবস্থিত কয়লা খনির মানুষদের, অবসন্ন শরীরে ঘুমহীন চোখে ক্লান্তির এক দুঃস্বপ্ন হানা দেয়।

রচনাধর্মী প্রশ্নোত্তর মহুয়ার (দেশ প্রশ্নোত্তর 2023) 

১) “অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক”- এখানে কোন মানুষদের কথা বলা হয়েছে ? তারা অবসন্ন কেন ? “ধুলোর কলঙ্ক” বলতে কবি কি বুঝিয়েছেন ?

অথবা “ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কিসের ক্লান্ত দুঃখ”- কাদের কথা বলা হয়েছে ? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন ?(মহুয়ার দেশ প্রশ্নোত্তর 2023)

উঃ কবি সমর সেনের রচিত মহুয়ার দেশ শীর্ষক কবিতায় মহুয়ার বনের ধারে অবস্থিত কয়লা খনির শ্রমিক তথা মানুষদের কথা এখানে বলতে চেয়েছেন। যারা সারারাত কয়লা খনিতে কাজ করে চলেছে।

কবি কামনা করেছিলেন, মহুয়ার দেশে হয়তো প্রাকৃতিক সৌন্দর্যের এক পরম স্নিগ্ধ পরিবেশ অবস্থান করছে কিন্তু তার ধারণা বাস্তবে ম্লান হয়ে যায়। কারণ সেই মহুয়ার দেশেই, নাগরিক সভ্যতার আগ্রাসনে, প্রকৃতিতে লালিত মানুষের জীবন বিপর্যস্ত হয়েছে। তাদের পরম স্নিগ্ধ প্রাকৃতিক জীবন নষ্ট হয়ে গেছে। তারা এখন বর্তমানে সেই কয়লা খনির শ্রমিকে পরিণত হয়েছে। তারা সারারাত না ঘুমিয়ে কয়লা খনিতে পরিশ্রম করছে। তাই তাদের চোখ ঘুমহীন এবং ঘুমহীন থাকার কারণে শরীর ক্লান্তিতে অবসন্ন হয়ে পড়েছে।

ধুলোর কলঙ্ক বলতে কবি সমর সেন নাগরিক সভ্যতার দূষণ তথা অবসন্ন, অবসাদগ্রস্ত, একঘেঁয়েমি ক্লান্তিকর জীবনকেই বুঝিয়েছেন। মহুয়া বনের ধারে অবস্থিত কয়লা খনিতে শ্রমিকেরা তথা মানুষেরা সারা রাত কাজ করার ফলে, তাদের শরীর ধূলিমলিন হয়ে গেছে অর্থাৎ তারা যে প্রাকৃতিক পরিবেশে লালিত পালিত হয়েছিল, তাদের সেই জীবন এখন বিনষ্ট হয়ে গেছে। তাদের জীবন এখন কয়লা খনির আওয়াজে পরিব্যপ্ত হয়েছে। এই অবস্থাকেই কবি ধুলোর কলঙ্কবলেছেন।

২) “আমার ক্লান্তির উপরে ঝড়ুক মহুয়া ফুল”- কবি কেন মহুয়া ফুলের কামনা করেছেন ? কবির কামনা কি বাস্তবে পূর্ণ হয়েছিল ?

অথবা- “নামুক মহুয়ার গন্ধ”- “মহুয়ার গন্ধ” বলতে কবি কি বুঝিয়েছেন ? তিনি কেন এমন কামনা করেছেন ?

অথবা “মহুয়ার দেশ” কবিতাটির সারবস্তু সংক্ষেপে লেখ।   (মহুয়ার দেশ প্রশ্নোত্তর 2023)

উঃ কবি সমর সেন তার মহুয়ার দেশ শীর্ষক কবিতায় নাগরিক জীবনের যন্ত্রণাক্লিষ্ট একঘেঁয়েমি, অবসন্ন জীবন থেকে মুক্তি পাওয়ার দুর্নিবার আকাঙ্ক্ষা দেখা যায়। এই অবসাদগ্রস্ত, যন্ত্রণাময় জীবন থেকে কবি মুক্তি পেতে কামনা মদির এমন এক দেশকে খুঁজেছেন, যেখানে স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশে পরম শান্তি পেতে পারেন। সেই কামনা নদীর দেশ হলো মহুয়ার দেশ।

কবি সমর সেন তার ক্লান্তিকর, অবসন্ন, একঘেঁয়েমি নাগরিক সভ্যতার জীবন থেকে সেই স্বপ্নময়তার মহুয়ার দেশে যেতে চান অর্থাৎ প্রাকৃতিক স্নিগ্ধতার ছোঁয়া পেতে চান। তাই আমরা কবিতাটির শুরুতেই দেখতে পাই এক উজ্জ্বল প্রাকৃতিক স্নিগ্ধতার ছবি। কবি মনের নাগরিক জীবন থেকে পালিয়ে আসার এক মুক্তি আনন্দের বার্তা বহন করেছে। তিনি দেখতে পান, সন্ধ্যার জলস্রোতে সূর্য যেন সমুদ্রে উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দিয়েছে। কিন্তু এইসব কিছুর পরেও কবি তার অবসন্নকে দূর করতে পারছেন না। কারণ-

 ধোঁয়ার বঙ্কিম বিশ্বাস ঘুরে ফিরে ঘরে আছে

  শীতের দুঃস্বপ্নের মত

এইজন্য হয়তো কবির কামনা মদির মহুয়ার দেশ অনেক অনেক দূরে অবস্থান করছে। তাই কবি তার দৈনন্দিন নাগরিক সভ্যতার বাস্তবতা, ক্লান্তিকর পরিবেশ থেকে পালিয়ে মহুয়ার দেশে যেতে চেয়েছেন। তিনি কামনা করেছেন, যেন তার সমস্ত ক্লান্তি, অবসাদ- এর উপর মহুয়ার ফুল ঝরে পড়ে।

কিন্তু কবির এই কামনা বাস্তবে পূর্ণ হয় না। কারণ তিনি দেখতে পান, সেই মহুয়া বনের ধারেই, বিশাল গভীর কয়লা খনির শব্দ এবং সেখানে মানুষেরা সারারাত ঘুম হীন চোখে, ক্লান্ত শরীরে কাজ করে চলেছে। তাদের শরীর অবসন্ন, অবসাদে পরিপূর্ণ। তাই কবি বলেছেন- 

                          “ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কিসের ক্লান্ত দুঃস্বপ্ন

you may like it-

https://bn.wikipedia.org/wiki/%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%B0_%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8

 

মহুয়ার দেশ প্রশ্নোত্তর 2023 মহুয়ার দেশ প্রশ্নোত্তর 2023 মহুয়ার দেশ প্রশ্নোত্তর 2023 মহুয়ার দেশ প্রশ্নোত্তর 2023 মহুয়ার দেশ প্রশ্নোত্তর 2023 মহুয়ার দেশ প্রশ্নোত্তর 2023 মহুয়ার দেশ প্রশ্নোত্তর 2023 মহুয়ার দেশ প্রশ্নোত্তর 2023 মহুয়ার দেশ প্রশ্নোত্তর 2023 মহুয়ার দেশ প্রশ্নোত্তর 2023 মহুয়ার দেশ প্রশ্নোত্তর 2023 মহুয়ার দেশ প্রশ্নোত্তর 2023 মহুয়ার দেশ প্রশ্নোত্তর 2023 মহুয়ার দেশ প্রশ্নোত্তর 2023 মহুয়ার দেশ প্রশ্নোত্তর 2023 মহুয়ার দেশ প্রশ্নোত্তর 2023 মহুয়ার দেশ প্রশ্নোত্তর 2023 মহুয়ার দেশ প্রশ্নোত্তর 2023 মহুয়ার দেশ প্রশ্নোত্তর 2023 মহুয়ার দেশ প্রশ্নোত্তর 2023 মহুয়ার দেশ প্রশ্নোত্তর 2023 মহুয়ার দেশ প্রশ্নোত্তর 2023

 

Ratan Das

Learn More