> আগন্তুক আবার হাসেন আগন্তুক কে? তিনি আবার হেসেছিলেন কেন?

আগন্তুক আবার হাসেন আগন্তুক কে? তিনি আবার হেসেছিলেন কেন?

সুবোধ ঘোষ রচিত বহুরূপী নামক ছোট গল্পের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে। বিশেষ করে আগন্তুক আবার হাসেন আগন্তুক কে? এই লাইনটি important । প্রিয় student এই প্রশ্ন উত্তর লেখার tips লক্ষ্য কর

মাধ্যমিকের wbbseবাংলা বিষয়ে আরো প্রশ্নউত্তর  question answer জানতে অবশ্যইClick Here

বহুরূপী গল্পের বিষয়:

সুবোধ ঘোষ রচিত বহুরূপী নামক ছোট গল্পে হরিদার জীবন সংগ্রামের কাহিনী খুব সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে হরিদা আসলে পেশায় একজন বহুরূপী বহুরূপী সেজে মানুষের মনোরঞ্জন করে যা কিছু রোজগার উপার্জন হয়,|

তাই দিয়ে তার পেট চলে যায় গল্পের শেষে হরিদা বিরাগী সেজে জগদীশ বাবুর কাছে অঢেল টাকা পয়সা চাওয়ার সুযোগ পেয়েও তিনি নেননিকারণ তিনি একজন পেশাদার বহুরূপীতিনি তার পেশাকে অত্যন্ত ভালোবাসেন এবং সম্মান করেন তাই তিনি মিথ্যা ছলনার আশ্রয় নিয়ে টাকা পয়সা হাতিয়ে নিতে চাননি এভাবেই গল্পের হরিদা একজন প্রকৃত পেশাদারী বহুরূপী হয়ে আমাদের কাছে থেকে যান

Tricks for MCQ question answer বহুরূপী গল্প

বহুরূপী গল্পের mcq প্রশ্নের উত্তর এর জন্য কোনরকম সাজেশন হয় না কারণ এমসিকিউ প্রশ্ন সাজেশন হয় না এমসিকিউ প্রশ্নের উত্তর করতে গেলে বহুরূপী গল্পটির পাঠ্য বইটি ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে রিডিং করতে হবে সমস্ত লাইন পূর্বাপর ভালোভাবে বুঝে নিতে হবে তাহলে যেকোন mcq খুব সহজে করে ফেলতে পারবে পাঠ্য বই বহুরূপী গল্পটি ভালোভাবে Reading না পড়ে এমসিকিউ মুখস্ত করা উচিত নয়

১) আগন্তুক আবার হাসেন আগন্তুক কে? তিনি আবার হেসেছিলেন কেন?

উঃ সুবোধ ঘোষের রচিত বহুরূপী নামাঙ্কিত ছোটগল্পে আগন্তুক হলেন বিরাগী ছদ্মবেশে হরিদা

আবার হাসলেন কেন:- হরিদা পেশায় একজন বহুরূপীতিনি একজন চমৎকার বিরাগীর ছদ্মবেশে সম্ভ্রান্ত জগদীশ বাবুর বাড়িতে যান। জগদীশ বাবু সিঁড়িতে দাঁড়িয়ে উপর থেকে তার সঙ্গে কথা বলছিলেন। এতে বিরাগী রূপি হরিদা ক্ষুব্ধ হন এবং তাকে তিনি বলেন যে, তিনি নাকি ভগবানের চেয়েও বড় এতেই জগদীশ বাবু ইতস্তত বোধ করেন এবং তিনি স্বীকার করেন যে তার অপরাধ হয়েছে, রাগ করবেন না এই কথাতেই বিরাগী রূপে ছদ্মবেশী হরিদা হেসে উঠেছিলেন কারণ রাগ বলে তার কোন রিপু নেই বলে তিনি জানিয়েছিলেন

) “আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ”- কে কার কাছে কিসের অনুরোধ করেছিলেন?

উঃ ছোট গল্পকার সুবোধ ঘোষের রচিত বহুরূপী নামাঙ্কিত ছোট গল্পের সম্ভ্রান্ত জগদীশ বাবু বিরাগী ছদ্মবেশে হরিদার কাছে এই অনুরোধ করেছিলেন

কি অনুরোধ করেছিলেন:- হরিদা বিরাগী ছদ্মবেশে জগদীশ বাবুর বাড়িতে গিয়েছিলেন। এবং জগদীশবাবু হরিদাকে দেখে সত্যিই তিনি তাকে একজন বিরাগী মনে করেন এবং তার পা স্পর্শ করার জন্য ছটফট করতে শুরু করেন জগদীশ বাবু বিরাগীর কাছে একটা প্রাণের অনুরোধ রাখেন সেটি হলো বিরাগী যেন তার বাড়িতে কয়েকটা দিন থাকেন তিনি দুই হাত জোর করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে ছিলেন এমন অনুরোধ করে

) “বরং একটু তারিফই করলেন”- কে কার তারিফ করেছিলেন? তারিফ কেন করেছিলেন?

উঃবহুরূপী নাম ছোটগল্পে স্কুলের মাস্টারমশাই নকল পুলিশ হরিদাকে তারিফ করেছিলেন

কেন তারিখ করেছিলেনহরিদা পেশায় একজন বহুরূপী বহুরূপী সাজ সেজে মানুষের মনোরঞ্জন করায় তার উদ্দেশ্য তাই একবার পুলিশ সেজে দয়ালবাবু লিচু বাগানের ভেতরে দাঁড়িয়ে ছিলেন তিনি স্কুলের চারটে ছেলেকেও ধরেছিলেন ছেলেরা ভয় কেঁদে ফেলেছিল অন্যদিকে স্কুলের মাস্টারমশাই সেই নকল পুলিশের কাছে ক্ষমাও চেয়েছিলেন এমনকি টানা ঘুষ দিয়ে তারপর রক্ষা পেয়েছিলেন পরবর্তীতে স্কুলের মাস্টারমশাই যখন জানতে পারেন এবং তিনি ছিলেন বহুরূপী হরিদা তখন তিনি একটুও রাগ করেননি বরং তারিফ করেছিলেন। তার চমৎকার পুলিশ সাজের জন্য।

) “আমি বলছি তোমরা সেখানে থেকো”- বক্তা কোথায় থাকতে বলেছেন? সেখানে কি ঘটনা ঘটেছিল?

 উঃ আলোচিত উক্তিটির বক্তা হলেন বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদা হরিদা তার সঙ্গী সাথীদের জগদীশ বাবুর বাড়িতে থাকার কথা বলেছেন কারণ সেখানে তিনি এক জবর খেলা দেখাবেন

কি ঘটনা ঘটেছিল:- জগদীশ বাবুর বাড়িতে হরিদা বিরাগের ছদ্মবেশে গিয়েছিলেন সেই বিরাগীর ছদ্মবেশ রূপ ভবতোষ সহ অন্যান্যরা কেউই চিনতে পারেননি যে আসলে সে হরিদা, বিরাগৈ জগদীশ বাবুর কাছ থেকে অনেক টাকা উপহার পাওয়ার সুযোগ পেয়েছিলেন কিন্তু তা তিনি অবলীলায় অগ্রাহ্য করেছিলেন পরে তিনি তার সঙ্গী সাথীদের জানিয়েছিলেন যে তিনি তার পেশাকে ভালোবাসেন তার পেশাকে তিনি সম্মান করেন এতে তার ঢং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে

আগন্তুক আবার হাসেন আগন্তুক কে?

for 3 marks:-3 নম্বরে প্রশ্ন জন্য সাজেশন:-

  1. তিন নম্বরী প্রশ্নের উত্তরের জন্য আলাদাভাবে কোন প্রশ্ন করার প্রয়োজন নেই।
  2. বিষয়বস্তু ভালোভাবে করতে পারলে তিন নম্বরে প্রশ্নের উত্তর খুব সহজে করা যাবে
  3. তিন নম্বর প্রশ্নের উত্তরের জন্য গুরুত্বপূর্ণ লাইনগুলি হল:-তাতে যে…… ঢং নষ্ট হয়ে যায়
  4. আমরাও….উঠেছি বইকি
  5. এবার মারি ……. লুটি তো ভান্ডার
  6. 3 নম্বরে প্রশ্নের উত্তরের জন্য অবশ্যই তোমরা দুটি প্যারা ব্যবহার করে লেখ পয়েন্ট তুলে লিখলে লেখাটা দেখতে সুন্দর হয়
  7. পয়েন্ট তুলে না লিখলেও প্যারা করে এবং প্যারার চিহ্ন ব্যবহার করে উত্তর লিখলেও দেখতে সুন্দর হয়।

saq question answers বহুরূপী গল্প

১) নইলে আমি শান্তি পাব না- কে কি কারণে শান্তি পাবে না?
উঃ “বহুরূপী” নামাঙ্কিত ছোট গল্পের জগদীশবাবু শান্তি পাবেন না। কারণ বিরাগী ছদ্মবেশে হরিদা যদি তাকে কোন কিছু উপদেশ না শুনিয়ে যান তাহলে তিনি শান্তি পাবেন না।

৮) “ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা”- এখানে কোন সব বিষয়ের কথা বলা হয়েছে?
উঃ “বহুরূপী” নামক ছোটগল্পে হরিদা ওসব বলতে ধন, জন, যৌবন এর কথা বলেছেন। যেগুলি এক একটি সুন্দর বঞ্জনা।

৬) “বাঃ এ তো বেশ মজার ব্যাপার”- মজার ব্যাপারটি কি ছিল?
উঃ জগদীশবাবুর বাড়িতে এক সন্ন্যাসী এসেছিলেন | সেই সন্ন্যাসীর কাণ্ডকারখানা শুনে তিনি এমন কথা বলেছেন। মজার ব্যাপারটি ছিল জগদিশ বাবু একজোড়া কাঠের খরমে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেছিলেন। সন্ন্যাসী বাধ্য হয়ে পা এগিয়ে দিয়েছিলেন |  সেই সুযোগে জগদীশ বাবু পায়ের ধুলো নিয়েছিলেন।

৫) “আপনি রাগ করবেন না”- উদ্দিষ্ট ব্যক্তি কি কারনে রাগ করেছিলেন?
উঃ হরিদা বিরাগীর ছদ্মবেশে জগদীশ বাবুর বাড়িতে গিয়েছিলেন। কিন্তু জগদীশ বাবু সিড়ির ওপর থেকে তার সঙ্গে কথা বলছিলেন। সেজন্য বিরাগী ক্ষুব্ধ হয়েছিলেন। যার কারণে জগদীশবাবু তাকে রাগ করতে বারণ করেছেন।

৪) “তারপর নিজের মনেই হাসলেন”- কে নিজের মনে হাসলেন?
উঃ “বহুরূপী” গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদা বিরাগীর ছদ্মবেশে জগদীশ বাবুর বাড়িতে গিয়েছিলেন। সেখানেই তিনি নিজের মনেই হেসে উঠেছিলেন।

Tricks for better result: ভালো রেজাল্ট ট্রিকস :- 

  1. বহুরূপী  নামক ছোট গল্প থেকে প্রশ্ন উত্তর করার জন্য নিম্নলিখিত টিপসগুলি অনুসরণ কর:-
  2. গল্পটির কাহিনী খুবই সংক্ষিপ্ত। mcq এবং ছোট প্রশ্নের উত্তর করার জন্য গল্পটি খুব ভালো করে খুঁটি খুঁটিয়ে রিডিং পড়ো
  3. যত টেক্সট বইটি ভালো করে পড়বে এই প্রশ্ন উত্তর তত ভালো করতে পারবে
  4. তাই গল্পটি ভালোভাবে Reading  পড়ে লাইনগুলো পরপর মনে রাখার চেষ্টা করবে।
  5. কোন সহায়িকা বইয়ের হুবহু কপি করে প্রশ্নোত্তর লেখা উচিত নয়
  6. গল্পটির বিষয়বস্তু খুব ভালোভাবে পড় এবং জানার চেষ্টা করো ঘটনা গুলি পূর্বাপর মনে রাখবে
  7. গল্পের প্রশ্ন উত্তর লেখা অত্যন্ত সহজগল্পের ভাষাগুলিও খুব সুন্দর নিজে নিজেই প্রশ্নের উত্তর লেখার চেষ্টা কর

5 নম্বরে প্রশ্ন জন্য  টিপস:- tips for 5 marks question answer:- 

  • এই গল্প থেকে 5 নম্বরের প্রশ্নের উত্তর লেখা অত্যন্ত সহজ কেননা গল্পটির বিষয় খুব বেশি কঠিন নয়
  • গল্পের ভাষাও অত্যন্ত সহজ সরল তাই খুব সহজে এই গল্প থেকে 5 নম্বরে প্রশ্নের উত্তর লেখা যায়।
  • কোনরকম মুখস্ত না করেও নিজে নিজেই উত্তর তৈরি করে লেখা যায়
  • এই গল্পের শেষের দিকে বিশেষ করে হরিদা এবং জগদীশ বাবুর মধ্যে যে কথোপকথন হয়েছে সেই সমস্ত লাইনগুলো তুলে ৫ নম্বরে প্রশ্ন হবে

for 5 marks:-5 নম্বরের প্রশ্ন সাজেশন।

  • বহুরূপী গল্প থেকে একটি 5 নম্বরের রচনাধর্মী প্রশ্ন হয় যে সমস্ত প্রশ্নগুলি হয় সেই প্রশ্নগুলো হল হরিদ্বার চরিত্র। এটি যে কোন লাইন তুলে হরিদার চরিত্র বিশ্লেষণ করতে বলতে পারে, 
  • জগদীশ বাবুর চরিত্র বিশ্লেষণ এটিও যেকোনো একটি লাইন তুলে জগদীশ বাবুর চরিত্র বিশ্লেষণ করতে করতে পারে
  • এছাড়াও পাঠ্য বিষয়বস্তুতে জগদীশ বাবু এবং হরিদার মধ্যে যে কথোপকথন হয়েছে, সেই লাইনটি ভালো করে করে রাখবে
  • ৫ নম্বরের জন্য যেকোনো একটি প্রশ্ন করলেই অন্যান্য প্রশ্নগুলোর উত্তর সহজেই করতে পারবেন
শ্রেণী  দশম
গল্পের নাম  বহুরূপী
লেখক  সুবোধ ঘোষ

 

দশম শ্রেণীর বাংলা বিষয়ে আরো  প্রশ্ন উত্তর জানতে অবশ্যই নিচের লিংকে ক্লিক কর।

জ্ঞানচক্ষু গল্প Click Here
সিন্ধুতীরে কবিতা Click Here
অসুখী একজন কবিতা Click Here
অভিষেক কবিতা Click Here
হারিয়ে যাওয়া কালি কলম Click Here
বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ Click Here
কোনি উপন্যাসের প্রশ্ন উত্তর Click Here
সিরাজদৌল্লা নাটক Click Here
ব্যাকরণের প্রশ্ন উত্তর Click Here
নদীর বিদ্রোহ গল্প Click Here

 

উত্তর লেখার কৌশল:- question answer tips:-

প্রশ্ন উত্তর লেখার জন্য অনুসরণ কর

  • পাঁচ নম্বরে প্রশ্ন উত্তরের জন্য মিনিমাম তিনটি প্যারা অবশ্যই ব্যবহার কর 
  • তিন নম্বরে প্রশ্ন উত্তরের জন্য মিনিমাম দুটি প্যারা অবশ্যই ব্যবহার কর
  •  এক নম্বরে প্রশ্ন উত্তরের জন্য দুই থেকে আড়াই লাইনের মধ্যে লেখার চেষ্টা কর। 
  • mcq প্রশ্নের সমস্ত উত্তর করার জন্য গল্পটি খুঁটিয়ে খুঁটিয়ে রিডিং পড়ো

Leave a Comment

Discover more from Qবাংলা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading