> বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর | পঞ্চতন্ত্র | class 11 Bengali  » Qবাংলা

বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর | পঞ্চতন্ত্র | class 11 Bengali 

ইতিমধ্যেই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সেমিস্টার সিস্টেম চালু হয়ে গেছে নম্বর বিভাজন পর্ষদ প্রকাশ করে দিয়েছে। এমনকি বাংলা বিষয়ের কোন কোন পাঠ্য গল্প কবিতা আছে সেগুলো প্রকাশ করে দেয়া হয়েছে। একাদশ শ্রেণীতে দুটি সেমিস্টার পরীক্ষা দিতে হবে প্রথম সেমিস্টার হবে সম্পূর্ণ mcq এবং omr sheet দ্বিতীয় সেমিস্টারে দিতে হবে 40 নম্বরের বড় প্রশ্নের উত্তর  একাদশ শ্রেণির 2nd সেমিস্টারে একটি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পাঠ্য আছে। গ্রন্থটির নাম সৈয়দ মুজতবা আলীর রচিত পঞ্চতন্ত্র এই গ্রন্থের মোট চারটি প্রবন্ধ পাঠ্য আছে। এই চারটি প্রবন্ধ থেকে সম্পূর্ণ mcq প্রশ্নের উত্তর করতে হবে। কোন বড় প্রশ্নের উত্তর করতে হবে না।বই কেনা প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর class 11 Bengali 

পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ একাদশ শ্রেণী । Class 11 Bengali new syllabus

2024 সাল থেকেই একাদশ শ্রেণীতে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে ।class 11 Bengali 2nd semester সেই অনুযায়ী পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের পাঠ্য বিষয় প্রকাশ করা হয়েছে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারে (semester-i) পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসেবে সৈয়দ মুস্তাফা আলীর পঞ্চতন্ত্র গ্রন্থটি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে এই গ্রন্থের মোট চারটি প্রবন্ধ পাঠ্যসূচি হিসেবে আছে।

পঞ্চতন্ত্র সংক্ষিপ্ত পরিচয় class 11 Bengali 

সৈয়দ মুজতবা আলীর পঞ্চতন্ত্র গ্রন্থটি ১৯৫২ সালে প্রকাশিত হয় এই গ্রন্থের অধিকাংশ প্রবন্ধগুলি বসুমতিদেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই গ্রন্থটি দুটি পর্বে বিভক্ত প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আছে ৩৫টি প্রবন্ধ এবং দ্বিতীয় পর্বে আছে ৩৪টি প্রবন্ধ। একাদশ শ্রেণীতে পঞ্চতন্ত্রের প্রথম পর্বের অন্তর্গত মোট চারটি প্রবন্ধ পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছেএই চারটি প্রবন্ধ হল 

  1. “বই কেনা”  
  2. “আজব শহর কলকেতা”  
  3. “পঁচিশে বৈশাখ”  
  4. “আড্ডা”

বই কেনা প্রবন্ধের উৎস

Class 11 Bengali new syllabus একাদশ শ্রেণির বাংলা বিষয়ে নতুন সিলেবাসে সৈয়দ মুস্তাফা আলীর রচিত পঞ্চতন্ত্রের প্রথম পর্বের চারটি প্রবন্ধ পাঠ্য পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে তার মধ্যে একটি পাঠ্য প্রবন্ধ হল বই কেনা”। এই প্রবন্ধটি পঞ্চতন্ত্র গ্রন্থের অন্তর্গত প্রথম পর্ব থেকে গৃহীত হয়েছে

বই কেনা প্রবন্ধের বিষয়বস্তু

বই কেনা প্রবন্ধটি পঞ্চতন্ত্রের প্রথম পর্বের অন্তর্গত এই প্রবন্ধটিতে সৈয়দ মুস্তাফা আলী বাঙালি জাতিকে বই কেনার বিষয়ে জোর দিয়েছেন এবং সেখানে তিনি বহু বিষয় উদাহরণ হিসেবে টেনে এনেছেন। বাঙালি জাতি অন্যান্য বিষয়ে পয়সা খরচ করতে কোনরূপ দ্বিধাবোধ করে না কিন্তু বই কেনার ক্ষেত্রে বাঙালি জাতি সর্বদাই কার্পণ্যবোধ করে এই বিষয়ে সৈয়দ মুজতবা আলী বই কেন প্রবন্ধটি রচনা করেছেন প্রবন্ধে মাছি মারার প্রসঙ্গ দিয়ে শুরু হয়েছে আর রাজার মৃত্যুর মধ্যে দিয়ে এই প্রবন্ধটি শেষ হয়েছে মাছিকে যে দিক দিয়েই ধরার চেষ্টা করা হোক না কেন, মাছি ঠিক ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে চলে যায় এর কারণ নাকি মাছির মাথায় গাধা গাধা চোখ আছে যার কারণে মাছে সারা পৃথিবী চারিদিক দিয়ে দেখতে পায় এই প্রসঙ্গে জ্ঞানী আনাতোল ফ্রাঁন্স দুঃখ করে বলেছেন তার মাথায় যদি এরকম হাজার হাজার চোখ থাকে তাহলে তিনি পৃথিবীকে মন ভরে দেখতে পারেন

তবে এ বিষয়ে তিনি একটি সমাধান করেছেন সেটি হল তার মনের চোখ একটা নয় অনেক যা দিয়ে তিনি জ্ঞান-বিজ্ঞান সঞ্চার করতে পারেন গোটা পৃথিবীকে দেখতে পারেন। পৃথিবীর অন্যান্য সভ্য জাতিরা এই ভাবেই বই পড়ে নিজের জ্ঞান বিস্তার করে চোখ বাড়াতে থাকে কিন্তু আমরা বাঙালি জাতিরা নিজেদেরকে সংকীর্ণ করে ফেলছি। বই পড়া থেকে দূরে সরে যাচ্ছে। এইরূপ চোখ বাড়ানোর পন্থা কি? সেটা হল বই পড়া আর বই কেনার প্রবৃত্তি যেটা বাঙালিরা ক্রমশ হারিয়ে ফেলছে রুটি মদ ফুরিয়ে যাবে প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে কিন্তু বই চিরকাল যৌবনা থেকে যায়। যদি সেই রকম বই হয় এই প্রসঙ্গে তিনি বিভিন্ন ধর্মগ্রন্থের বইয়ের কথা বলেছেন

যেখানে প্রথমেই বই পড়ার প্রতি দৃষ্টি নিবেশ করা হয়েছে কিন্তু বাঙালি এই নাগর ধর্মের কথাও শোনে না কারণ বই কেনার জন্য কাঁচা পয়সা তাদের কাছে নেই প্রকাশককে বইয়ের দাম কমাতে বললেও, তারা বই কম বইয়ের দাম কমাতে চায় না কারণ বই বিক্রি খুবই কম হয়মার্ক টুয়েনের লাইব্রেরির কথাও তিনি বলেছেন ধনীরা বলেন ধনার্জন করা কঠিন কাজ আবার জ্ঞানীরা বলেন না জ্ঞান অর্জন করাই হলো কঠিন কাজ। একবার এক ড্রয়িংরুম গৃহিণী যাকে লেখক গরবিনী বলেছেন। তিনি তার স্বামীর জন্মদিনের উপহার কিনতে দোকানে গেছেন দোকানদার নানা রকম জিনিস দেখিয়ে শেষে তিনি একটি বই কিনতে বলেন কিন্তু সেই গৃহিণী বই কিনতে অস্বীকার করে

কারণ একটা বই নাকি তাদের আছে এই বিষয়ে ফ্রান্স অনেক এগিয়ে তারা যেকোনো কিছু বিষয়ে বই দিয়েই সকলকে অপমান করে এই প্রসঙ্গে তিনি আন্দ্রে জিদের একটি ঘটনা উল্লেখ করেছেন জিদ রাশিয়া থেকে ফিরে সোভিয়েত রাজ্যের বিরুদ্ধে বেশ কিছু বই লিখেছিলেন যার জন্য জিদকে অনেক সমস্যা সম্মুখীন হতে হয়েছিল কিন্তু তার বন্ধু বান্ধবীরা তার পাশে এসে দাঁড়ায়নি সেই হিসেবে তিনি সিদ্ধান্ত করেছিলেন তার সমস্ত লাইব্রেরীটা নিলামে তুলে দেবেন প্রবন্ধের শেষে এক রাজা এবং হাকিমের ঘটনা তুলে ধরেছেন

যেখানে এক রাজা বাহ্য জ্ঞান হারিয়ে হাকিম এর কাছ থেকে একটি বই বাগাতে তাকে খুন পর্যন্ত করেছিলেন কিন্তু হাকিম খুন হবেন জেনে, তিনি সেই বইটিতে প্রত্যেকটি পৃষ্ঠার কোণে মারাত্মক বিষ লাগিয়ে দিয়েছিলেন রাজা সেই পৃষ্ঠাগুলো মুখে থুতু লাগিয়ে খুলে পড়ছিলেন আর সেই বিষ রাজার মুখে চলে যায় শেষ পৃষ্ঠায় মারা যাবে সেই কথা লেখা ছিল এবং শেষ পৃষ্ঠা পড়ার সঙ্গে সঙ্গে রাজা মারা যান

বই কেনা প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর class 11

1.বই কেনা প্রবন্ধটি পঞ্চতন্ত্রের কোন পর্ব থেকে গৃহীত হয়েছে?

  1. দ্বিতীয় পর্ব
  2. প্রথম পর্ব
  3. তৃতীয় পর্ব
  4. চতুর্থ পর্ব     উঃ প্রথম পর্ব

2. “বই কেনা” প্রবন্ধটির রচয়িতা কে?

  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. সৈয়দ মুজতবা আলী
  3. প্রভাত কুমার মুখোপাধ্যায়
  4. সৈয়দ মুস্তাফা সিরাজ      উঃ সৈয়দ মুজতবা আলী

3. “তার সমস্ত মাথা জুড়ে নাকি গাদা গাদা চোখ বসানো আছে”- এখানে কার মাথায় চোখ বসানো আছে?

  1. মাছি
  2. মৌমাছি
  3. কেরানির
  4. আনাতোলা ফ্রান্স     উঃ মাছি

4. “খৈরাম ছিলেন?

  1. খৃষ্টান
  2. হিন্দু
  3. মুসলমান
  4. শিখ      উঃ মুসলমান

5. আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছেন কিসের মাধ্যমে?

  1. কলমের মাধ্যমে
  2. বইয়ের মাধ্যমে
  3. বই কেনার মাধ্যমে
  4. বই পড়ার মাধ্যমে     উঃ কলমের মাধ্যমে

6. কলমের আশ্রয় কি?

  1. খাতা
  2. পুস্তক
  3. লেখা
  4. কালি    উঃ পুস্তক

7. ফরাসি প্রকাশক নির্ভয়ে এক ঝটকায় কত বই প্রকাশ করতে পারে?

  1. বিশ হাজার
  2. পঁচিশ হাজার
  3. ত্রিশ হাজার
  4. পঁয়ত্রিশ হাজার
  5. চল্লিশ হাজার      উঃ বিশ হাজার

8. এক ড্রয়িংরুম বিহারিনী তার স্বামীর জন্মদিনের জন্য কি কিনতে গিয়েছিলেন?

  1. বই
  2. পেন
  3. সওগাত
  4. খাতা    উঃ সওগাত।

9. “চেষ্টায় দোকানদার নিরাশ হয়ে বললে”- দোকানদার কি বলেছিলেন?

  1. একখানা পেন দিলে হয় না
  2. একখানা খাতা দিলে হয় না
  3. তবে একখানা ভালো বই দিলে হয় না
  4. একখানা ব্যাগ দিলে হয় না        উঃ তবে একখানা ভালো বই দিলে হয় না

10. “সেও তো ওঁর একখানা রয়েছে”- কি রয়েছে?

  1. খাতা
  2. পেন
  3. বই
  4. লাইব্রেরী   উঃ বই

11. প্রকৃত বই জিনিসটার সম্মান করতে জানে কারা?

  1. রাশিয়া
  2. ফ্রান্স
  3. ইংল্যান্ড
  4. ভারত     উঃ ফ্রান্স

12. “কাউকে মোক্ষম মারাত্মক অপমান করতে হলেও তারা ওই জিনিস দিয়েই করে”- কি জিনিস দিয়ে অপমান করে?

  1. খাতা দিয়ে
  2. পেন দিয়ে
  3. ব্যাগ দিয়ে
  4. বই দিয়ে     উঃ বই দিয়ে

13.আঁদ্রে জিৎ কোন দেশ থেকে ফিরে সোভিয়েত রাজ্যের বিরুদ্ধে মারাত্মক কেতাব লিখেছিলেন?

  1. রুশিয়া
  2. জাপান
  3. ফ্রান্স
  4. সোভিয়েত      উঃ রুশিয়া

14.হাকিম আপন মৃত্যুর জন্য প্রস্তুত জেনে প্রতিশোধের জন্য কি ব্যবস্থা করে দিয়েছিলেন?

  1. পাতার কোনায় মারাত্মক বিষ লাগিয়েছিলেন
  2. বইয়ের পিছনে ছুরি লুকিয়ে ছিলেন
  3. পিছন থেকে আঘাত করেছিলেন।
  4. গলায় ফাঁস লাগিয়েছিলেন।     উঃ পাতার কোনায় মারাত্মক বিষ লাগিয়েছিলেন

15. বাঙালিরা কিসের ভয়ে বই পড়া ছেড়ে দিয়েছে?   

  1. মরার ভয়ে
  2. বই কিনার ভয়ে
  3. টাকার ভয়ে
  4. দামের ভয়ে      ans- মরার ভয়ে

Class 11 Bengali new syllabus বড় প্রশ্নের উত্তর answers tricks

  • একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের পঞ্চতন্ত্র গ্রন্থের থেকে এমসিকিউ টাইপের প্রশ্নের উত্তর করতে হবে। তাই চারটি প্রবন্ধ গুলি ভালোভাবে রিডিং পড়তে হবে কোন বড় প্রশ্ন মুখস্ত করতে হবে না
  • চারটি প্রবন্ধ বার বার খুকি খুটিয়ে পড়তে হবে বিষয়বস্তু ভালোভাবে বুঝে নিতে হবে 
  • পঞ্চতন্ত্র গ্রন্থের  40 নম্বরের বড় প্রশ্নের উত্তর answer solve করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে।
  • চারটি প্রবন্ধের মধ্যে যেকোনো তিনটি প্রবন্ধ ভালোভাবে পড়লেও এখান থেকে ধার্য করার সমস্ত  40 নম্বরের বড় প্রশ্নের  উত্তর করতে পারবে
  • পঞ্চতন্ত্র গ্রন্থের জন্য কোন নোট বই বা সহায়িকা বই দরকার পড়বে না। যেহেতু উত্তর তোমাদের এমসিকিউ করতে হবে। বড় প্রশ্নের উত্তর করতে হলে সেক্ষেত্রে নোট বই বা বড় সহায়িকা বই বা কোচিং বা প্রাইভেট টিউশন দরকার হতো কিন্তু একাদশ শ্রেণির 2nd সেমিস্টারে তোমাদের এই ধরনের কিছু প্রয়োজন পড়বে না

Leave a Comment

Discover more from Qবাংলা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading