> নতুন জামা পাবার জন্য তুমি কি কান্ডটাই না করেছিলে

নতুন জামা পাবার জন্য তুমি কি কান্ডটাই না করেছিলে

পান্নালাল প্যাটেল রচিত অদল বদল নামক ছোট গল্পের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে। বিশেষ করে নতুন জামা পাবার জন্য কি কান্ডটাই না করেছিলে এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ গল্পটি গুজরাটি ভাষায় রচিত গল্পটিকে বাংলায় তরজমা করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। প্রিয় ছাত্রছাত্রী এই প্রশ্নগুলোর উত্তর লেখার কৌশলগুলি ভালোভাবে লক্ষ্য কর:- মাধ্যমিকের বাংলা বিষয়ে আরো প্রশ্নউত্তর  Adalbadal question answer জানতে অবশ্যইClick Here 

শ্রেণী  দশম
বিষয়  বাংলা
গল্পের নাম    অদল বদল
লেখক  পান্নালাল প্যাটেল
তরজমা  অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত

1. “নতুন জামা পাবার জন্য তুমি কি কান্ডটাই না করেছিলে”- নতুন জামা পাবার জন্য কে, কে কান্ড করেছিল? Adalbadal question answer.

উঃ পান্নালাল প্যাটেল বিরিচিত অদল বদল নামক ছোটগল্পে অমৃত নতুন জামা পাবার জন্য অদ্ভুত রকমের কান্ড করেছিল। কারণ সে ভালোভাবেই জানতো তার বাবা তাকে জামা কিনে দেবে না তাই সে অদ্ভুত একটি কান্ড করেছিল।

কি কাণ্ড করেছিল:- অমৃত হিসাবের মতো নতুন জামা পাবার জন্য তার বাবা মায়ের কাছে এক অদ্ভুত কান্ড করেছিলঅমৃত তার বাবা মাকে একটা জামার জন্য অনেক জ্বালিয়েছিল সে দৃঢ়ভাবে জানিয়েছিল যে ঠিক ইসাবের মত জামাটি না পেলে স্কুলে যাবে না এমনকি নিজের জামাটা ছেঁড়া জায়গায় আঙ্গুল ঢুকিয়ে আরো ছিড়ে দিয়েছিল।অমৃত ভালো করেই জানতো তার মা তার বাবাকে রাজি করাতে না পারলে জামা কিনে দেওয়ার সম্ভাবনা খুবই কম তাই অমৃত স্কুলে যাওয়া বন্ধ করে দিল

তারপর খাওয়া দাওয়া ছেড়ে দিল এমনকি রাত্তিরে বাড়ি ফিরতেও রাজি হলো না অবশেষে তার মা হাল ছেড়ে দিয়ে তার বাবাকে নতুন জামা কিনে দেওয়ার জন্য রাজি করিয়েছিলেন তারপর  তার মা  অমৃতকে ইসাবের বাবার গোয়ালঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বার করে এনেছিলেন

2.“উনি আসল ঘটনাটা জানেন”- উনি বলতে কার কথা বলা হয়েছে? আপনি কোন আসল ঘটনা জানেন? Adalbadal question answer.

উঃ গুজরাটি ভাষার প্রসিদ্ধ লেখক পান্নালাল প্যাটেল বিরচিত অদল বদল নামক ছোটগল্পে উনি বলতে ইসাবের বাবার কথা বলা হয়েছে

আসল ঘটনা: ইসাব কলিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে তার নতুন জামার পকেট  ও ৬ইঞ্চি পরিমাণ কাপড় ছিড়ে গিয়েছিল। এতে অমৃত এবং ইসাব ভয় পেয়ে যায় কারণ ইসাবের বাবা ইসাবকে প্রচন্ড প্রহার করতে পারে এই ভয়ে তারা লুকিয়ে একে অপরের জামা অদল বদল করে নিয়েছিলইসাব এবং অমৃত ভেবেছিল তাদের এই জামা অদল বদল করার ঘটনাটি কেউই জানতে পারেনি কিন্তু ইসাবের বাবার শান্ত গলা শুনে তারা চিন্তা করল তারা ভেবে নিল যে বোধহয় ইসাবের বাবা আসল ঘটনাটা জেনে ফেলেছেন

3.“ওরা জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা করছে” ওরা কারা? জামা কিভাবে ছেড়েছিল?

উঃ গুজরাটি ভাষা অন্যতম খ্যাতিমান লেখক পান্নালাল প্যাটেল রচিত অদল বদল নামক ছোটগল্পে ওরা বলতে অমৃত এবং ইসাবের কথা বলা হয়েছে।

জামা কিভাবে ছেড়েছিল:–  ইসাব হোলির দিনে যে নতুন জামা পড়েছিল সেই জামাটি কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে ছিঁড়ে ফেলেছিল অমৃত লক্ষ্য করেছিল যে ইসাবের জামার পকেট ও ৬ ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গিয়েছিলতারা দুজনেই এতে ভয় পেয়ে গেল কেননা ইসাবের বাবা জানতে পারলে এসবের চামড়া তুলে নেবে। কারণ উনি সুদখোর মহাজনের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাচি করে কাপড় কিনে জামা সেলাই করিয়েছিলেন। তাই তারা দুজনেই জামাটা কতটা ছিঁড়েছে তা পরীক্ষা করছিল

4.“দেখতে হবে ওরা কি করে”- ওরা কারা? তারা কি করছিল?

উঃ অদল বদল নামক ছোট গল্পে ওরা বলতে ইসাব এবং অমৃতকে বোঝানো হয়েছে। উক্তিটির বক্তা হলেন ইসাবের বাবা

তারা কি করেছিল:

কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে ইসাবের জামার পকেট ও ৬ ইঞ্চি পরিমাণ কাপড় ছিড়ে গিয়েছিল এতে ইসাব এবং অমৃত ভয় পেয়ে গেছিল কেননা ইসাবের বাবা ইসাবকে প্রচন্ড প্রহার করতে পারে কারণ ইসিবের বাবা সুদখোর মহাজনের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করিয়েছিলেন

তাই তারা আড়ালে লুকিয়ে লুকিয়ে একে অপরের জামা অদল বদল করে নিয়েছিল যাতে তার বাবার প্রহার থেকে ইসাবকে বাঁচানো যায় এই ঘটনা এসবের বাবা লুকিয়ে লুকিয়ে দেখে ফেলেছিল তাই ইসাবের বাবা বাহালি বৌদিকে জানিয়েছিল যে, ছেলে দুটো কি করছে তা দেখতে হবে এবং দেখে তিনি অবাক হয়েছিলেন।

5.“যা ভেবেছিলাম তাই হল”- কে কি ভেবেছিল? কি ঘটনা ঘটেছিল?

উঃ পান্নালাল প্যাটেল বিরোচিত অদল বদল নামাঙ্কিত ছোটগল্পে অমৃত এবং ইসাব ভেবেছিল যে ইসাবের বাবা তাদের জামা অদল বদল করার ঘটনাটি জেনে গিয়েছে।

কি ঘটনা ঘটেছিল:-

হোলির দিনে ইসাব কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে তার জামার পকেট ও ৬ ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গিয়েছিল এই ঘটনায় অমৃত এবং হিসাব ভয় পেয়ে গেছিল কেননা তারা ভালোভাবেই জানতো যে এর জন্য ইসাবের বাবা ইসাবকে প্রচন্ড প্রহার করতে পারে কারণ ইসাবের বাবা সুদখোর মহাজনের কাছ থেকে টাকা ধার করে এই কাপড় সেলাই করিয়েছিলেন তাই তারা ঠিক করল একে অপরের জামা অদল বদল করে নেবে কিন্তু এই ঘটনা এসবের বাবা লুকিয়ে লুকিয়ে দেখে নিয়েছিল তাই তারা ভেবেছিল যে তাদের জামা অদল বদল করার ঘটনাটি ইসাবের বাবা জেনে গেছে।

3 নম্বরে প্রশ্নের উত্তরের জন্য টিপস:- tips for 3 marks question answer:-

  1. 3 নম্বরে প্রশ্নের উত্তরের জন্য অবশ্যই তোমরা দুটি প্যারা ব্যবহার করে লেখ
  2. পয়েন্ট তুলে লিখলে লেখাটা দেখতে সুন্দর হয়
  3. পয়েন্ট তুলে না লিখলেও প্যারা করে এবং প্যারার চিহ্ন ব্যবহার করে উত্তর লিখলেও দেখতে সুন্দর হয়।
  4. প্যারা করে উত্তর লিখলে একটি সুবিধা পাওয়া যায় সেটি হল পরীক্ষক মহাশয় তোমার উত্তরটি স্কিপ করে যাওয়ার সম্ভাবনা থাকে না

1.“উনি ভুরু কুচকোলেন কিন্তু মাফ করে দিলেন”- উনি ভুরু কুঁচকোলেন কেন?

উঃ অদল বদল নামাঙ্কিত ছোটগল্পে অমৃতের মা ভুরু কুঁচকে ছিলেন কারণ অমৃতের জামা ছেঁড়া ছিল এই জামা আসলে অমৃত ইসাবের কাছ থেকে অদল বদল করেছিল

2.“কিছুটা যেতেই অমৃতের নজরে এল”- অমৃতের নজরে কি এসেছিল?

উঃ ইসাব কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে ইসাবের জামার পকেট ও 6 ইঞ্চি পরিমাণ জামা ছিড়ে গিয়েছিল। এই বিষয়টি কিছুদূর যেতেই অমৃতের নজরে এসেছিল

নতুন জামা পাবার জন্য তুমি কি কান্ডটাই না করেছিলে

Tips for better result: গুরুত্বপূর্ণ টিপস:-  

অদলবদল Adalbadal নামক ছোট গল্প থেকে প্রশ্ন উত্তর করার জন্য নিম্নলিখিত টিপসগুলি অনুসরণ কর:-

  1. গল্পটির কাহিনী খুবই সংক্ষিপ্ত তাই গল্পটি ভালোভাবে Reading  পড়ে লাইনগুলো পরপর মনে রাখার চেষ্টা করবে।
  2. বাজার চলতি কোন সহায়িকা বইয়ের হুবহু কপি করে প্রশ্নোত্তর লেখা উচিত নয়
  3. গল্পটির বিষয়বস্তু খুব ভালোভাবে আয়ত্ত করতে পারলে যে কোন প্রশ্নের উত্তর নিজেই লিখতে পারবে
  4. গল্পের প্রশ্ন উত্তর লেখা অত্যন্ত সহজ
  5. গল্পের ভাষাগুলিও খুব সুন্দর
  6. নিজে নিজেই প্রশ্নের উত্তর লেখার চেষ্টা কর

অদল বদল গল্পের বিষয়বস্তু সংক্ষিপ্ত আকারে:-

অদল বদল গল্পে দুই অকৃতদার বন্ধুর অভূতপূর্ব বন্ধুত্বপূর্ণ ভালবাসার ও সাম্প্রদায়িক সম্প্রীতির উর্ধের একটি গল্প নির্মাণ করা হয়েছেএবং সেই সঙ্গে গল্পে মায়ের ভালোবাসা এবং বাবার শাসন যে উভয়েই প্রয়োজন তা গল্পে দুই বন্ধুর মধ্যে প্রকট হয়েছে ইসাবের মা নেই কিন্তু তার বাবা আছে ফলতো ইসাবকে তার বাবার প্রহার থেকে বাঁচানোর জন্য কেউ নেই কিন্তু অমৃতকে বাঁচানোর জন্য তার মা আছেন। এই বিষয়টি ইসাবের বাবাকে প্রচন্ডভাবে নাড়া দেয় এবং তিনি উপলব্ধি করতে পারেন যে ছেলেকে মানুষ করার ক্ষেত্রে মায়ের স্নেহ মায়া মমতা প্রয়োজন যেটি অমৃত তার চোখ খুলে দিয়েছে।

5 নম্বরে প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ টিপস:- tips for 5 marks question answer:-

এই গল্প থেকে 5 নম্বরের প্রশ্নের উত্তর লেখা অত্যন্ত সহজ কেননা গল্পটির বিষয় খুব বেশি কঠিন নয় গল্পের ভাষাও অত্যন্ত সহজ সরল তাই খুব সহজে এই গল্প থেকে 5 নম্বরে প্রশ্নের উত্তর লেখা যায়। কোনরকম মুখস্ত না করেও নিজে নিজেই উত্তর তৈরি করে লেখা যায় এই গল্পের শেষের দিকে বিশেষ করে ইসাবের বাবা যে সমস্ত কথাগুলি বলেছে, সেই লাইনগুলি ভালো করে পেন্সিল দিয়ে দাগ দিয়ে রাখো এই লাইনগুলি তুলেই 5 নম্বরে প্রশ্ন আসবে বা আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল

মাধ্যমিকের বাংলা বিষয়ে আরো অন্যান্য বিষয়ের প্রশ্ন উত্তর জানতে অবশ্যই দেখ:-

জ্ঞানচক্ষু গল্প থেকে সমস্ত প্রশ্নের উত্তর জানতে অবশ্য  Class Here
সিন্ধুতীরে কবিতার সমস্ত প্রশ্নের উত্তর দেখতে অবশ্যই  Click Here

সমাস কাকে বলে সমাসের শ্রেণীবিভাগ কি দেখতে অবশ্যই

click here
অভিষেক কবিতা থেকে প্রশ্ন উত্তর জানতে অবশ্যই click here
প্রলয়োল্লাস কবিতা থেকে প্রশ্ন উত্তর দেখতে অবশ্যই click here
হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ থেকে প্রশ্ন উত্তর দেখতে অবশ্যই click here
বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে প্রশ্ন উত্তর দেখতে অবশ্যই click here
কোনি উপন্যাসের প্রশ্ন উত্তর দেখতে অবশ্যই click here
ব্যাকরণের প্রশ্ন উত্তর দেখতে অবশ্যই   Click Here 

অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার প্রশ্নোত্তর দেখতে অবশ্যই

Click Here
সিরাজদৌল্লা নাটক থেকে প্রশ্ন উত্তর জানতে অবশ্যই  Click Here

উত্তর লেখার কৌশল:- question answer tips:-

  • 5 নম্বরে প্রশ্নের উত্তরের জন্য মিনিমাম তিনটি প্যারা অবশ্যই ব্যবহার কর 
  • 3 নম্বরে প্রশ্ন উত্তরের জন্য মিনিমাম দুটি প্যারা অবশ্যই ব্যবহার কর
  •  1 নম্বরে প্রশ্নের উত্তরের জন্য দুই থেকে আড়াই লাইনের মধ্যে লেখার চেষ্টা কর। 
  • mcq প্রশ্নের সমস্ত উত্তর করার জন্য গল্পটি খুঁটিয়ে খুঁটিয়ে রিডিং পড়ো

Leave a Comment

Discover more from Qবাংলা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading