চন্দ্রযান-৩ ভারতের সাফল্য: প্রবন্ধ রচনা

চন্দ্রযান-৩ ভারতের সাফল্য- প্রবন্ধ রচনা -মাধ্যমিকের West Bengal board of secondary education বাংলা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ অংশ হল প্রবন্ধ রচনা এই অংশে চন্দ্রযান-৩ ভারতের সাফল্য নিয়ে একটি প্রবন্ধ রচনা দেওয়া হলমাধ্যমিকে প্রবন্ধ রচনা ১০ নম্বর থাকে। শিক্ষার্থীরা সঠিকভাবে তথ্য সংগ্রহ করে এবং উপযুক্ত শব্দ, বাক্য প্রয়োগ করে ভালো করে লিখতে পারলে, ফুল মার্কস পাওয়া যায় প্রবন্ধ রচনা ফুল মার্কস পেতে গেলে বেশ কিছু বিষয়গুলোকে গুরুত্ব দিতে হয় যেমন:-

  1. হাতের লেখাটা যতটা সম্ভব সুন্দর করে তুলতে হবে।
  2. কোন রকম কাটাকাটি বা হিজিবিজি করে লেখা চলবে না। 
  3. যদি পয়েন্ট করে লেখ, তাহলে পয়েন্টগুলোকে সুন্দর করে লিখে নিচে আন্ডারলাইন করে হাইলাইট করে দেবে
  4. প্রবন্ধ রচনা যেন তথ্যবহুল হয় অর্থাৎ তুমি যে প্রবন্ধটি লিখবে সেটি যেন তোমার জানা তথ্য কিছু থাকে
  5. প্রবন্ধের ভূমিকা এবং উপসংহারটা যতটা সম্ভব নিজের ভাষায় নিজের বক্তব্য লেখার চেষ্টা করবে অবশ্যই এই অংশগুলি চার থেকে পাঁচ লাইনে বেশি লিখবে না
  6. যে পয়েন্ট তুলে তুমি লিখবে, সেগুলি যেন খুব বেশি বড় না হয়

        উপরের অংশগুলি সঠিকভাবে অনুসরণ করে তোমার প্রবন্ধ রচনা লেখা অভ্যাস করতে থাকলে অবশ্যই ফুল মার্কস পাবে বিষয়গুলোকে একটু নজরে রেখে তোমার প্রস্তুতি চালিয়ে যাও। মাধ্যমিকে সাধারণত যে যে বিষয়গুলোর উপর রচনা হয় সেগুলি হল

  • আধুনিক বিজ্ঞান সংক্রান্ত
  • পরিবেশ সংক্রান্ত ও ছাত্র ছাত্রী সংক্রান্ত
  • সম্প্রতিক ঘটনা সংক্রান্ত
  • এবং অন্যান্য বিষয় সংক্রান্ত

যে সমস্ত মাধ্যমিকের ছাত্রছাত্রীরা প্রবন্ধ রচনা খুব সহজ ভাষায় সুন্দর উপযুক্ত পয়েন্ট ভিত্তিক রচনা চাইছো- তারা qbangla.com এই সাইটটিকে অনুসরণ কর এখানে চন্দ্রযান৩ অভিযান নিয়ে একটি প্রবন্ধ রচনা দেওয়া হয়েছে এই প্রবন্ধ রচনা যে সমস্ত শিরোনাম হয় তা হলো

  •  সাম্প্রতিক চন্দ্র অভিযানে ভারতের সাফল্য
  •  চন্দ্র অভিযান- ৩ 
  • চন্দ্র অভিযানে ভারতের ভূমিকা  
  • চন্দ্রযান-৩ ভারতের সাফল্য
 চন্দ্রযান-৩ ভারতের সাফল্য
চন্দ্রযান-৩ ভারতের সাফল্য

♦ চন্দ্রযান-৩ ভারতের সাফল্য♦

ভূমিকা:

ভারত এক নতুন যুগের সূচনা করেছে। সাম্প্রতিক চন্দ্রযান-৩ ভারতের  সাফল্য গোটা বিশ্বের নজর কেড়েছে গোটা বিশ্বের কাছে ভারত এখন এক নতুন দিশা দেখিয়েছে ভারতের মহাকাশ গবেষণায় ইসরোর অবদান সত্যই অনস্বীকার্য চন্দ্র অভিযানে ভারতের সাফল্য গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। ভারত একমাত্র দেশ যে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছাতে পেরেছে। চন্দ্রযান-৩ ভারতের সাফল্য ফলে গোটা বিশ্বের কাছে চাঁদের দক্ষিণ মেরুর যে এক নতুন গবেষণা স্থান পাওয়া গেল তার একমাত্র অবদান আমাদের দেশ ভারত।

পূর্ব ইতিহাস:

 তবে ভারতের এমন সাফল্য হঠাৎ করেই আসেনি। এর পিছনে অনেক ব্যর্থতা আছে। আমরা জানি সাফল্যের উচ্চতায় পৌঁছাতে গেলে ব্যর্থতার সিঁড়িগুলো পার হতে হয়। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সেই ব্যর্থতার সিঁড়ি পার হয়ে অবশেষে সাফল্যের শিখরে পৌঁছেছেবিক্রম সারাভাইএর অনুরোধে তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরু ভারতীয় গবেষণা কেন্দ্রের জন্য ১৯৬২ সালে ইনকোসপার প্রতিষ্ঠা করেন পরিবর্তীকালে এই সংস্থাই ১৯৬৯ সালে ইসরো গঠিত হয়। যার বর্তমান চেয়ারম্যান এস. সোমনাথভারতের গবেষণা সংস্থার দ্বারা প্রথম চন্দ্র অভিযান শুরু হয় ২০০৮ সালে। প্রায় এক বছর এই অভিযান চলেছিল। চন্দ্রযান১ চন্দ্রপৃষ্ঠের যেখানে আঘাত করেছিল তার নাম জহর পয়েন্ট

চন্দ্রযান২ ব্যর্থতা

 এরপর শুরু হয় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন ভাবে যাত্রা। ২০১৯ এর ২২ শে জুলাই চন্দ্রযান২ যাত্রা শুরু করে এক রাস স্বপ্ন নিয়ে কিন্তু চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের পূর্বেই লন্ডার বিক্রম যোগাযোগ বিচ্ছিন্ন হয়। ফলতো চন্দ্রযান২ চরমভাবে ব্যর্থ হয়। সেই সঙ্গে ১৩০ কোটি ভারতবাসীর স্বপ্ন চুরমার হয়ে যায় তৎকালীন ইসরোর সংস্থার চেয়ারম্যান কে. সিভান এই ব্যর্থতায় কেঁদে ফেলেন। প্রধানমন্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে আবার নতুন উদ্যোগে চন্দ্র অভিযানের স্বপ্ন দেখান

চন্দ্রযান৩ পরিকল্পনা:  

চন্দ্রযান-২ এর ব্যর্থতা ঝেড়ে ফেলে ভারত আবার নতুন করে চন্দ্র অভিযান শুরু করে নতুন উদ্যোগে নতুন ভাবে চন্দ্র অভিযান পরিকল্পনা করা হয় ভারতবর্ষের আশাআকাঙ্ক্ষার স্বপ্ন পূরণ নিয়ে তৈরি হয় চন্দ্রযান-৩ ভারতের সাফল্য । এর আগে চন্দ্রযান এর অরবিটার চাঁদের কক্ষপথে সফলভাবে স্থাপন করলেও ল্যান্ডারের সফট ল্যান্ডিংয়ের চরমভাবে ব্যর্থ হয়এই ব্যর্থতার পরেই যাতে সফট ল্যান্ডিং করে সেই জন্য চন্দ্রপৃষ্ঠে অবতরণের জন্য ইসরো চন্দ্রযান-৩ ভারতের সাফল্য আরও একটি অভিযানের কর্মসূচি শুরু করেপ্রায় ৬১৫ কোটি টাকা ব্যয়ে এই অভিযানের পরিকল্পনা করা হয়

চন্দ্রযান৩ যাত্রা শুরু:  

 অবশেষে ১৪ ই জুলাই ২০২৩ চন্দ্রযান-৩  কে শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। চন্দ্রযান৩ সফট ল্যান্ডিংয়ের জন্য বিক্রম এবং রোভার প্রজ্ঞান ভারতবাসী স্বপ্ন নিয়ে চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশ্যে রওনা দেয় ভারতই প্রথম দেশ যে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে চন্দ্র অভিযান শুরু করেছে।

চন্দ্রপৃষ্ঠে অবতরণ:  

প্রায় দীর্ঘ এক মাস নয় দিন মহাকাশ যাত্রার পর ২৩ শে আগস্ট ২০২৩ সন্ধ্যা ছটা নাগাদ লেন্ডার বিক্রম সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করে বিক্রম ল্যান্ডিং করার সঙ্গে সঙ্গে গোটা ভারতবর্ষে উৎসবের আমেজ শুরু হয় সারা বিশ্ব থেকে শুভেচ্ছা বার্তা আসতে থাকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন মুখ্যমন্ত্রী সহ সকলেই অনেক শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেনভারত পৃথিবীর চতুর্থ দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অভিযান করল এর আগে রাশিয়া আমেরিকা এবং চীন চন্দ্র অভিযানের সফল হয়েছে | তাই চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের অভিযান এক নতুন দিগন্ত খুলে দিল -এ কথা বলা যায়। ১৪০ কোটি ভারতবর্ষের স্বপ্ন পূরণ করে  চন্দ্রযান-৩ ভারতের সাফল্য লেন্ডার বিক্রম

চন্দ্র অভিযানে ভারতের সাফল্য

চন্দ্রযান-৩ ভারতের সাফল্য – চন্দ্র অভিযানে ভারতের সাফল্য বিশ্বে ভারতের যে মহাকাশ গবেষণার এক নতুন রাস্তা তৈরি করল তা হলফ করে বলা যায় ভারতই একমাত্র দেশ যা চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্র অভিযানের সফল হয়েছে এবং বিশ্বের চতুর্থতম দেশ হিসেবে ভারত এই অভিযান সফল্য লাভ করেছে এই অভিযানে ইসরোর সংস্থার চেয়ারম্যান এস. সোমনাথ অত্যন্ত উচ্চশিত হয়েছেন গোটা ভারতবাসী খুশির আমেজে মেতে উঠেছে গোটা বিশ্বের কাছে ভারতের এক নতুন পরিচয় প্রতিষ্ঠিত হল

অবদান:

চন্দ্রযান-৩ ভারতের সাফল্য  ইসরোর অবদান অনস্বীকার্য এই অভিযানের ফলে চাঁদের দক্ষিণ মেরুর বিভিন্ন অংশের গবেষণা ও নতুন তথ্য উঠে আসবে যা এর আগে কোন দেশ পারেনি তাই চাঁদের দক্ষিণ মেরুতে গবেষণা চালানোর জন্য  প্রজ্ঞান যে বিভিন্ন তথ্য ইসরোর হাতে পাঠাবে তা পৃথিবীর কাছে এক নতুন দিগন্ত খুলে যাবে

পরিশেষ

মহাকাশ গবেষণায় চন্দ্রযান-৩ ভারতের সাফল্য যে এক নতুন যুগের সূচনা করেছে- তা সত্যিই ভারতবর্ষের কাছে আজ গর্বের বিষয় নানান ব্যর্থতা ঝেড়ে ফেলে ভারতের চন্দ্র অভিযানের এই সাফল্য গোটা বিশ্বের নজর কেড়েছে। ভবিষ্যতে এই অভিযান থেকে নতুন নতুন তথ্য যে উঠে আসবে তা পৃথিবীবাসীকে অনেক উপকৃত করে তুলবে। এর ফলে ভারতের মহাকাশ গবেষণা আরও শক্তিশালী হবে তা বলার অপেক্ষা রাখে না।

 

                 ধন্যবাদ যে সমস্ত শিক্ষার্থী এতক্ষণ ধরে  চন্দ্রযান-৩ ভারতের সাফল্য এই পোস্টটি পড়লে আশা করছি তোমাদের চন্দ্রযান-৩ ভারতের সাফল্য    ভালো লেগেছে চন্দ্রযান-৩ ভারতের সাফল্য  তোমাদের খুব সহজ ভাষায় সুন্দর করে লেখা আছে যাতে তোমাদের উপকারে লাগে

দশম শ্রেণীর বাংলা প্রবন্ধ রচনা সাজেশন। চন্দ্রযান-৩ ভারতের সাফল্য Madhyamik Bangla suggestion 2024 চন্দ্রযান-৩ ভারতের সাফল্য। দশম শ্রেণি বাংলা প্রবন্ধ রচনা।চন্দ্রযান-৩ ভারতের সাফল্য। মাধ্যমিক প্রবন্ধ রচনা সাজেশন।চন্দ্রযান-৩ ভারতের সাফল্য। মাধ্যমিক প্রবন্ধ রচনা।। দশম শ্রেণি বাংলা ।। বাংলা প্রশ্ন উত্তর| চন্দ্রযান-৩ ভারতের সাফল্য.চন্দ্রযান-৩ ভারতের সাফল্য

 

Leave a Comment