> সাজিছে রাবণ রাজা রাবণ সেজে উঠছেন কেন? কিভাবে তিনি সেজে উঠছেন? » Qবাংলা

সাজিছে রাবণ রাজা রাবণ সেজে উঠছেন কেন? কিভাবে তিনি সেজে উঠছেন?

প্রিয় ছাত্র-ছাত্রী এই সিরিজে মধুসূদন দত্ত রচিত অভিষেক শীর্ষক কাব্যাংশে – সাজিছে রাবণ রাজা  রাবণ সেজে উঠছেন কেন?-গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের অনুরোধ তোমরা উত্তর দেখার পাশাপাশি উত্তর লেখার কৌশলটি খুব ভালোভাবে লক্ষ্য কর মাধ্যমিক wbbse বাংলা বিষয় আরও প্রশ্নের উত্তর জানতে অবশ্যই click here 

1.সাজিছে রাবণ রাজা রাবণ সেজে উঠছেন কেন? কিভাবে তিনি সেজে উঠছেন?

উঃ মাইকেল মধুসূদন দত্ত বিরিচিত অভিষেক শীর্ষক কাব্যাংশে লঙ্কাধিপতি রাক্ষসী রাজ রাবণ রামের বিরুদ্ধে যুদ্ধে যাবার জন্য সেজে উঠছেন কারণ রামের সঙ্গে যুদ্ধে তার বীরপুত্র বীরবাহু মারা গেছেন সেনাপতি পদ শূন্য হয়ে পড়েছে। তাই এই অবস্থায় তিনি নিজেই যুদ্ধে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছেন

রাবণের যুদ্ধ সাজ:- রাক্ষসরাজ রাবণ রামের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। তিনি বীরত্বের গর্বে মত্ত হয়ে উঠেছেন চারিদিকে যুদ্ধের বাজনা অর্থাৎ রনবাদ্য বেজে উঠেছে হাতি গর্জন করছে ঘোড়া ডাকছে পদাতিক সেনারা অর্থাৎ রথী মহারথীরা বারবার হুংকার দিচ্ছে আকাশে রেশমের কাপড়ের প্রস্তুত পতাকা উড়ছে। চারিদিকে আকাশে সোনার তৈরি বর্মের দীপ্তি বা ঔজ্জ্বল্য দেখা যাচ্ছে এইভাবেই রক্ষসরাজ রাবণ যুদ্ধে যাবার জন্য প্রস্তুত হয়েছেন

Read More

আরো মাধ্যমিক বাংলা বিষয়ে প্রশ্ন উত্তর দেখতেclick here

Read More Question Answers For Class 10 Bengali link below

1. “নমি পুত্র পিতার …… কহিলা”- পিতা এবং পুত্রের নাম কি এই প্রসঙ্গে পিতা এবং পুত্রের মধ্যে যে কথোপকথন হয়েছে সেটি নিজের ভাষায় লেখো | ans- পুত্র ইন্দ্রজিৎ লংকায় প্রবেশ করে, পিতার চরণে প্রণাম করেন এবং করজোড়ে তিনি বলেন যে, তিনি শুনেছেন রামচন্দ্র নাকি মরার পরেও পুনরায় বেছে উঠেছে। এই মায়া তিনি বুঝে উঠতে পারছেন না। পিতা যেন তাকে অনুমতি দেন, read more 
অভিষেক শীর্ষক কাব্যাংশের সম্পূর্ণ প্রশ্ন উত্তর
pdf দেখতে Click Here

2“জ্ঞানচক্ষু” গল্পে তপনের ছোটোমাসির স্বভাব  ভাবনার যে পরিচয় ফুটে উঠেছেআলোচনা করো|উত্তর) “জ্ঞানচক্ষু”গল্পে লেখিকা আশাপূর্ণা দেবী সমাজ জীবনের অতি সাধারণ চরিত্র গুলিকে আমাদের গল্পে তুলে ধরেছেন | তপনের ছোটমাসি নামে একটি সাধারণ নারী চরিত্রের কতগুলো অতি সাধারণ বৈশিষ্ট্য তুলে ধরেছেন | যা আমাদের সংসারের খুঁটিনাটি নারী চরিত্রকে Read Moreগল্পের সম্পূর্ণ প্রশ্ন উত্তর দেখতে অবশ্যই click here

3.” আসছে এবার অনাগত প্রলয় – নেশার নৃত্য পাগল ” -‘অনাগত ’ কে ? সে ‘প্রলয়–নেশার নৃত্য পাগল”কেন ? অথবা:-“অনাগত”প্রলয় নেশার নৃত্য পাগলের মতো আসছে কেন ? তিনি কি করবেন  উঃ। অনাগত কথাটির অর্থ হল- যা এখনো আসেনি। প্রলয়োল্লাস ’ কবিতায় কবি কাজী নজরুল ইসলাম অনাগত ’ বলতে পরাধীন ভারতবর্ষের উপনিবেশিক নাগপাশ থেকে মুক্ত হয়ে, আসন্ন স্বাধীনতার কথাকে বুঝিয়েছেন। অর্থাৎ পরাধীনতার শৃঙ্খল মোচন ঘটে স্বাধীনতার সূর্য যে উদিত হবে তা কবি  Read More  প্রলয়োল্লাস কবিতার সম্পূর্ণ প্রশ্ন উত্তর দেখতে অবশ্যই Click Here

4. “সমস্ত …….. গেল আগুন” -কোথায় আগুন ধরে গেল ? কিভাবে আগুন ধরে গেল ? এর ফলে কি হলো ? উত্তর)  “অসুখী একজন” কবিতায় কবি  পাবলো নেরুদা মানবসভ্যতা ধ্বংসকারী যুদ্ধের তাণ্ডবলীলার চিত্র তুলে ধরেছেন | যুদ্ধের এই আগুনেই তার মাতৃভূমি বিপন্ন হয়ে পড়ে | এর ফলে কি হলো ?-যুদ্ধ মানুষের জীবনে কতটা ধ্বংস নিয়ে আসে ,  তা আলোচ্য কবিতার কথকের বর্ণনায় স্পষ্ট হয়ে ওঠে | যুদ্ধের আগুনে, যুগ যুগ ধরে যে দেবতারা মানুষের ভরসার  Read More | অসুখী একজন কবিতার সম্পূর্ণ প্রশ্ন উত্তর দেখতে অবশ্যই click here

5.“আমরা কালিও ……নিজেরাই।”- কারা কিভাবে কালি তৈরি করতেন তা পাঠ্য প্রবন্ধ অনুসরণে নিজের ভাষায় লেখ। অথবা:- লেখকদের কালি তৈরি পদ্ধতিটি প্রবন্ধ অনুসরণে বর্ণনা কর 
উঃ) প্রাবন্ধিক শ্রীপান্থ ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধে তাদের শৈশবকালের দোয়াত কলমের স্মৃতি তুলে ধরেছেন। শৈশবে বক্তা শ্রীপান্ত কিভাবে নানা উপকরণের সাহায্যে, নিজেরাই কালি তৈরি করতেন- সেই সম্পর্কে পাঠ্য প্রবন্ধে জানিয়েছেন। কালি তৈরি পদ্ধতিটি:- ‘আমরা’ Rea Moreহারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সম্পূর্ণ প্রশ্ন উত্তর দেখতে click here

6.“অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো”- কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন? তার এ কথা বলার কারণ কি? /অথবা- “অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো পায়ে”- কবি অস্ত্রকে পায়ে রাখতে বলেছেন কেন ? কবি অস্ত্রকে কেন ফেলতে বলেছেন? (উঃ) “অস্ত্রের বিরুদ্ধে গান” কবিতায় কবি জয় গোস্বামী অস্ত্রকে গানের পায়ে সমর্পণ করার আহ্বান জানিয়েছেন। কবি যুদ্ধকে প্রতিহত করতে একমাত্র গানকেই হাতিয়ার করেছেন। কারণ অস্ত্রের দ্বারা পৃথিবীতে কখনো শান্তি প্রতিষ্ঠা করা যায় না। বরং অস্ত্রের দ্বারা মানুষের মনে হিংসা বেড়ে ওঠে। সেজন্য কবি অত্যাচারী শাসক ও শোষকদের Rea More | অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার প্রশ্ন উত্তর দেখতে অবশ্যই click here

7। “ কী প্রয়োজন ছিল ব্রিজের ? ”— প্রসঙ্গসহ এমন মন্তব্যের কারণ উল্লেখ কর ?  অথবা:- কোন্ ব্রিজের কথা বলা হয়েছে ? উদ্দিষ্ট ব্যক্তির তা অপ্রয়োজনীয় বলে মনে হয়েছে কেন ?
উঃ। কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহ নামক গল্পে নদেরচাঁদ পেশায় একজন স্টেশনমাস্টার। সে যে স্টেশনে কাজে নিযুক্ত ছিল- সেই স্টেশন থেকে এক মাইল দূরে নদীর উপরে একটি ব্রিজ নির্মাণ করা ছিল। আলোচিত অংশে সেই ব্রিজের কথাই বলা হয়েছে Read More
নদীর বিদ্রোহ গল্পের সম্পূর্ণ প্রশ্ন উত্তর দেখতে অবশ্যই click here

8.“জোচ্চুরি করে …… এখন ঠেকায় পড়ে এসেছ আমার কাছে”- কোনির এই অভিমানের কারণ কীএর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো। কোনির এই অভিমানের কারণ- জনপ্রিয় কথাসাহিত্যিক মতি নন্দীর ‘কোনি’ উপন্যাসের প্রধান চরিত্র কোনি নানা বাধা পেরিয়ে বাংলা সাঁতারু দলে স্থান পেলেও মাদ্রাজে গিয়ে ক্লাবকর্তাদের ষড়যন্ত্রের শিকার হয়। জাতীয়  দলে থাকলেও, তাকে কোন ইভেন্টে নামতে দেওয়া হয়নি, নানা অজুহাতে তাকে বসিয়ে রাখা হয়েছিল। অবশেষে অমিয়া অসুস্থ হয়ে Read More কোনি বড় প্রশ্ন উত্তর সম্পূর্ণ প্রশ্ন উত্তর দেখতে click here

9. “অনুমান …… চিতে”- কে, কি দেখে অনুমান করেছিলেন? তিনি কোন বিষয় অনুমান করেছিলেন? অথবা- কে নিজ চিতে কি অনুমান করেছিলেন?
উঃ আরাকান রাজসভার কবি সৈয়দ আলাওলের “পদ্মাবতী” শীর্ষক কাব্যাংশের অন্তর্গত “সিন্ধুতীরে” নামক পাঠ্য অংশে সমুদ্র কন্যা পদ্মা অচেতন অবস্থায় শুয়ে থাকা অপূর্ব সুন্দরী পদ্মাবতীকে দেখে নিজ চিতে অনুমান করেছিলেন। সমুদ্রকন্যা পদ্মা, চার সখি Read More  | সিন্ধু তীরে কবিতার সম্পূর্ণ প্রশ্ন উত্তর দেখতে অবশ্যই click here

Leave a Comment

Discover more from Qবাংলা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading