> চারন কবি কবিতার mcq প্রশ্ন উত্তর Class 11 Bengali New Syllabus 

চারন কবি কবিতার mcq প্রশ্ন উত্তর Class 11 Bengali New Syllabus 

চারন কবি কবিতা mcq  প্রশ্ন উত্তর Class 11 New Syllabus Bengaliইতিমধ্যেই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সেমিস্টার সিস্টেম চালু হয়ে গেছে নম্বর বিভাজন পর্ষদ প্রকাশ করে দিয়েছে। এমনকি বাংলা বিষয়ের কোন কোন পাঠ্য গল্প কবিতা আছে সেগুলো প্রকাশ করে দেয়া হয়েছে। ভারতীয় একটি কবিতা পাঠ্য আছে। সেটি হল চারণ কবি | কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন কবি শঙ্খ ঘোষ। একাদশ শ্রেণীতে দুটি সেমিস্টার হবে প্রথম সেমিস্টারে শুধুমাত্র mcq যা omr sheet পরীক্ষা হবে দ্বিতীয় সেমিস্টারে বড় প্রশ্ন পরীক্ষা হবে

শ্রেণী একাদশ
কবিতার নাম চারন কবি
সেমিস্টার 1
বাংলায় অনুবাদ শঙ্খ ঘোষ

 চারন কবি কবিতার বিষয়বস্তু

শাসক দল বা রাষ্ট্রশক্তি চিরকাল কবির শিল্পী সত্তাকে ভয় করে এসেছে কারণ কবি কল্পনা শক্তির বিলাসী হন কবিরা সেই কল্পনা শক্তির মাধ্যমে জনগণকে শাসক দলের অরাজকতাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন এবং জনমত গঠনে যথেষ্ট সচেষ্ট হন সেজন্য শাসক দল বা রাষ্ট্রশক্তি কবির কণ্ঠকে বারবার ফাঁসি লাগিয়ে রোধ করার চেষ্টা করে কিন্তু তা সত্ত্বেও কবির সুর জনগণের মধ্যে ধ্বনিত হতে থাকে। আসলে শাসক দল বা রাষ্ট্রশক্তি জনগণকে শাসন করতে চায় জনগণকে নিজেদের গোলাম করতে চাই। তাই তারা বিরূপ শক্তিকে ভয় পায় যারা মানব শক্তিকে জাগ্রত করতে চায়, তাদের তারা ভয় পায় তাদেরকে তারা বন্দী করতে চায় তাদের গলায় ফাঁস লাগাতে চাই।

তাই নিয়ম-কানুন যখন সব লোপাট হয়ে যায় সময়ের কালো মেঘগুলো অর্থাৎ অত্যাচার, অনাচার বেআইনি কাজকর্ম যখন মানুষের গলায় ফাঁস লাগায় বিনা রক্তপাতে মানুষকে যখন মৃত্যুর মুখে ঠেলে দেয় তখন জাগ্রত হয় কবির লিপির স্বরঘূর্ণিপাকে বিদ্যুৎ বাজে পরিণত হয় ঝিরঝির বৃষ্টিপাতও একসময় প্রবল ঝড়ে পরিণত হয় মায়ের বেদনার অশ্রু নিয়ে জেলের গরাদ থেকে বেরিয়ে আসে কবির প্রতিবাদের সুর যখনই শাসকদলের বিরুদ্ধে কবি লেখনি ধরেন তখনই শাসকদল কবিকে বন্দী করতে চায়

কবিকে ভয় পায় কিন্তু তা সত্ত্বেও কবি জেলের ভেতর থেকেও প্রতিবাদের সুর বইয়ে দেন। জিভে যখন কাঁপন লাগে, তার ভাষাকে বাতাসে মুক্ত করতে চায়, গান তখন হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র আর তখনই শাসক দল বা রাষ্ট্রশক্তি তাকে কয়েদ করতে চায় তার গলায় আরো ফাঁস লাগাতে চায় কিন্তু কবি সেই ফাসুরেকে ঝুলিয়ে রেখেই কবিতার মাধ্যমে নিজের প্রতিবাদের ভাষা বক্তব্য লিখে চলেন

চারন কবি  কবিতার মূলভাব

তেলেঙ্গানার কবি ভারভারা রাও বহুবার কয়েদ বাস করেছেন তার ওপর রাষ্ট্রদ্রোহীতার আরোপও ছিল রাষ্ট্রশক্তির বিরুদ্ধে তিনি বারবার গর্জে উঠেছেন যদিও তার কবিতায় কোথাও বিদ্রোহী সুর পাওয়া যায় না তিনি তার কবিতার মাধ্যমে বিদ্রোহের কথা জনগণের কথা প্রকাশ করেছেন শাসক দল বা রাষ্ট্রশক্তি বহুবার তার কন্ঠকে রোধ করার চেষ্টা করেছে তার কন্ঠকে ফাঁস লাগানোর চেষ্টা করেছে। কিন্তু তিনি নীরব থাকেননি জেলের মধ্যে থেকেও তার লেখনি মাধ্যমে সমস্ত অন্যায় প্রতিবাদ তুলে ধরেন

চরম কবি নামক এই কবিতাতেও কবির সেই মনোভাব প্রকাশ পেয়েছে কবিতায় রাষ্ট্রশক্তি কবির সুরকে অর্থাৎ লিপিকার স্বরকে ফাঁস লাগিয়ে কণ্ঠ রোধ করতে চেয়েছে। অন্যায়কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। সরকার বা রাষ্ট্রশক্তি বা শাসক দল বিনা রক্তপাতে বিনা অশ্রুপাতে মানুষকে কিভাবে মৃত্যুর মুখে ঠেলে দেয় তা কবিতার মাধ্যমে জনগণকে জানাতে চেয়েছেন

চারন কবি কবিতার mcq প্রশ্ন উত্তর Class 11 Bengali New Syllabus

1.“নিয়মকানুন যখন সব———-”

  1. হারিয়ে গেছে
  2. লোপাট
  3. অন্যায়
  4. অত্যাচার    ans-লোপাট

2.“আর সময়ের ঢেউ-তোলা——— দল

  1. সাদা মেঘের 
  2. কালো মেঘের 
  3. ঝড় তোলা
  4. বৃষ্টিপাত    ans-কালো মেঘের  

3.“ফাঁস লাগাচ্ছে গলায়”- কারা গলায় ফাঁস লাগাচ্ছে?

  1. কালো মেঘের দল
  2. বৃষ্টিপাত
  3. বজ্রপাত
  4. অত্যাচার      ans- কালো মেঘের দল

4.চুইয়ে পড়ছে না কোনো”- কি চুইয়ে পড়ছে না?

  1. বৃষ্টি
  2. ঝড়
  3. রক্ত
  4. আগুন      ans- রক্ত

5.“ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে—” ঘূর্ণিপাকে কি হয়ে উঠছে?

  1. পাখি
  2. মেঘ
  3. বৃষ্টি
  4. বাজ   ans-বাজ

6.চারণ কবি কবিতাটির কবি কে?

  1. শঙ্খ ঘোষ
  2. ভারভারা রাও
  3. মুকুন্দরাম
  4. রবীন্দ্রনাথ      ans- ভারভারা রাও

7.ঝিরঝিরে বৃষ্টিও কি হয়ে উঠছে?

  1. বিশাল ঝড়
  2. মেঘ
  3. প্রলয় ঝড়
  4. ঝড় বৃষ্টি     ans- প্রলয় ঝড়

8.“জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে” জেলের গরাদ থেকে কি বেরিয়ে আসছে?

  1. কান্নার সুর
  2. বেদনার সুর
  3. রক্তপাত
  4. লিপিকার স্বর    ans-লিপিকার স্বর

9.“বাতাসকে মুক্ত করে দেয়”  বাতাসকে কি মুক্ত করে দেয়?

  1. গান
  2. প্রতিবাদ
  3. অন্যায়
  4. সুর    ans-সুর

10.“যখন কাঁপন লাগে”- কোথায় কাঁপন লাগে?

  1. শরীরে
  2. মাথায়
  3. মুখে
  4. জিভে।     ans- জিভে

11.“গান যখন হয়ে ওঠে”- গান কি হয়ে ওঠে?

  1. প্রতিবাদী সুর
  2. আনন্দের সুর
  3. গর্জনের সুর
  4. যুদ্ধেরই শস্ত্র      ans-যুদ্ধেরই শস্ত্র

12.“কবিকে তখন ভয় পায়” কবিকে কারা ভয় পায়?  

  1. ওরা
  2. লোকজন
  3. সমাজের লোক
  4. মানুষজন   ans- ওরা

13.“কয়েদ করে তাকে,”-  কাকে কয়েদ করে?

  1. অপরাধীকে
  2. নিরাপদেকে
  3. কবিকে
  4. মানুষকে   ans-কবিকে

14.“গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয়”- গর্দানে শক্ত করে কি জড়িয়ে দেয় ?

  1. দড়ি
  2. লোহার রড
  3. শিকল
  4. ফাঁস   ans- ফাঁস 

15.চারণ কবি কবিতাটির অনুবাদ করেছেন কে ?

  1. শঙ্খ ঘোষ
  2. নীরেন্দ্রনাথ চক্রবর্তী
  3. শক্তি চট্টোপাধ্যায়
  4. মুকুন্দরাম   ans-শঙ্খ ঘোষ

16. “কবি তাঁর সুর নিয়ে শ্বাস ফেলছেন”- কোথায়?

  1. সমাজের মাঝে
  2. মানুষের মাঝে
  3. লোকজনের মাঝে
  4. জনতার মাঝখানে    ans- জনতার মাঝখানে

17.কাকে স্পর্ধা জানাচ্ছে?

  1. মানুষকে
  2. মৃত্যুকে
  3. শাসককে
  4. লোককে    ans- মৃত্যুকে

18.“ভারসাম্য রাখবার জন্য / মিলিয়ে যাচ্ছে” কোথায় মিলিয়ে যাচ্ছে?

  1. মাটিতে
  2. আকাশে
  3. জনসভায়
  4. লোকজনের মাঝে     ans-মাটিতে

19.“ফাঁস লাগাচ্ছে গলায়”- কারা ফাঁস লাগাচ্ছে ?

  1. অপরাধীরা
  2. অন্যায়কারীরা
  3. শাসক দল
  4. মানুষজন   ans-শাসক দল

mcq উত্তর করার কৌশল tricks for MCQ question solve

  • চারণ কবি কবিতাটি বারবার রিডিং করতে হবে কারণ লাইনগুলো ভালোভাবে মনে থাকলে এমসিকিউ সহজে করা যায়
  • লাইনগুলো পর পর মনে রাখতে হবে
  • কবিতাটির ভাববস্তু সহজে বুঝে নিতে হবে
  • কোন মুখস্ত বা নোটবুক এর প্রয়োজন নেই।
  • কবিতাটির অন্তর্নিহিত তাৎপর্য বুঝে নেবে
  • কবিতাটির শব্দার্থগুলির অর্থ জেনে নেবে

 পরামর্শ tricks for good result

চারণ কবি কবিতাটি 2024 সাল থেকেই একাদশ শ্রেণীতে প্রথম সেমিস্টারে পাঠ্য হিসেবে গৃহীত হয়েছে এই কবিতাটি একটি ভারতীয় কবিতা কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন কবি শঙ্খ ঘোষ প্রথম সেমিস্টারের শুধুমাত্র mcq ধরনের প্রশ্নের উত্তর করতে হবে সেটি হবে omr sheet পরীক্ষা এখান থেকে শুধুমাত্র এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে তাই বড় বড় নোটবুক বা সহায়িকা বই প্রয়োজন পড়বে না কবিতাটি ভালোভাবে রিডিং করে বিষয়বস্তু অনুধাবন করতে পারলে সহজেই এমসিকিউ উত্তর করতে পারবে।

তাই এক্ষেত্রে ছাত্রছাত্রীদের কোন ঝামেলা বা অতিরিক্ত কোন চাপ নিতে হবে না শুধুমাত্র কবিতাটি রিডিং করলেই চলবে। সেই সঙ্গে আন্তর্জাতিক একটি গল্প আছে বিকল্প হিসেবে অর্থাৎ একটি কবিতা , একটি গল্প তোমাদের যেকোনো একটির উত্তর করতে হবে। অর্থাৎ প্রশ্ন বিকল্প থাকবে তোমরা চাইলে শুধুমাত্র আন্তর্জাতিক গল্পটি পড়তে পারো অথবা ভারতীয় কবিতাটাও শুধুমাত্র করতে পারো

Class 11 1st sem 2024 tips 

  1. আর্টস, কমার্স বা সাইন্স যেকোনো বিষয়েই ফার্স্ট সেমিস্টারে কোন সহায়িকা বই বা নোটবুক প্রয়োজন নেই যেহেতু পরীক্ষা mcq হবে শুধুমাত্র গল্প কবিতা প্রবন্ধ গুলি রিডিং পড়ে বিষয়বস্তু বুঝে নিতে হবে এবং লাইনগুলি পরপর মনে রাখতে হবে
  2. একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারে কোন কোচিং বা প্রাইভেট টিউশন নেওয়ারও প্রয়োজন নেই যেহেতু এমসিকিউ তাই তোমরা নিজেরাই এর উত্তর করতে পারবে। তাছাড়া গল্প কবিতা গুলি রিডিং পড়লে তোমরা এমনি এমসিকিউ করতে পারবে। এমসিকিউ করার জন্য কোন সাজেশন বই বা কোচিং প্রয়োজন নেই।
  3. পাঠ্য বিষয়বস্তুগুলো শুধুমাত্র রিডিং পড়তে হবে কোন মুখস্ত বা প্রশ্ন উত্তর করার কোন প্রয়োজন নেই কারণ mcq এর জন্য কোন রকম সাজেশন হয় না ভালো রেজাল্ট করতে গেলে প্রচুর পরিমাণে রিডিং পড়ো অভ্যাস কর

Leave a Comment

Discover more from Qবাংলা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading